মঙ্গলবার, নভেম্বর ১৯, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

ফলোআপ...

কলারোয়া নিউজে সংবাদ প্রকাশের পর বন্ধ হলো তালায় কপোতাক্ষের ভেড়িবাঁধের মাটি কাটা

কপোতাক্ষ নদের ভেড়িবাঁধের মাটি কর্তন নিয়ে সংবাদ প্রকাশের পর টনক নড়েছে প্রশাসনের। ইটের ভাটার অবৈধ মাটি কর্তনের কাজ চলছিল জোরে-শোরে। কিন্তু প্রশাসনের নজরে আসায় বুধবার বেলা ১১ টার দিকে মাটি কর্তনের কাজ বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনায় মামলার প্রস্ততি নিচ্ছে স্থানীয় তহশীলদার।

তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের তহশীলদার আবুল হাসনাত জানান, কপোতাক্ষ নদের বন্যা নিয়ন্ত্রণ ভেড়িবাঁধের মাটি কর্তন নিয়ে সংবাদ প্রকাশ হওয়ায় তাদের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এঘটনায় মামলার প্রস্ততি চলছে।

বুধবার (৩১ জানুয়ারী) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ১৫-২০ জন শ্রমিক ভেড়িবাঁধের মাটি কর্তনের কাজ করছে। কেউ ভ্যানে, কেউ ঝুঁড়িতে করে মাটি নিয়ে যাচ্ছে ভাটায়। স্থানীয় লোকজনের ক্ষোভ থাকলেও ভাটামালিকদের অত্যাচারের ভয়ে কেউ মূখ খুলতে পারে না। তবে তাৎক্ষনিকভাবে মোবাইল ফোনে বিষয়টি সাতক্ষীরা জেলা প্রশাসককে জানানো হয়। এর এক ঘন্টার মধ্যে খলিলনগর ইউনিয়নের তহশীলদার সরেজমিনে গিয়ে তাদের মাটি কর্তনের কাজ বন্ধ করে দেন।

গোনালী গ্রামের চায়না বিশ্বাস জানান, তারা ঝাঁটা-জুতা নিয়ে মিছিল করেও লাভ হয়নি। টাকার কাছে সব হেরে যায়। ‘আপনারা দেখেন যে ভাবে মাটি কাটা হচ্ছে, তা সামান্য বৃষ্টিতেই বাঁধ ধস্বে পড়বে। ডুবে যাবে এলাকা।’

তিনি বলেন,‘এখানে আমরা ধান চাষ করতাম, বন্যার সময় ভেড়িবাঁধে বসবাস করেছিলাম। সেই ভেড়িবাঁধের জায়গা কেটে পুকুর করে ইট ভাটার কাজে লাগানো হচ্ছে। এতে তাদের এলাকা হুমকির মূখে বলে জানান তিনি।’

গত ৮/১০ দিন ধরে তালা উপজেলার গোনালী এলাকায় অবস্থিত আরবিএস ইটের ভাটা কপোতাক্ষ নদের ভেড়িবাঁধ থেকে মাটি কেটে ইট ভাটার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এজন্য বাঁধের পাশেই পুকুর কেটেছে ভাটা মালিকরা। ফলে বর্ষা মৌসুমে ভেড়িবাঁধ ধস্বে বিস্তীর্ন এলাকা প্লাবিত হওয়ার আশংক্কা করছে এলাকাবাসি। অথচও ওই বাঁধের ওপর কোনো ধরনের কার্যক্রম করা যাবে না মর্মে হাইকোর্টের আদেশ থাকলেও ভেড়িবাঁধের পাশে থেকে মাটি কাটা অব্যাহত রেখেছে আরবিএস ইট ভাটা মালিক।

তালা উপজেলা সদর থেকে তিন কিলোমিটার পূর্ব দিকে গোনালী আরবিএস ইট ভাটা। ভাটার সীমানা গোনালী খেয়াঘাট সংলগ্ন কপোতাক্ষ নদের বন্যানিয়ন্ত্রন বাঁধের পাশে থেকে এ মাটি কাটা হচ্ছে। গোনালী গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, ২০১১ সালে এলাকায় বন্যা দেখা দেয়। প্রায় ছয়-সাত মাস কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে বিভিন্ন এলাকায় মানবেতর জীবন যাপন করে। চলতি বছর ওই এলাকার আরবিএস ইট ভাটার জন্য ভেড়িবাঁধের পাশে থেকে মাটি কাটছে। এজন্য বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হুমকির মূখে রয়েছে।

আরবিএস ভাটার ম্যানেজার ইকবাল হোসেন জানান, মাটি কাটার কোনো অনুমোদন নেই। প্রতিবছর মাটি কাটি তাই এ বছরও কাটছি। কোনো অনুমোদন নেওয়া নেই। তবে লিখে লাভ হবে না। সবার সাথে কথা বলা আছে।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদ হোসেন বলেন, কপোতাক্ষ নদের বাঁধ থেকে মাটি কাটা অন্যায় । কেউ মাটি কাটলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহ প্রকৌশলী প্রবীর গোস্বামী জানান, পত্রিকায় দেখে সেখানে একজন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। মাটি কাটার বিষয়ে সঠিক প্রমান হলে ব্যবস্থা নেওয়া হবে।

এরপর কলারোয়া নিউজসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের কপোতাক্ষের ভেড়িবাঁধের মাটি কাটা বন্ধ করা হয়েছে।

তালায় এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ৪ হাজার ৬১ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে
তালা উপজেলা এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ৪ হাজার ৬১ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শুরু হচ্ছে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা। এবছর পরীক্ষা চলাকালীন সময়ে ফটোষ্টাট মেশিন ও এক মাস কোচিং সেন্টার বন্ধ থাকবে।
এবার তালা উপজেলায় ৭টি কেন্দ্রে মধ্যে তালা বিদে সরকারী উচ্চ বিদ্যালয়ে ১৩৬৩ জন কুমিরা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬৩৭জন,আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে ৫৬৪ জন,খলিশখালী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যলয়ে (কারিগরি) ১৫১জন শিক্ষার্থী ।
এছাড়াও দাখিল পরীক্ষায় পাটকেলঘাটা আল-আমিন ফাজিল মাদ্রাসায় ৩৩৮জন ও তালা ফাজিল মাদ্রাসায় ৩৫৭ জন পরীক্ষার্থী অংশ নেবে।
তালা উপজেলা শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান বলেন,পরীক্ষা সুষ্ট সুন্দর,নকলমুক্ত ও শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা নেওয়ার জন্য ইতিপূর্বে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে ফটোষ্টাট মেশিন ও এক মাস কোচিং সেন্টার বন্ধ থাকবে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা