রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

‘সেই’ শংকা-ই সত্যি : লাল্টুর বিপক্ষে সাহাজাদা

কলারোয়ায় আ.লীগের সমাবেশ ঘিরে উত্তেজনা ॥ অতিরিক্ত পুলিশ মোতায়েন

শেষ পর্যন্ত ‘সেই’ আশংকা-ই সত্যি হলো। কলারোয়ায় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর সাথে থেকে উপজেলা নির্বাচনের বৈতরণী পার করলেও শেষপর্যন্ত লাল্টুর সঙ্গ ত্যাগ করে বিপক্ষ গ্রুপিংএ জড়ালেন উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা।

সোমবার (২২জুলাই) সকাল ১১টার দিকে প্রকাশ্য পাল্টাপাল্টি সমাবেশের আয়োজনকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। শান্তিশৃংখলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বিগত কয়েক বছর যাবত সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টুর নেতৃত্বে কলারোয়া উপজেলা আ.লীগের দু’টি গ্রুপ প্রকাশ্য দৃশ্যমান। এরই জেরধরে গেলো ২৪মার্চ উপজেলা নির্বাচনে উপজেলা আ.লীগের ওই দুই শীর্ষ নেতার নেতৃত্বে দু’টি প্যানেল পরষ্পর প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লাল্টু উপজেলা চেয়ারম্যান হিসেবে বিপুল ভোটে বিজয়ী হন। আর তার দুই ডেপুটি হিসেবে কাজী সাহাজাদা ও শাহানাজ নাজনীন খুকু নির্বাচিত হন। আসন্ন উপজেলা আ.লীগের কমিটি গঠনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন এলাকায় কর্মীসভা করছেন উভয়পক্ষ। ওইসব সভার বেশ কয়েকটিতে লাল্টুর দলীয় প্রতিদ্বন্দ্বি ফিরোজ আহম্মেদ স্বপনের সাথে বক্তব্য রাখতে দেখা গেছে কাজী সাহাজাদাকে। মূলত উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী হিসেবে কাজী সাহাজাদা শেষপর্যন্ত লাল্টুর বিপক্ষে অবস্থান নিয়েছেন বলে নেতাকর্মীরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন- উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর বহিষ্কারের অপপ্রচার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে অংশ নিতে সোমবার বেলা ১১টার দিকে পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়নের বিপুল সংখ্যক কর্মীসমর্থকরা জমায়েত হন উপজেলা পরিষদের আম গাছ তলা চত্বরে। একই সময়ে পৃথকভাবে উপজেলা ভাইস চেয়ারম্যান কার্যালয়ের সামনে যুবলীগ সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী সাহাজাদার নেতৃত্বে তার সমর্থকরা জমায়েতের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে মৃদ্যু উত্তেজনার সৃষ্টি হয়। উপস্থিত পুলিশ তাৎক্ষনিক উভয়পক্ষকে নিবৃত করে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেন।

এ ঘটনার পর মাসিক আইন শৃংখলা সভায় কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস জানান, নিজেরা অপ্রীতিকর কোন ঘটনার অবতারণা করবেন না। শান্তিপূর্ণ পরিবেশ সকলের কাম্য।’

এদিকে, পূর্ব নির্ধারিত মাসিক আইন শৃঙ্খলা কমিটির মিটিংসহ উপজেলা প্রশাসনের কয়েকটি মিটিং থাকার কারণে সেখানে উভয় পক্ষকে সমাবেশ করতে নিষেধ করেন উপজেলা প্রশাসন। একপর্যায়ে লাল্টুর সমর্থক বিক্ষুব্ধ জনতা ফুটবল মাঠের শহীদ মিনার চত্বরে সমবেত হয়ে প্রতিবাদ সমাবেশ করে। আর সাহাজাদার সমর্থকরা স্থান ত্যাগ করে চলে যান।

শহীদ মিনার চত্বরের সমাবেশে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু অভিযোগ করে বলেন- ‘বিগত বেশ কয়েক দিন কতিপয় কিছু অসাধু দুষ্কৃতকারী বিপথগামী লোকজনকে নিয়ে কলারোয়া উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী সাহাজাদা বিভিন্ন স্থানে আমাকে (লাল্টু) মিথ্যা বহিষ্কারের গুজব ছড়াচ্ছেন। আজ (সোমবার ২২জুলাই) উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় সাতক্ষীরা-১ আসনের সাংসদ মুস্তফা লুৎফুল্লাহ সাহেবের আগমন উপলক্ষে কলারোয়ার শান্ত পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করে যুবলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান কাজী সাহাজাদা। অসৎ উদ্দেশ্যে যুবলীগের কমিটি গঠনের নামে সাহাজাদা সকল ইউনিয়ন থেকে কিছু লোকজন এনে বসিয়ে রাখে উপজেলা ভাইস চেয়ারম্যানের কার্যালয়ের সামনে। কলারোয়া থানা পুলিশ ঘটনা বুঝতে পেরে তাদেরকে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেন।’

সমাবেশে লাল্টু আরো বলেন- ‘দলের সর্বোচ্চ নীতি নির্ধারক জননেত্রী শেখ হাসিনা যদি মনে করেন আমি অপরাধী এবং আমাকে যদি বহিস্কার করা হয় আমি মাথা পেতে নেব। কিন্তু এনিয়ে আবারো যদি কোন মিথ্যা অপপ্রচার করা হয় তাহলে আমি উপজেলা আ.লীগের সকল নেতাকর্মীদের সাথে নিয়ে এর দাঁত ভাঙ্গা জবাব দেবো।’

প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকু, উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক শেখ জাকির হোসেন, সাংগাঠনিক সম্পাদক সম মোরশেদ আলী ভিপি ও রবিউল আলম মল্লিক রবি, কেরালকাতা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মশিয়ার রহমান বাবু, লাঙ্গলঝাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি অধ্যাপক এমএ কালাম, কেঁড়াগাছি ইউনিয়ন আ.লীগের সভাপতি ভূট্টোলাল গাইন, দেয়াড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল মান্নান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুর রহিম, যুবলীগ নেতা শফিউল আলম শফি, মোস্তাফিজুর রহমান রহমান মোস্ত, মোস্তফা জাহাঙ্গীর আলম শিমুল।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা