সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে চায়ের দোকানদার নিহত

কলারোয়ায় মহাসড়কে শ্রমিকদের টাকা তোলার সময় বাকবিতন্ডায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তি নিহত হয়েছে।

শনিবার (২০এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে উপজেলার তুলশীডাঙ্গাস্থ ইউরেকা ফিলিং স্টেশন সংলগ্ন হিমালয় বরফ কলের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কে মর্মান্তিক ওই দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সাত্তার (৪৫) স্থানীয় চায়ের দোকানদার।

সে সাতক্ষীরা সদর উপজেলার ট্যাংরা-ভবানীপুর গ্রামের আবুল হোসেনের পুত্র। তিনি দীর্ঘদিন দূর্ঘটনাস্থলের পাশে হেলাতলা পলাশ ভাটার মোড়ে নানার বাড়ি মৃত করিম শেখের বাড়িতে বসবাস করতেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান- ওই স্থানে শ্রমিক ইউনিয়নের কতিপয় শ্রমিকরা নিয়মিত মহাসড়কে যাতায়াতকারী বাস-ট্রাকসহ বিভিন্ন পরিবহন থেকে চাঁদা উত্তোলন করতো। শনিবার রাত পৌনে ৯টার দিকে যশোরগামী কন্টেনারবাহী লম্বা একটি ট্রাককে গতিরোধ করে চাঁদা উত্তোলনের সময় শ্রমিকদের সাথে বাকবিতন্ডা হয় ট্রাকের ড্রাইভারের। ড্রাইভার চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শ্রমিকরা ট্রাকের ক্যাবিনে উঠে পড়ে। তখন ট্রাকের পিছনে আরো অনেক গাড়ির লাইন পড়ে যায়। এসময় পাশের চায়ের দোকানদার আব্দুস সাত্তার লাঠি নিয়ে ট্রাককে সাইট করতে বললে ড্রাইভার সাইট না করে দ্রুত গাড়ি নিয়ে চলে যাওয়ার সময় ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন আব্দুস সাত্তার।

এ ঘটনায় উত্তেজিত জনতা সেখানকার শ্রমিক ইউনিয়নের অস্থায়ী খুপড়ি ঘর ভাংচুর করে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেলেও পরপরই পিছনে আসা একই কোম্পানির আরেকটি ট্রাক আটক করে ওই গাড়ির ড্রাইভারকে মারপিট করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ক্ষুব্ধ জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জনতার হাতে আটক হওয়া ১৪চাকা বিশিষ্ট ট্রাক, ট্রাকের ড্রাইভার নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা গ্রামের মৃত আবুল বাশারের ছেলে মিশু বাশার (৪০) ও নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

এদিকে আবার অনেকে জানিয়েছেন- ঘাতক ট্রাকটিকেই আটকিয়ে ড্রাইভারকে উত্তমমধ্যম (মারধোর) দিয়েছেন উত্তেজিত জনতা।

কলারোয়া থানার পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেন জানান- ঘটনাস্থল থেকে মেসার্স নিউ খান ট্রান্সপোর্ট চট্টগ্রাম নামের ঘাতক কন্টেনারবাহী লম্বা ট্রাক (চট্টগ্রাম মেট্রো- ঢ- ৮১-১৮৮২) আটক করা হয়েছে। উত্তেজিত জনতার হাতে ড্রাইভার আহত হওয়ায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান- ‘দুই গাড়ির চাপে সাত্তার নামে এক ব্যক্তি নিহত হয়েছে। ট্রাকসহ ড্রাইভারকে আটক করা হয়েছে। এঘটনায় মামলা হবে।’

সংশ্লিষ্ট কয়েকটি ছবি:

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা