বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়া নিউজে সংবাদ প্রকাশের পর খোঁজ মিললো উদ্ধার হওয়া মটরসাইকেল মালিকের, সামনে আসলো খুনের ঘটনা

কলারোয়া নিউজে সংবাদ প্রকাশের পর খোঁজ মিললো উপজেলার দেয়াড়ায় উদ্ধার হওয়া মটরসাইকেল মালিকের। কিন্তু দূর্ভাগ্য যে, মোটরসাইকেল মালিককে সম্প্রতি খুন করে তার মোটরসাইকেলটি চম্পট দেয় দূর্বৃত্তরা। মোটরসাইকেল মালিকের বাড়ি যশোর জেলার কেশবপুরে।

কলারোয়ার দেয়াড়া ইউনিয়নের কাশিয়াঙ্গা এলাকার একটি মৎসঘের থেকে ৪মার্চ দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নতুন পালসার মোটরসাইকেলটি উদ্ধার করে খোর্দ পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) সিরাজুল ইসলাম। ওই দিনই মোটরসাইকেলের ছবিসহ খবর প্রকাশিত হয় পাঠকপ্রিয় অনলাইন নিউজ পেপার (পোর্টাল) কলারোয়া নিউজে। ওই সংবাদ প্রকাশের পর খোঁজ মিললো উদ্ধার হওয়া মোটরসাইকেলের মালিকের। জানা গেলো লোমহর্ষক খুনের ঘটনাও।

কলারোয়া উপজেলার খোর্দ পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) সিরাজুল ইসলাম জানান- ‘মোটরসাইকেলটি উদ্ধার হওয়ার পর অনলাইন নিউজে খবর প্রকাশিত হয়, আমরাও খোঁজ খবর নেয়া শুরু করি। পরে জানা যায় যে, গত ২৮ ফেব্রুয়ারী কেশবপুর-চুকনগর সড়কের পাশে একটি কচুক্ষেত থেকে মামুনর রশীদ (২৮) নামের এক ব্যবসায়ীর মৃত দেহ উদ্ধার হয়। তার আগের দিন ওই ব্যক্তি তার মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলো। খুন করে তার মোটরসাইকেলটি নিয়ে যায় খুনি চক্র। সেই খোয়া যাওয়া মোটরসাইকেলটি-ই কলারোয়ার দেয়াড়া ইউনিয়নের কাশিয়াডাঙ্গা থেকে উদ্ধার করা হয়েছে।’

জানা গেছে- কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নে রবিবার রাত ১২.১৫ মিনিটে লাল প্রলেপের কালো রঙের নম্বরবিহীন পালসার মটরসাইকেল উদ্ধার করে খোরদো ক্যাম্পের ইনচার্জ সিরাজুল ইসলাম। অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা মটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়।
বিষয়টি এসআই সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানানোর পর সংবাদটি অনলাইন গণমাধ্যমে কলারোয়া নিউজে তাৎক্ষনিক প্রকাশিত হয়।
প্রকাশিত সংবাদের ভিত্তিতে গাড়ির মালিক পক্ষের খোঁজ পাওয়া যায় বলে সাংবাদিকদের জানান ক্যাম্প ইনচার্জ সিরাজুল ইসলাম।

তিনি জানান- ‘মটরসাইকেল মালিক যশোরের কেশবপুর থানাধীন হিজলডাঙ্গা গ্রামের সোহরাব হোসেনের ছেলে মামুন অর রশিদ। ২৮ ফেব্রুয়ারী মামুন অর রশিদকে হত্যা করে তার পালসার মোটরসাইকেলটি নিয়ে যায় দূর্বৃত্তরা। ওই ঘটনায় কেশবপুর থানায় মামলা (নং-২০, তাং-২৮/২/১৮ইং) হয়। মামলার তদন্তকারী অফিসার এসআই আব্দুর রহমান। কলারোয়ায় খোঁজ পাওয়া মোটরসাইকেলের খবরটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর প্রথম এসআই আব্দুর রহমানের দৃষ্টিগোচর হয়। তিনি (আব্দুর রহমান) গাড়ির মালিক পক্ষের কাছ থেকে নিশ্চিত হয়ে হয়ে কলারোয়ার খোরদো ক্যাম্প আইসি সিরাজুল ইসলামের সাথে যোগাযোগ করেন। পরে উদ্ধার হওয়া মোটরসাইকেলটি এসআই আব্দুর রহমানের কাছে হস্তান্তর করা হয়।’

বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ায় মটরসাইকেলের মালিক পক্ষের সঠিক সন্ধান পাওয়া ও আসল ঘটনা জানতে পেরে সংবাদকর্মীদের ভূয়ষী প্রশংসা করেন খোরদো ক্যাম্প আইসি সিরাজুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা