বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ায় এক ইউপি সদস্য গ্রেপ্তার

কলারোয়ায় এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার নজরুল ইসলাম (৫০) উপজেলার ৭নং চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামের মাঝেরপাড়ার মৃত দ্বীন আলী গায়েনের পুত্র। সে ওই ইউনিয়নের হিজলদী (৬নং) ওয়ার্ডের ইউপি সদস্য।

মঙ্গলাবর (২২মে) দুপুর পৌনে ১২টার দিকে তার বাড়ি থেকে থানা পুলিশের একটি টিম তাকে আটক করে।

থানা সূত্র জানায়- গ্রেপ্তার ইউপি সদস্য নজরুল ইসলাম কলারোয়া থানার মামলা নং-৩/৩১, তারিখ-০২ ফেব্রুয়ারী, ২০১৮; ধারা- ৩/৬ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন; তৎসহ ১৬(২)/২৫-D ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন; এর নাশকতা মামলার আসামি। দুপুরেই তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ জানান- ‘গ্রেপ্তার নজরুল তাদেরকে জানিয়েছেন সে ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক।’

এদিকে, নজরুল ইসলাম বর্তমানে আ.লীগের সক্রিয় কর্মী দাবি করে দলটির উপজেলা সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু জানিয়েছেন- ‘নজরুল বিএনপির কোন নেতা নয়। ২০১৩-১৪ সালের নাশকতাকারীও নয়। নজরুল আওয়ামীলীগের ১/১/২০১৮ সালের সদস্য। সে একজন সৎ, নির্ভীক জনপ্রতিনিধি। একজন মেম্বর হয়েও তাকে সম্মানী ভাতাসহ সরকারি বরাদ্দকৃত কোন মালামাল দেন না সেখানকার বর্তমান ইউপি চেয়ারম্যান। সেগুলো না পেয়েও রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার হতে হলো তাকে। তার মঙ্গল কামনা করি। সম্প্রতি সরকারি গাছের আম বিক্রির টাকা ও আম আত্মসাতের প্রতিবাদ করায় ইউনিয়ন চেয়ারম্যান মনি কমপ্লেন করে ইউপি সদস্য নজরুলকে ফাঁসানো হয়েছে।’

নজরুল ইসলাম কর্তৃক আ.লীগের প্রাথমিক সদস্য পদের আবেদন দেখিয়ে আমিনুল ইসলাম লাল্টু জানান- ‘দলের কেন্দ্রীয় পর্যায় থেকে সরবরাহকৃত সাধারণ সম্পাদক বরাবর আবেদন ফরমে সুস্পষ্টভাবে উল্লেখ আছে- সদস্য নবায়ন/ প্রাথমিক সদস্য পদের জন্য আবেদন। সেই ফরমে নজরুল ইসলাম প্রাথমিক সদস্যপদের জন্য আবেদন করে আ.লীগের সদস্য হয়েছেন। আমাদের দল নতুনদের সুযোগ দেয়ার জন্যই প্রাথমিক সদস্য পদটি উল্লেখ করেছেন। সুতরাং নজরুল যদি আগে বিএনপি সমর্থিত হয়েও থাকে তবু সে গত ১/১/১৮ তারিখ থেকে আনুষ্ঠানিক আ.লীগের সদস্য হয়েছেন।’

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা