রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ায় বৈদ্যুতিক খুঁটির মেইন তার নিচু হয়ে হাতের নাগালে, দূর্ভোগ-দূর্ঘটনার শংকা

বৈদ্যুতিক খুঁটির মেইন তার নিচু হয়ে হাতের নাগালে চলে আসায় ভোগান্তিতে পড়ছেন স্থানীয়রা। প্রতিনিয়ত নানান দূর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। সামান্যতম অসাবধানতা বা ভুলে যেকোন সময় ঘটতে পারে বড় ধরণের দূর্ঘটনাও।

এমন দৃশ্য চোখে পড়েছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের খোরদো বাজারে এবং সোনাবাড়িয়া ইউনিয়নের একটি ইটের ভাটা এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন- খোরদো বাজারের রাজগঞ্জমুখি চাকলা ব্রিজের সংযোগ সড়কটি উচু করে নির্মান করায় রাস্তার পাশের আগের স্থাপনকৃত বৈদ্যুতিক খুঁটিগুলো নিচু হয়ে গেছে। স্বাভাভিকভাবেই সেইসকল খুঁটির মেইন তারও নিচু হয়ে হাতের নাগালে চলে এসেছে। ওই রাস্তা দিয়ে নিয়মিত বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন চলাচল করে থাকে। পণ্যবাহী ট্রাকের উপরি অংশ প্রায়ই ওই তারে বাধাগ্রস্থ হয় বা বেধে যায়। এমনকি এ রাস্তাটি উচু হয়ে যাওয়ায় পাশের দোকান, ঘরসহ বিভিন্ন স্থাপনা নিচু হয়ে আন্ডারগ্রাউন্ডের স্থাপনায় রূপ নিয়েছে।

রাস্তার উপর ঝুলন্ত বৈদ্যুতিক তারে ভোগান্তি আর দূর্ভোগের পাশাপাশি বড় ধরণের দূর্ঘটনার আশংকা করছেন স্থানীরা। দীর্ঘদিন এমন দৃশ্য দেখা গেলেও খুঁটি পুন:স্থাপন করে তার উচুতে রাখার কোন উদ্যোগ নিতে দেখা যায়নি সংশ্লিষ্ট বিদ্যুত কর্তৃপক্ষের।

স্থানীয়রা বলছেন- ‘বিদ্যুত কর্তৃপক্ষের বাদরামী আর ঝুঁকিতে আমাদের মত আদমী।’ দুর্ভোগে পড়া বিভিন্ন যানবাহনে পড়া ট্রাক-বাসের ড্রাইভার ও স্থানীয়রা আক্ষেপে অসন্তোষ প্রকাশ করেন।

অনুরূপ দৃশ্য চোখে পড়েছে উপজেলার সোনাবাড়িয়ায় কলারোয়া থেকে চন্দনপুর সড়কের পাশের একটি ইটভাটায়। সেখানে থাকা মেইন বৈদ্যুতিক খুঁটির চারধারে ভাটার মাটি পাহাড়সম স্তুপ করে রাখায় খুঁটির উপরিভাগেরর মেইন তার হাতের নাগালে পাচ্ছেন যে কেউ। সেটা এখন ছুঁইছুই অবস্থা।
রাস্তার ধার দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন খুটির তার পর্যন্ত প্রায় ছুয়েছে মাটির পাহাড়। দৃশ্য দেখলে যে কেউ শিউরে উঠবে! তারের নিচে খুঁটির সাথে রক্ষিত ট্রান্সমিটার পর্যন্ত হাত দেয় যায়।
এর আগে সেখানে একাধিকবার বিদ্যুৎস্পৃষ্টসহ দূর্ঘটনা ঘটলেও আজো পর্যন্ত বিষয়টি নিরসন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীরা।

অবিলম্বে এসকল সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয় ও ভূক্তভোগিরা।

কলারোয়ায় ইটভাটার স্তুতপাকৃত মাটি বিদ্যুতের মেইন খুঁটির তার ছুঁইছুই

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা