সোমবার, অক্টোবর ১৪, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ায় শ্বাশুড়ী হত্যার ঘটনায় অবশেষে জামাই গ্রেফতার

সাতক্ষীরার কলারোয়ায় দুই সন্তানের জননী সুফিয়া খাতুন (৪৫)হত্যার ঘটনায় অবশেষে সেই জামাইকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার সন্ধ্যায় কলারোয়ার সরসকাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, শ্বাশুড়ী হত্যা মামলায় পলাতক আসামী উপজেলার দেয়াড়া গ্রামের মশিয়ার সানার ছেলে গোলাম মোস্তফা (৩৫)কে তিনি গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বিকেলে ৫টার দিকে জয়নগর ইউনিয়নের মধ্যে কৃক্রিরামপুর গ্রামের মধ্যে থেকে গ্রেফতার করেন।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারী সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার যুগিখালী গ্রামে শ্বাসরোধে খুন হন সুফিয়া। নিহত সুফিয়া ওই গ্রামের মৃত সামছুর রহমানের স্ত্রী।

এলাকাবাসী জানায়, নিহত সুফিয়া খাতুন স্বামী মারা যাওয়ার পর বাড়িতে একা থাকতেন। একমাত্র ছেলে মালয়েশিয়ায় আর একমাত্র মেয়ে শ্বশুর বাড়ি থাকেন। ১৬ জানুয়ারী সোমবার সন্ধ্যায় তার জামাতা উপজেলার দেয়াড়া গ্রামের গোলাম মোস্তফা শ্বাশুড়ীর বাড়িতে বেড়াতে আসে।
ওই রাতেই তাকে কে বা কারা শ্বাসরোধ করে হত্যা করে। তবে জামাই কখন ওই বাড়ি থেকে চলে গেছে তা কেউ জানাতে পারেনি।
সকাল ৯টার দিকে বাড়ির পাশের লোকজন সুফিয়া খাতুনের ঘরের দরজা খোলা অথচ তার বাইরে ঘোরাফেরা করতে না দেখায় ঘরে গিয়ে দেখে সুফিয়া মৃত্যু অবস্থায় খাটের উপর পড়ে আছে। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের মেয়ে মোস্তফার স্ত্রী শিল্পি খাতুন জানান, সোমবার সন্ধ্যায় আমার স্বামী আমার মায়ের বাড়িতে গিয়েছিলো এবং মঙ্গলবার সকালে বাড়ি আসে। ওই রাতে এ ঘটনা ঘটেছে, তবে কে বা কারা এ ঘটনার সাথে জড়িত তা তিনি জানাতে পারেননি।

নিহতের দেবর যুগিখালী গ্রামের মৃত হযরত আলীর ছেলে আলসাস জানান, ঘাতকরা তার ভাবিকে শ্বাসরোধ করে হত্যা করে সোনার চেইন, কানের দুল, মোবাইল ফোন ও নগদ ২৫/৩০ হাজার টাকা নিয়ে গেছে।

নিহত সুফিয়ার ভাই যশোর জেলার চাচঁড়া এলাকার তেতুঁলিয়া গ্রামের রুস্তম আলীর ছেলে আব্দুল খালেক জানান, ওই রাতে আমার ভাগনী জামাই মোস্তফা আমার বোনের বাড়িতে আসে এবং পরের দিন সকালে চলে যায়। শ্বাশুড়ীর মৃত্যুর খবর জেনেও সে পরে ফিরে আসেনি। বিধায় এ ঘটনার সাথে তার ভাগনী জামাই জড়িত থাকতে পারে বলে তার সন্দেহ হয়।

সরসকাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে তিনি খবর পেয়ে ঘটনাস্থল থেকে সুফিয়ার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন এবং ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠান। তবে লাশ উদ্ধার কালে নিহতের গলাই ক্ষত আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে তিনি জানান।

এ ব্যাপার কলারোয়া থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক শেখ জানিয়েছিলেন, মঙ্গলবার বিকালে নিহতের ভাই আব্দুল খালেক বাদী হয়ে এজাহার দায়ের করেছে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা