বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

মিডিয়া পার্টনার ‘কলারোয়া নিউজ’

কলারোয়ার হরিদাস ঠাকুর জন্মভিটায় সোমবার থেকে শুরু হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান

৫মার্চ সোমবার থেকে কলারোয়া উপজেলার কেঁড়াগাছী শ্রীশ্রী ব্রক্ষ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটায় ভগবান শ্রীকৃষ্ণের পঞ্চম দোলযাত্রা উপলক্ষে ৪ দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান হতে যাচ্ছে। সোমবার সন্ধ্যা ৬টায় আশ্রম প্রাঙ্গনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সাতক্ষীরা-১ (কলারোয়া-তালা) আসনের সাংসদ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ’র।

৬, ৭ ও ৮মার্চ মঙ্গল, বুধ ও বৃহষ্পতিবার প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হবে।

আয়োজক সংশ্লিষ্টরা জানিয়েছেন- ৫মার্চ সোমবার থেকে ৮মার্চ বৃহষ্পতিবার পর্যন্ত ওই অনুষ্ঠানে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তের ভক্তবৃন্দ উপস্থিত হবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে। এজন্য সংশ্লিষ্ট সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে ও শেষ পর্যায়ে।

হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক কার্ত্তিক চন্দ্র মিত্র জানান- ‘প্রতি বছর এক থেকে দেড় লক্ষাধিক ভক্তের সমাগম হয়। এই বছর ভারতের ৩টা কীর্ত্তন দল অংশগ্রহণ করার কথা আছে।

তিনি বলেন- ‘ড.মোনালিছা বন্দ্যোপাধ্যায় কাটোয়া কলেজ কলিকাতা ভারত, অধ্যাপিকা মানসী ঘোষদস্তিদার জি বাংলা ডিডি বাংলা কলিকাতা ভারত, ও প্রবীর কুমার দাশ কলিকাতা ভারতসহ ৬০টি দেশ থেকে ১৫০ জন ইস্কনের গুরু মহারাজ ও ভক্তদের উপস্থিত থাকার কথা রয়েছে।’

এই বার দেশ-বিদেশের ভক্ত সমাগম আরো বেশী হবে বলে মনে করছেন আশ্রম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক স্বন্দীপ রায়।
তিনি জানান- ‘আন্তর্জাতিক এ ধর্মীয় অনুষ্ঠানে এবার মিডিয়া পার্টনার হিসেবে থাকছে পাঠকপ্রিয় অনলাইন নিউজ পেপার (পোর্টাল) কলারোয়া নিউজ

এদিকে অনুষ্ঠানস্থলে সরেজমিনে গিয়ে দেখা যায়- আশ্রমে আসা ভক্ত ও দর্শনার্থীদের সুবিধার্থে ৩ বিঘা জমির উপরে প্যান্ডেল তৈরি করার কাজ শেষ পর্যায়ে। সকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত খাওয়া, বিশুদ্ধ পানীয়জল ও প্রাথমিক চিকিৎসার ব্যাবস্থা করা হয়েছে। আর নিরাপত্তার জন্য পুলিশ, বিজিবি ও আনছার বাহিনীর সদস্যরা মোতায়ন থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।

আশ্রমটি বাংলাদেশ-ভারত সীমান্তের সোনাই নদীর একেবার তীরে হওয়ার কারণে যাতে কেউ অনুপ্রবেশ না করতে পারে সেজন্য বিজিবি সারাক্ষণ টহল দেবে ও নিরাপত্তার জন্য মন্দিরে চারদিকে সিসি ক্যামেরা বসানো হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানসহ ৪দিনের অনুষ্ঠানে প্রশাসন, রাজনৈতিক ও সুশিল সমাজের শীর্ষস্থানীয় ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে আশা করছেন আয়োজকরা।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা