রবিবার, নভেম্বর ১৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ায় দৈন দশার যশোর-সাতক্ষীরা মহাসড়কে সংষ্কারের নামে প্রলেপ

কলারোয়ায় যশোর-সাতক্ষীরা মহাসড়কের দৈন দশায় দিশেহারা পথচারীরা। আর মাঝে মধ্যে যতসামান্য সংষ্কারের নামে প্রলেপ রীতিমত ফাজলামিতে পরিণত হয়েছে।

শার্শা ও সাতক্ষীরা সদরের অন্তর্গত যশোর-সাতক্ষীরা মহাসড়ক ভালোভাবে যখন সংষ্কার বা নতুন করা হয়েছে তখন এ মহাসড়কের কলারোয়া উপজেলা অংশের এতিম চেহারা সত্যিই বৈষম্যমূলক। – এমনটাই মনে করছেন প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগিরা।

সরেজমিনে দেখা গেছে- মহাসড়কের সমস্ত স্থান ছোট ছোট ফাটলে পরিণত হয়েছে। ফলে যাতায়াত করতে মৃদু ধাক্কা লাগে। আর বহু স্থানে পিচ-পাথর ও ছাল-চামড়া উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে স্বাভাবিক যাতায়াতে সমস্যার পাশাপাশি ছোটখাটো দূর্ঘটনা লেগেই থাকে। সামান্য বৃষ্টিতে কাদামাটি আর শুকনোর সময়ে প্রচন্ড ধূলায় পরিণত হয় গোটা সড়ক। সবমিলিয়ে চরম ভোগান্তি আর দূর্বিসহ যন্ত্রণায় আছেন যাতায়াতকারী ও পথচারীরা।

এরই মাঝে বৃহষ্পতিবার (১৮অক্টোবর) দুপুরের দিকে কলারোয়া উপজেলা সদরের কয়েক স্থানে মহাসড়কটির যতসামান্য সংষ্কার করতে দেখা গেলো সড়ক বিভাগের কর্মচারীদের। একটি ট্রাকে ছোট ছোট পাথর ও পিচ জ্বালানো হচ্ছে। সেখান থেকে মহাসড়কের খারাপ ভাঙ্গা অংশে পিচল ঢেলে ছোট পাথরের খোয়া বিছিয়ে দিয়ে উপরে বালি দেয়া হচ্ছে। বড় গর্তগুলোতে আস্ত ইট বিছিয়ে হামাড় দিয়ে ভেঙ্গে টুকরো করে সেটার উপরে পিচ-পাথর দেয়া হচ্ছে। কিন্তু সংস্কারের এ দৃশ্যপটটি এতটাই যতসামান্য যে অনেকে এটা ফাজলামি বলেও মন্তব্য করছেন। পিচ-পাথরের প্রলেপ এতটাই পাতলা যে দুপুরের সংষ্কার স্থান সন্ধ্যার দিকেই উঠে যেতে শুরু করেছে। দেখে যে কেউ বলতে পারবেন- অতিস্বল্প দিনেই এগুলো আবার উঠে যাবে। এর আগেও অনুরূপ সংষ্কারের প্রলেপ সপ্তাহও টেকে নি।

বৃহষ্পতিবার বেলা ১টার দিকে কলারোয়া থানার সামনে এ মহাসড়কের সংষ্কারের কাজে নিয়োজিত জাহাঙ্গীর জানান- ‘এ কাজটা সড়ক বিভাগের, কোন ঠিকাদারী প্রতিষ্ঠানের নয়।’
‘স্যার যেভাবে বলেছেন তারা সেভাবেই কাজ করেন’- যোগ করেন তিনি।
তিনি আরো বলেন- ‘এখানে বৃষ্টির পানি বাঁধলে রাস্তা কোনভাবেই টিকবে না।’

‘আর কবে এ সড়ক সংষ্কার করে নতুন করা হবে?’- এমন প্রশ্ন রেখে স্থানীয়রা দাবি জানিয়েছেন- ‘যাচ্ছেতাই নয়, ভালো করে সংষ্কার করা হোক মহাসড়কটি।’

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা