সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

শিক্ষকদের মিলন মেলা

কলারোয়ায় প্রাথমিক আন্ত:ক্লাস্টার প্রীতি খেলার আসর

শুধু শিক্ষার্থীরা কেন? শিক্ষকরাও খেলাধূলায় পিছিয়ে নেই। সাধারণত শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধূলার আয়োজন হলেও শিক্ষকদের বেলায় যেন সেটা মলিন থাকে। এর ব্যতিক্রম ঘটলো সাতক্ষীরার কলারোয়ায়। এবার শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে খেলাধূলার আয়োজন করা হলো।
কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষাদানে নিবেদিতরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর আনন্দে অংশ নিলেন তাদের জন্য খেলাধূলার আসরে।

মঙ্গলবার দিনভর প্রাথমিক শিক্ষকদের মিলন মেলায় পরিণত হয় ওই খেলাধূলার আসরটি। তাদের সঙ্গে যোগ না দিলে হয় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তাদের? তারাও অংশ নিলেন সেই মিলনমেলায়।

এমনইভাবে শিক্ষা অফিসার ও শিক্ষকদের অংশগ্রহনে প্রাথমিক আন্ত:ক্লাস্টার প্রীতি ক্রিকেট টূর্ণামেন্ট এবং শিক্ষিকাদের অংশ গ্রহণে বালিশ চুরি ও চেয়ার সিটিং খেলার আয়োজন করা হয় কলারোয়া পাইলট হাইস্কুল ফুটবল মাঠে।

মঙ্গলবার দিনভর ওই খেলার আসরটি অনেকটা পিকনিকেও পরিণত হয়।

দিনব্যাপী নকআউট প্রীতি ক্রিকেট টুর্ণামেন্টে উপজেলার ৫টি ক্লাস্টারের ৫টি দল অংশ নেয়। ক্লাস্টারগুলো হলো- সদর ক্লাস্টার কলারোয়া, সোনাবাড়িয়া ক্লাস্টার, হঠাৎগঞ্জ ক্লাস্টার, দিগং ক্লাস্টার ও বামনখালী ক্লাস্টার।

কলারোয়া ক্লাস্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সোনাবাড়িয়া ক্লাস্টার।

৬ ওভারের খেলায় ফাইনালে টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেন সোনাবাড়িয়ার অধিনায়ক সহকারী উপজেলা শিক্ষা অফিসার নাজমুল হাসান। কলারোয়া ক্লাস্টারের অধিনায়ক উপজেলা সহকারী শিক্ষা অফিসার দুলাল চন্দ্র সরকারের নেতৃত্বে কলারোয়া প্রথমে ব্যাটিং-এ নেমে নির্ধারিত ওভারে ৩০রান করে। জবাবে ২ ওভারেই ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় সোনাবাড়িয়া ক্লাস্টার।

খেলাগুলো পরিচালনা করেন মিয়া ফারুক হোসেন স্বপন, জিএম মাসুদ পারভেজ মিলন ও তানভির হোসেন।

স্কোরারের দায়িত্বে ছিলেন তানভির রহমান।

ধারাভাষ্যে ছিলেন এএসএম আসাদুর রহমান সেন্টু, শেখ শাহজাহান আলী শাহীন, প্রভাষক রফিকুল ইসলাম ও আব্দুল ওহাব মামুন।

এরই মাঝে শিক্ষিকাদের অংশ গ্রহণে বালিশ চুরি ও চেয়ার সিটিং খেলা অনুষ্ঠিত হয়।

পরে অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

পুরষ্কার বিরতণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া পাবলিক ইন্সটিটউটের সাধারণ সম্পাদক এড.শেখ কামাল রেজা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার নাজমুল হাসান, আলমগীর হোসেন, শেখ আশেকুজ্জামান, রবি শসংকর দেওয়ান, দুলাল চন্দ্র সরকার, সহকারী ইন্সট্রাক্টর সঞ্জয় কুমার রায় প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকমন্ডলি উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে ফাইম একাদশ, গদখালি ও পাথরঘাটা সেমিতে

কলারোয়ায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে ১ম, ২য় ও ৩য় খেলায় ফাইমবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে মাধবকাটিকে হারালো স্বাগতিকরা

কলারোয়ার কেঁড়াগাছিতে এক প্রীতি ফুটবল ম্যাচে সাতক্ষীরা সদরের মাধবকাটি ফুটবলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে সিরাজুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি আফিল
  • কলারোয়ার কাজীরহাটে প্রীতি ফুটবল ম্যাচে বোয়ালিয়ার সাথে ড্র স্বাগতিকদের
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে বাগঁআচড়ার সাথে ড্র স্বাগতিকদের
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কলারোয়ার খোরদোয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন
  • এশিয়া কাপের শিরোপা জেতা হলো না টাইগার যুবাদের
  • কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ন
  • তালায় বঙ্গবন্ধু ফুটবল টূর্নামেন্টে সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ফিংড়িকে হারিয়ে ধুলিহর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • শার্শার ধলদায় ফুটবল টুর্নামেন্টে বারোপোতাকে হারিয়ে বাঁগআচড়ার জয়
  • ফুটবল স্টেডিয়াম হয়ে গেল ঘন জঙ্গল!