রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ায় আ.লীগ নেতার ইটভাটা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কলারোয়ায় উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জিএম মিজানুর রহমানের মালিকানাধীন মেসার্স রহমান ব্রিকস নামীয় ইটভাটাটি একই উপজেলার পাঁচপোতা গ্রামের ফয়জুল্লাহ হোসেন ও তার সন্ত্রাসী বাহিনী অবৈধভাবে গায়ের জোরে দখল করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় জিএম মিজানুর রহমান শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত. করিম বক্স গাজীর ছেলে ও মেসার্স রহমান ব্রিকসের স্বত্বাধিকারী জিএম মিজানুর রহমান তার লিখিত অভিযোগে জানান- ‘আমি বিগত ২০০২ সালে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের দমদম বাজারে কয়েকজন জমির মালিকের কাছ থেকে লীজ নিয়ে দীর্ঘদিন ধরে বৈধভাবে মেসার্স রহমান ব্রিকস নামীয় ইটভাটার ব্যবসা পরিচালনা করিয়া আসছিলাম। সম্প্রতি আমার অর্থনৈতিক সংকটের কারণে পাঁচপোতা এলাকার জাকের আলী মোড়লের ছেলে ফয়জুল্লা হোসেনের সাথে ৫০% পার্টনারশীপে ৫ বছরের জন্য গত ০৫/০৪/২০১৮ তারিখে বিজ্ঞ নোটারী পাবলিকের মাধ্যমে চুক্তিবদ্ধ হই। চুক্তিতে উল্লেখ ছিলো নগদ ৫০ লক্ষ টাকা আমাকে দিয়ে পার্টনার হতে হবে। কিন্তু তিনি নগদ মাত্র ৫ লক্ষ টাকা দিয়ে বাকী টাকা পরে দেবেন এই মর্মে আমরা উভয় পক্ষ চুক্তি পত্রে স্বাক্ষর করি। স্বাক্ষরের পরপরই ফয়জুল্লা হোসেন নিজের নামে স্বত্বাধিকারী দিয়ে মেসার্স দমদম ব্রিকস ও মেসার্স রহমান ব্রিকস এর নামে বিভিন্ন ধরনের মেমো তৈরী করে নতুন ইট তৈরি করার জন্য বিভিন্ন ব্যক্তির নিকট থেকে ইট দেওয়ার শর্তে অগ্রিম প্রায় এক কোটি টাকা গ্রহণ করেন। বিভিন্ন মাধ্যমে এ খবর পেয়ে আমি তাকে হিসাব করার জন্য আসতে বললে তিনি বিভিন্ন টালবাহানা করতে থাকেন। একপর্যায়ে কিছু সন্ত্রাসী প্রকৃতির ব্যক্তিদের তিনি মোটা অংকের টাকার বিনিময়ে ভাড়া করে মোবাইলের মাধ্যমে আমাকে হত্যাসহ বিভিন্ন হুমকি-ধামকি প্রদর্শন করতে থাকেন। এরই জের ধরে গত ১৪/১০/২০১৮ তারিখে তার ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনীর সহযোগিতায় আমার ভাটার নাম পরিবর্তন করে সেখানে মেসার্স দমদম ব্রিকস প্রোঃ মোঃ ফয়জুল্লা হোসেন লেখেন। এছাড়া আমার জিকজাক ভাটার চিপনীতে খোদায় করে ‘রহমান ব্রিকস, আর বি এফ লেখা ছিল যেটি ওই বাহিনী লোকজন ভেঙে ফেলে মেসার্স দমদম ব্রিকসের নাম লেখেন। বর্তমানে ওই সন্ত্রাসী বাহিনীর সহযোগিতায় ফয়জুল্লা হোসেন ভাটাটি সম্পূর্ণ তার নিজ দখলে রেখেছে। সেখানে আমাকে যেতে দিচ্ছেন না। আমি সেখানে গেলে আমাকে খুন, জখম ও হত্যার হুমকি প্রদর্শন করছেন। এঘটনার পর পরই বিজ্ঞ নোটারী পাবলিকের মাধ্যমে আমি তার সাথে চুক্তিটি বাতিল করি।’

তিনি আরো বলেন- ‘এ বিষয়ে আমি বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করলেও এখনো পর্যন্ত কোন দপ্তর থেকে দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। অথচ আমার আয়ের একমাত্র উৎস এই ইটভাটা। দীর্ঘ ১৭ বছর যাবৎ প্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করে জীবিকা নির্বাহ করে আসছিলাম। আমার অর্থনৈতিক দুর্বলতার সুযোগে ফয়জুল্লা সেটি অবৈধভাবে দখল করে রেখেছেন। এভাবে চলতে থাকলে আমি পথে বসার দ্বারপ্রান্তে পৌছে যাবো বলে আশংকা করছি। আমি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন জাতির জনকের আদর্শ বুকে ধারণ করে দায়িত্ব পালন করে যাচ্ছি। অথচ এই ফয়জুল্লা অবৈধ টাকার প্রভাবে আমাকে জিম্মি করে নিঃস্ব করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি এ ব্যাপারে কলারোয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতির কাছে বিচার দিলেও তিনি কোন পদক্ষেপ গ্রহণ না করে এ দুঃসময়ে আমার পাশে না থেকে তিনি উদাসীনতার ভূমিকা পালন করেছেন।’

তিনি বলেন- ‘তাই আমি ওই প্রতারক ফয়জুল্লা’র হাত থেকে আমার তিলে তিলে গড়া ইটভাটাটি উদ্ধার এবং আমার জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।’

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা