কলারোয়ায় এসএসসি ও সমমানে জিপিএ৫ পেয়েছে ১০২ শিক্ষার্থী
কলারোয়ায় ২০১৯ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ (এ প্লাস) পেয়েছে ১০২জন পরীক্ষার্থী। এরমধ্যে এসএসসিতে জিপিএ৫ পেয়েছে ৯৪জন আর দাখিলে ৮জন।
শতকরা পাশের হার এসএসসিতে ৯০ভাগ আর দাখিলে ৮৫ভাগ।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
অফিস সূত্র জানায়- এবার উপজেলায় মোট পরীক্ষার্থী ছিলো এসএসসিতে ২৭৩১জন আর দাখিলে ৭১৭জন। বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে এসএসসিতে ২৪৪৯জন আর দাখিলে ৬১০জন। ফেল করেছে এসএসসিতে ২৮২জন আর দাখিলে ১০৭জন।
শতভাগ পাশের তালিকায় রয়েছে এসএসসিতে একটি মাত্র শিক্ষা প্রতিষ্ঠান চন্দনপুর ইউনিয়নের চান্দুড়িয়া কে.সি.জি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়।
অপরদিকে, ৫টি মাদরাসা শতভাগ পাশের তালিকায় স্থান পেয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- ধানঘরা দাখিল মাদরাসা, মুরারীকাটি দাখিল মাদরাসা, বুঝতলা আলিম মাদরাসা, ছলিমপুর মহিলা দাখিল মাদরাসা ও বোয়ালিয়া আদর্শ মহিলা দাখিল মাদরাসা।
জানা গেছে- জিকেএমকে সরকারি হাইস্কুল থেকে ২০জন পরীক্ষার্থী এ+ পেয়ে উত্তীর্ণ হওয়ায় মেধা তালিকায় শীর্ষে অবস্থান করছে। কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল ও ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয় থেকে জেনারেল’এ ১৫জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হওয়ায় মেধা তালিকায় যৌথ ভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে।
এদিকে সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় থেকে ১০জন পরীক্ষার্থী জিপিএ-৫ প্রাপ্ত হওয়ায় তৃতীয় স্থান অধিকার করেছে। এ ছাড়া বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়,বামনখালি মাধ্যমিক বিদ্যালয়, কাজীরহাট বালিকা বিদ্যালয়, মুরারীকাটি মাধ্যমিক বিদ্যালয়, কেসিজি মাধ্যমিক বিদ্যালয়, বিবিআরএনএস মাধ্যমিক বিদ্যালয়, দমদম হাইস্কুল ও চন্দনপুর হাইস্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়ে এক বা একাধিক সংখ্যক শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
এ দিকে দাখিল পরীক্ষার প্রকাশিত ফলাফলে মোট ৭শ’১৭ জন পরীক্ষার্থীর অংশগ্রহনে ৬শ’১০ জন উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে ৮ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে বলে জানা যায়।
উত্তীর্ণ পরীক্ষার্থী, শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলিসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি
সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন
কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন