বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

শিক্ষার্থী ঝরে পড়ার সংখ্যা কম

কলারোয়ায় সুষ্ঠু পরিবেশে অতিবাহিত হলো এস.এস.সি’র প্রথম পরীক্ষা

শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে অতিবাহিত হলো কলারোয়ায় এস.এস.সি, দাখিল ও সমমানের পরীক্ষার প্রথম দিন। বৃহষ্পতিবার এ পরীক্ষা উপজেলার পৃথক ৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ জানান, শিক্ষার্থী ঝরে পড়ার সংখ্যা এবার খুবই কম। এস.এস.সি পরীক্ষায় মোট ২৬৯১জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১০জন। এর মধ্যে ছাত্র ৪জন ও ছাত্রী ৬জন। অর্থাৎ পরীক্ষায় উপস্থিত মোট ২৬৮১জন। এর মধ্যে উপস্থিত ছাত্র ১৩৩৪জন আর ছাত্রী ১৩৪৭জন।
এস.এস.সি ভোকেশনাল পরীক্ষায় ১৮১জন ছাত্র ও ৫৮জন ছাত্রী নিয়ে মোট ২৩৯জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২৩৮জন। অনুপস্থিত ১জন।
দাখিলে ৫৫১জনের মধ্যে ৫৪১জন পরীক্ষার্থী উপস্থিত ছিল। সেখানে অনুপস্থিত ১০পরীক্ষার্থী।

সবমিলিয়ে এস.এস.সি, এস.এস.সি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় সর্বমোট ৩৪৮১জন পরীক্ষার্থীর মধ্যে মোট অনুপস্থিত ২১জন।

কলারোয়ায় এ বছর পরীক্ষার্থী ছিল এস.এস.সি’র ৪টি কেন্দ্রে সর্বমোট ২৬৯১ জন এবং দাখিলের ১টি কেন্দ্রে মোট ৫৫১ জন।

এস.এস.সি’র ৪টি কেন্দ্র হলো উপজেলা সদরের কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল, গালর্স পাইলট হাইস্কুল, সোনাবাড়িয়া সম্মিলিত হাইস্কুল ও খোরদো এম.এল হাইস্কুল। আর দাখিলের একমাত্র কেন্দ্র কলারোয়া সরকারি কলেজ।

কলারোয়া গালর্স হাইস্কুল পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনও উত্তম কুমার রায়সহ অন্যরা।

এদিকে, বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। সকালে কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল কেন্দ্রের বিভিন্ন পরীক্ষার কক্ষ পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার রায়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, কেন্দ্র সচিব প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, ট্যাগ অফিসার উপজেলা কৃষি কর্মকর্তা মহাসীন অালী, সমবায় কর্মকর্তা নওশের অালী, হল সুপার প্রধান শিক্ষক লুৎফর রহমান, প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, সাংবাদিক এমএ সাজেদ প্রমুখ।

অপরদিকে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদও কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন। তিনি জানান, ‘এ মুহূর্তে মনটা ভালো লাগার অন্যতম কারণ হলো এবারের এসএসসি পরীক্ষায় ঝরে পড়ার সংখ্যা খুব কম।’

উল্লেখ্য, বরাবরে মতো এবারও এস.এস.সি ও দাখিলে পরীক্ষার্থীদের সংখ্যার দিক থেকে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ১৪২ জন বেশি।

কেন্দ্র অনুযায়ী, কলারোয়া পৌর সদরের জিকেএমকে পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯৭০ জন। যার মধ্যে ছাত্র ৩৭৮ জন, ছাত্রী ৫৯২ জন।
পৌর সদরের অপর কেন্দ্রে ঐতিহ্যবাহী গার্লস পাইলট হাইস্কুল কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭৯১ জন। যার মধ্যে ছাত্র ৪৬১ জন, ছাত্রী ৩৩০ জন।
সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬০৭ জন। যার মধ্যে ছাত্র ৩৩০ জন, ছাত্রী ২৭৭ জন।
খোরদো এম.এল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩২৩ জন। যার মধ্যে ছাত্র ১৬৯ জন আর ছাত্রী ১৫৪ জন।
এছাড়া, দাখিল পরীক্ষার একমাত্র কেন্দ্র কলারোয়া সরকারি কলেজে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫৫১ জন। যার মধ্যে ছাত্র ২১২ জন এবং ছাত্রী ৩৩৯ জন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা