মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ার হঠাৎগঞ্জ ব্রীজের বেহাল দশায় দূর্ভোগ চরমে

কলারোয়া উপজেলার কেঁড়াগাছী ইউনিয়নের হঠাৎগঞ্জ ব্রীজটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ভঙ্গুর ও অনুপোযোগি হয়ে পড়ায় প্রায়ই ঘটছে দূর্ঘটনাও। বারবার দাবি উঠলেও দীর্ঘদিন কোন সংস্কার না হওয়ায় গুরুত্বপূর্ণ এ ব্রিজটি এখন পথচারিদের গলার কাটায় রূপ নিয়েছে। সাথে যোগ হয়েছে ব্রিজ সংলগ্ন ভাঙ্গাচুড়া রাস্তাটিও।

শনিবার (১৭ ফেব্রুয়ারী) বিকাল ৩টার দিকে মাছের খাদ্যবাহি একটি ট্রলি ব্রীজে উঠতে যেয়ে পাশের খাদে পড়ে যায়।

সরেজমিনে দেখা যায়- ব্রীজ ও ব্রীজ সংলগ্ন পূর্ব ও পশ্চিম দিকে প্রায় দেড় কিলোমিটার সড়কটির অবস্থা চলাচলের একেবারেই অনুপোযোগি।

স্থানীয়রা জানান- বিদ্ধস্থ এই ব্রীজটি ১৯৮৯ সালে ‘কেয়ার’ এর আর্থিক সহযোগিতায় র্নিমান হয়েছিলো। দীর্ঘ ২৮বছর অতিবাহিত হলেও ব্রীজটির কোন সংস্কার করা হয়নি। ঝুকিপূর্ন ব্রীজটি দিয়ে প্রতিদিন ছাত্র/ছাত্রীসহ প্রায় ৮ থেকে ১০ হাজার সাধারণ লোকজন ও ভারী যানবাহন চলাচল করে থাকে। ভারী যানবাহন চলাচলের ফলে শনিবারের ন্যায় প্রতিনিয়ত ঘটে চলেছে অনাকাংক্ষিত দুর্ঘটনা। কলারোয়া থেকে বালিয়াডাঙ্গা হয়ে কেঁড়াগাছি-কাডাঙ্গা কিংবা সাতক্ষীরার ঝাউডাঙ্গা থেকে কাকডাঙ্গা-কেড়াগাছি এই সড়কটি স্থানীয়ভাবে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ।

ভূক্তোভোগিরা জানান- প্রয়োজনীয় সংস্কারের অভাবে ব্রীজটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ফলে জনসাধারণের যাতায়াত করতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। ঝুকিপূর্ন ব্রীজটি বর্তমানে প্রাননাশের আশংকা থাকায় বিভিন্ন পেশার মানুষ ও অসুস্থ রোগীদের সীমাহীন দুর্ভোগ নিত্য দিনের সাথী। স্থানীয় জনপ্রতিনিধিসহ সমাজসেবক থাকলেও আজ পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহন ও বাস্তবায়ন হয়নি বলে স্থানীয়রা অভিযোগ করেন।

জনগুরুত্বপূর্ণ হঠাৎগঞ্জ ব্রীজ ও ব্রীজ সংলগ্ন সড়কটি সংস্কার করা হলে পাল্টে যাবে লক্ষাধিক মানুষের জীবনযাত্রার মান। ভাগ্যের পরিবর্তন হবে পিছিয়ে পড়া সীমান্ত জনপদের। এ অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তনের সম্ভাবনা থাকলেও প্রধান বাধা হঠাৎগঞ্জ ব্রীজ ও ব্রীজ সংলগ্ন সড়ক।

মারাত্মক ঝুকিপূর্ন ব্রীজটির ব্যাপারে স্থানীয় জনগন সংশ্লিষ্টদের কাছে দাবি তুলেছে- ‘ব্রীজ ও ব্রীজ সংলগ্ন সড়কটি যেন অতি দ্রুত সংস্কার করে জনসাধারণের যাতায়তের সু-ব্যবস্থা করে দেওয়া হয়।’

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা