মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ায় হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমে সম্পন্ন হলো ভগবত আলোচনা ও পদাবলী কীর্তন

জুলফিকার আলী, চিফ রিপোর্টার: সাতক্ষীরার কলারোয়ার সীমান্তবর্তী কেঁড়াগাছি গ্রামের সীমান্ত নদী সোনাইয়ের তীরে নামাচার্য শ্রীশ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমস্থলে উৎসবমুখর ও সুষ্ঠু-শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হলো ৩দিন ব্যাপি ভগবত আলোচনা ও পদাবলী কীর্ত্তন।

বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় আয়োজিত ৩ দিনব্যাপি এই অনুষ্ঠানমালায় রোববার নামসংকীর্ত্তন ও ভগবত আলোচনার পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে পদাবলী কীর্ত্তন।

শুক্রবার সকাল থেকে রোববার রাত অবধি হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে এই শ্রীশ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমস্থলে।
তবে উভয় দেশের সীমান্তরক্ষাকারী বাহিনীর সদস্যদের কড়া নজরদারি থাকায় ভারত থেকে ভক্ত-দর্শনার্থীরা অনুষ্ঠানস্থলে আসতে পারেননি। ভারতীয় সীমান্ত এলাকার বাসিন্দারা সোনাই নদীর তীরে বসে ভগবত আলোচনা ও পদাবলী কীর্ত্তন শ্রবণ করেন।

এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপির সাথে আশ্রম কমিটির সভাপতি অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র।

শনিবার অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন সাতক্ষীরা-১ আসনের (তালা-কলারোয়া) সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, কলারোয়া থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক শেখ, উপজেলা ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান সফলভাবে আয়োজন করায় অনুষ্ঠানে আসা ভক্ত ও দর্শনার্থীরা শ্রীশ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক কার্ত্তিক চন্দ্র মিত্র ও সাধারণ সম্পাদক সন্দীপ রায়সহ পরিষদের সকলকে ধন্যবাদ জানান। নেতৃবৃন্দও দর্শনার্থী ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রতি বছর তিন দিন ব্যাপী ভগবত আলোচনা ও পদাবলী কীর্ত্তনে হাজার হাজার ভক্তের সমাগম হয়। এবারো অপরুপ সাজে সেজে ওঠে নামাচার্য্য ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্মভূমি মন্দির।

এর আগে গত ১৭ মার্চ থেকে শুরু হয়ে ১৯ মার্চ ২০১৭ইং পর্যন্ত ভগবান শ্রী কৃষ্ণের পঞ্চম দোলযাত্রায় ভগবত আলোচনা ও পদাবলী কীর্তন অব্যাহত ছিল। ভক্তবৃন্দের সেবাই নিয়জিত থাকেন সাতক্ষীরা জেলা শারদাঞ্জলি ফোরামের সারোথিগণ।
ভাগবত আলোচনায় শ্রী প্রশান্ত কুমার রায়, কর কমিশনার (আপিল), খুলনা বিভাগ ও পদাবলী কীর্ত্তন পরিবেশনায় রাধাবল্লভ সম্প্রদায়
কীর্ত্তনীয়া, রঞ্জিতা বিশ্বাস, কৃষ্ণনগর, ভাওরত প্রমুখ অংশ নেন।
এছাড়া পটিয়াখালী হৈমন্তী নাট্যসংস্থার পরিবেশনায় কবিগান ও যাত্রাপালা পরিবেশিত হয় বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা