বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়া পৌরসভার উন্নয়নকল্পে বিশিষ্ট নাগরিকদের সাথে মতবিনিময় সভা

সাতক্ষীরার কলারোয়া পৌরসভার উন্নয়নকল্পে বিশিষ্ট নাগরিকদের সাথে সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে কলারোয়া নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটি ওই সভার আয়োজন করে।
পৌরসভার মধ্যে নতুন ভবন তৈরির ক্ষেত্রে রাস্তার জায়গা ও ড্রেন দখল, ছোটছোট রাস্তায় ভারি যানবাহনের প্রবেশে বাধা দিতে তৈরিকৃত পিলার রাতের আধারে ভেঙ্গে ফেলার অভিযোগ, কোন মাস্টার প্লান না থাকা, বাজারের চৌরাস্তা মোড়ের ঘেরাটি যানবাহন চলাচলে জ্যাম সৃষ্টি, দিনের বেলা বাজারে পন্যবাহী ট্রাক-মিনি ট্রাক প্রবেশ রোধ করা, বেত্রাবতী নদীর উপর বিকল্প ব্রিজ নির্মাণ ও নদীতে শ্যাওলা অপসারণসহ বিভিন্ন দাবির প্রেক্ষাপটে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় পৌরসভার নানান কার্যক্রমে অনিয়ম, অসঙ্গতি ও অবহেলার জন্য একক ভাবে পৌর মেয়রকে দায়ি করেন অনেক বক্তা। সেসময় সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত থাকলেও তাদের দায়িত্ব-কর্তব্য নিয়ে বক্তারা বক্তব্য না রাখায় উপস্থিত অনেকে নাম প্রকাশ না করার শর্তে ক্ষোভ প্রকাশ করেন। তারা জানান- সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলররাই মূলত সেই ওয়ার্ডের সার্বিক কর্মকান্ডে সরাসরি সংশ্লিষ্ট। মেয়রের আগে তারাই ইতিবাচক-নেতিবাচক বিষয়ের ভাগিদার।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ।
তিনি বলেন- ‘কলারোয়া পৌরবাসী পৌরসভার সুবিধা থেকে বঞ্চিত। সরকারের উন্নয়নকে সাবোটাজ করতে দেয়া হবে না। পৌরবাসী এগিয়ে না আসলে উন্নয়ন সম্ভব নয়।’
নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাতক্ষীরা এলজিইডির নির্বাহী প্রকৌশলী সামছুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না ও জেলা পরিষদের সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলজিইডির উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, সাবেক প্রকৌশলী আবেদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাংগঠনিক কমান্ডার সৈয়দ আলী, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শেখ সহিদুল ইসলাম, পৌরসভার প্রকৌশলী ওয়াজিহুর রহমান, পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, সহকারী অধ্যাপক ইউনুস আলী, আবুল খায়ের, সাংবাদিক অধ্যাপক কেএম আনিছুর রহমান, রিপোটার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খাঁন চৌধুরী পলাশ, পৌর কাউন্সিলর প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, মফিজুল হক, জামিল হোসেন, সন্ধ্যা রানী বর্মন, আকিমুদ্দীন, আলফাজ হোসেন, জাহাঙ্গীর হোসেনসহ অন্য কাউন্সিলররা, এড. আলি আহমেদ, আলী হোসেন, উপাধ্যক্ষ ময়নুল হাসান, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মককর্তা আব্দুর রাজ্জাক, অধ্যাপক হাবিবুর রহমান, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, মাস্টার শেখ শাহাজান আলী শাহিন, লিটন হোসেন, আ.লীগ নেতা সহিদুল ইসলাম, যুবলীগ নেতা স.ম গোলাম সরোয়ার প্রমুখ।
কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা অনুষ্ঠানটি পরিচালনা করেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা