শনিবার, জুলাই ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ায় ভিজিএফ-প্রতিবন্ধি কার্ডের নামে টাকা আত্মসাৎ করলো চৌকিদার!!

কলারোয়ায় ভিজিডি ও ভিজিএফ চালের কার্ড দেওয়ার নামে অসহায় প্রতিবন্ধীদের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে আত্মসাৎ করায় এক গ্রাম চৌকিদারের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।

মঙ্গলবার বিকালে দেয়াড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান মফের কাছে এ অভিযোগ দেন ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডবাসী।

অভিযোগ সূত্রে জানা গেছে- দেয়াড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গ্রাম চকিদার আ. মজিদ খান তার ওয়ার্ডের অসহায়-প্রতিবন্ধী মানুষদের কাছ থেকে গোপনে ভিজিডি ও ভিজিএফ, প্রতিবন্ধী ও বয়স্কভাতার কার্ড করিয়ে দেয়ার নাম করে হাজার হাজার টাকা নেন। পরে কার্ড না দেয়ায় ঘটনা প্রকাশ হয়ে যায়। ভূক্তভোগি মতলেব খার মেয়ে মমতাজ খাতুন (২৫শ’টাকা), আ. আলিমের স্ত্রী নুরজাহান (২৩শ’টাকা), মৃত মতলেরে স্ত্রী করিমন নেছা (২হাজার টাকা), মৃত শহিদুল ইসলামের ছেলে প্রতিবন্ধী আ. করিম খান (৩৫শ’টাকা), আব্দুল মালেকের স্ত্রী আছিয়া খাতুন (১হাজার টাকা)সহ ১৫/২০ অসহায় প্রতিবন্ধী ব্যক্তি লিখিত ভাবে টাকা ফেরত চেয়ে ও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে এ অভিযোগ করেন।

এদিকে ওই ওয়ার্ডের আ.লীগ সভাপতি শেখ রফিকুল ইসলাম জানান- গ্রাম চৌকিদার মজিদ খান জামায়াত কর্মী ও তার স্ত্রী মমতাজ জমায়াতের রোকন। সে অসহায় মানুষদের কাছ থেকে টাকা নিয়ে সরকারের দূর্নাম করেছে। তাকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেয়ার দাবী জানাচ্ছি প্রশাসনের কাছে।

এছাড়া ওয়ার্ড আ.লীগের প্রচার সম্পাদক মোসলেম আলীন ও ক্রীড়া সম্পাদক দাউদ সানা বলেন- আওয়ামীলীগ সরকার যখন গ্রামে গ্রামে উন্নয়নের জোয়ার বইছে ঠিক তখনই চৌকিদার মজিদ খান সরকারের দূর্নাম করিয়ে প্রতিটি বাড়ীতে বাড়ীতে গিয়ে অসহায় ও প্রতিবন্ধী মানুষদের কাছ থেকে ভিজিডি, ভিজিএফ, প্রতিবন্ধী ও বয়স্কভাতার কার্ড করিয়ে দেওয়ার নাম করে হাজার হাজার টাকা নিয়ে আত্মসাৎ করেছে বলে তাদের কাছে অভিযোগ এসেছে।

দেয়াড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান মফে জানান- তার দপ্তরে কয়েকটি অভিযোগ করেছে গ্রামবাসী। উভয় পক্ষকে ডাকা হয়েছে তদন্ত করে সঠিক ব্যবস্থা নেয়া হবে।

এর আগে অসহায় প্রতিবন্ধী মানুষেরা চকিদারের বিচারের দাবীতে দেয়াড়া ইউনিয়ন আ.লীগের অফিস ঘেরাও করে রাখে।

এক পর্যায়ে ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান মফের হস্তক্ষেপে এলাকাবাসী বিচার পাওয়ার আশ্বাসে বাড়ী ফিরে যান।

এদিকে অভিযুক্ত গ্রাম চৌকিদার আ.মজিদ খানকে ফোনে পাওয়া না যাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা