মঙ্গলবার, জানুয়ারি ২৮, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ায় স্কুল মাঠে উচ্ছ্বাসমুখর চড়ুইভাতি উৎসব

সাতক্ষীরা কলারোয়ার সীমান্তবর্তী ভাদিয়ালি মাধ্যমিক বিদ্যালয় ময়দানে মঙ্গলবার বসেছিলো এক চড়ুইভাতি মেলা।
এ ধরনের মেলা সচরাচর দেখা না গেলেও সীমান্তবর্তী নদী সোনাইয়ের তীরে বিদায়ী শীতের রৌদ্রোজ্জ্বল পরিবেশে অভূতপূর্ব এ দৃশ্যের অবতারণা ঘটে।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা একই স্পটে ৬৬ টি পৃথক টেন্টে এ চড়ুইভাতি উৎসব করে। এক একটি তাঁবুতে ১০/১১ জন করে শিক্ষার্থী তাদের স্ব স্ব চড়ুইভাতির রান্না সম্পন্ন করে।
রান্নায় অদক্ষ হয়েও দুর্নিবার ইচ্ছা পোষণ করে শিক্ষার্থীরা অনেক যত্ন ও মমতায় নিজ নিজ টেন্টের রান্না করে। অদক্ষতার কাছে হার মানেনি এরা।
সবচেয়ে মজার ব্যাপার হলো অনভিজ্ঞ এই শিক্ষার্থী রাঁধুনীরা রান্না শুরু করার পর মোবাইল ফোনে তাদের মায়েদের কাছে শুনে নিচ্ছে পরবর্তী করণীয় সম্পর্কে। আনন্দঘন ও সৃষ্টিধর্মী চড়ুইভাতি উৎসব আমন্ত্রিত অতিথিসহ দর্শনার্থীদের মন ছুঁয়ে যায়।

অতিথিবৃন্দও যেনো ক্ষণেকের তরে হারিয়ে যান তাদের ফেলে আসা সেই সব অতীতের স্মৃতি রোমন্থনে। নস্টালজিয়ায় আক্রান্ত হয়ে পড়েন সকলেই। এই চড়ুইভাতির প্রত্যেকটি টেন্টে শিক্ষার্থীদের অনেক কষ্টে করা রান্না খাবার তারা পরম তৃপ্তির সাথে ভোজন করে। বাড়ির প্রতিদিনের রান্নার চেয়ে হয়তো কারো বেশি ভালো বা কম হয়েছে। কিন্তু তাতে আনন্দের উচ্ছ্বাসে কমতি পড়েনি এতোটুকু।

এই চড়ুইভাতি টেন্টের আয়োজনকে প্রাণবন্ত করতে স্কুল কর্তৃপক্ষ পারফরম্যান্সের ভিত্তিতে বিচারকের রায়ের মাধ্যমে প্রথম. দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করান।
এজন্য তিন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষককে বিচারকের দায়িত্ব প্রদান করা হয়।

চড়ুইভাতি উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সবগুলো চড়ুইভাতি টেন্ট পরিদর্শন করেন এবং আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, ইউএনও পত্নি জ্যোর্তিময়ী বর্মন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ, বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান পত্নি প্রভাষক সুরাইয়া ইয়াসমিন রত্না।

অনুষ্ঠানে অধ্যক্ষ এসএম সহিদুল আলম, ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নূরুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, বিদ্যায়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, কোষাধ্যক্ষ অধ্যাপক কেএম আনিছুর রহমান, দপ্তর সম্পাদক এমএ সাজেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা