৭১জন জিপিএ-৫
কলারোয়ায় এইচএসসি’তে পাসের হার ৬৮%
কলারোয়া উপজেলার ১১টি কলেজ থেকে এবারের এইচ.এস.সি পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ১৮৮৩জন। পাশ করেছে ১৩৬২ জন ছাত্র-ছাত্রী। জিপিএ-৫ পেয়েছে ৬৭জন। মোট পাসের হার ৬৮%।
৯টি এমপিওভুক্তসহ ১১টি কলেজের মধ্যে এ বছর এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে ৬টি কলেজ থেকে ৭১জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
কলেজগুলোর মধ্যে কলারোয়া সরকারি কলেজ থেকে ৩৫জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উপজেলা শীর্ষে অবস্থান করেছে। কলেজটি থেকে এবছর মোট ৬২৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে ৪৯৪ জন শিক্ষার্থী পাশ করেছে। তাদের মধ্যে মানবিক বিভাগ থেকে ৪৪৯ জনের মধ্যে ১৪ জন জিপিএ-৫ পেয়ে ৩৪১ জন, বিজ্ঞান বিভাগ থেকে ১১৯ জনের মধ্যে ১৯ জন জিপিএ-৫ পেয়ে ৮৮ জন এবং বানিজ্য বিভাগ থেকে ৮০ জনের মধ্যে ২ জন জিপিএ-৫ পেয়ে ৬৫ জন কৃতকার্য হয়েছে। পাশের হার ৭৮.৯১ ভাগ।
এদিকে, কলারোয়া শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ থেকে ১৬জন জিপিএ-৫ পেয়ে উপজেলার দ্বিতীয় স্থান অধিকার করেছে। এদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৯ জন এবং মানবিক বিভাগ থেকে ৫ জন ও বিএম শাখা থেকে ২ জন। ২৫৩জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৭০-জন জিপি এ- ৫হল ১৪ জন পাসের হার ৬৭%।
তৃতীয় স্থান অধিকার করেছে বেগম খালেদা জিয়া কলেজ। মোট পরীক্ষার্থী ছিল ২২২ জন, পাস করেছে ১৭৪ জন,জিপিএ ৫ হল ২ জন।পাসের হার ৭৮.৩৪%।
এছাড়া ছলিমপুর হাজি নাছিরউদ্দীন কলেজ থেকে ৩ জন, চন্দনপুর কলেজ থেকে ৩ জন, সোনাবাড়িয়া সোনার বাংলা কলেজ থেকে ৩ জন, বেগম খালেদা জিয়া থেকে ৯ জন। তবে তার মধ্যে বিএম থেকে ৭ জন, ও বঙ্গবন্ধু মহিলা কলেজ থেকে ১ জন জিপিএ-৫ পেয়েছে।
জানা গেছে- চন্দনপুর ইউনাইটেড কলেজে ১৫৬ শিক্ষার্থীর মধ্যে ১০৩ পাশ করেছে, জিপিএ-৫ পেয়েছে ৩জন। বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের ৫২ শিক্ষার্থীর মধ্যে ৪৭ জন পাশ করেছে। ছলিমপুর হাজী নাছিরউদ্দীন কলেজ থেকে ১৭৮শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১০৩ জন, জিপিএ-৫ পেয়েছে ৩জন। কাজীরহাট কলেজ থেকে ১৩০ জনের মধ্যে পাশ করেছে ৯১ জন। সোনার বাংলা কলেজ থেকে ১৪৪ শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১০৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৩জন।
বঙ্গবন্ধু মহিলা কলেজ থেকে ৭৭জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪৬জন, পাসের হার ৫৯%, জিপিএ-৫ ১জন।
সবমিলিয়ে উপজেলার ১১টি এইচ.এস.সি পরীক্ষার্থী ছিল ১৮৮৩জন। পাশ করেছে ১৩৬২ জন ছাত্র-ছাত্রী। জিপিএ-৫ পেয়েছে ৬৭জন। মোট পাসের হার ৬৮%।
এসকল কলেজের মোট শিক্ষক ও কর্মচারী আছে প্রায় ৭৬০ জন।
প্রত্যকটি কলেজে জিপিএ-৫ পাওয়ার বিষয়টি নিশ্চিত কলেজেন স্ব-স্ব কলেজের অধ্যক্ষরা।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি
সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন
কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন