শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজি, মারপিটের অভিযোগ ঠিকাদারের

কলারোয়ায় এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজি, টাকা ছিনতাই ও মারপিটের অভিযোগ করেছেন একজন ঠিকাদার।

ঘটনাটি ঘটেছে সোমবার (২৪জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ১১নং দেয়াড়া ইউনিয়নের খোরদো বাজারে নির্মানাধীন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে।

ওই ঘটনায় উপজেলার শ্রীপতিপুর গ্রামের আবুল হোসেন সানার ছেলে নির্মাণাধীন দেয়াড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনটির ঠিকাদার রফিকুল ইসলাম আহতাবস্থায় কলারোয়া হাসপাতালে চিকিৎসাধীন।

ইতোমধ্যে তিনি বাদি হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগের বিবরণে জানা যায়- দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান মফে (৫০) ও উলুডাঙ্গা গ্রামের জুবান গাজীর ছেলে কওছার আলী (৫০)সহ ৪/৫ জন ব্যক্তি ঠিকাদার রফিকুলের কাছে দেয়াড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মানের শুরু থেকেই ৫লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো। একপর্যায়ে ইউপি চেয়ারম্যানের হুমকি-ধামকিতে ভীতসন্ত্রস্থ হয়ে গত ৪মাস পূর্বে চেয়ারম্যানকে নগদ দেড়লাখ টাকা চাঁদা প্রদান করতে বাধ্য হয়। এরপর থেকে অবশিষ্ট চাঁদার টাকার দাবিতে তারা ভয়ভীতি ও খুন জখমের হুমকি প্রদর্শন করে আসছে। এরই জের ধরে সোমবার (২৪জুন) সকাল সাড়ে ১০টার দিকে তিনি (ঠিকাদার) নির্মাণাধীন ভবন পরিদর্শনে গেলে চেয়ারম্যানের নেতৃত্বে তারা চাঁদার বাকী টাকা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকার করলে তাকে এলোপাতাড়ী মারপিট করে আহত করে। সেসময় তার পকেটে থাকা লেবারদের পেমেন্ট ও রড সিমেন্ট ক্রয়ের দুই লাখ দশ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় এবং ভবনের নির্মাণ কাজ করতে দিবে না বলে হুমকি দিয়ে চলে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে জানান- ‘অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। তবে ঠিকাদার সাহেব রেইনস্পট (পানির ফোটা লাগানো) ইট দিয়ে কাজ করায় তার (ঠিকাদার) সাথে আমার কথা কাটাকাটি হয়। অন্য কিছুই নয়। সেসময় উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।’

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজ জানান- ‘অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা