বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ার দেয়াড়ার মৎস্য ঘের ডুবে যাওয়ার আশঙ্কা

গত বছরে ভয়াবহ জলাবদ্ধতায় কলারোয়া উপজেলার দেয়াড়া অঞ্চলে মৎস্য চাষীদের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছিল। এ বছর আগাম বর্ষা দেখে তাদের মধ্যে অজানা আতংক বিরাজ করছে। এদিকে জলাবদ্ধতা নিরসনে সরকারের যদিও কপোতাক্ষ খননে ভুমিকা রাখেন কিন্তু কোন জোরালো পদক্ষেপ নেই বলে তারা দাবী করছেন।

কলারোয়া উপজেলা মৎস্য চাষী সূত্রে জানা গেছে- গত বছর দেয়াড়ায় জলাবদ্ধতার কারণে মৎস্য খাতে ক্ষতি হয়েছে প্রায় কোটি টাকা। দেয়াড়া জলাবদ্ধ অংশে কয়েক হাজার বিঘা জমিতে মাছের ঘের রয়েছে। ওই সব ঘেরে সাদা মাছ ও চিংড়ির চাষ হয়। গত বছরের জলাবদ্ধতায় প্রায় সকল ঘের ক্ষতির সম্মুখীন হয়েছিল। এর মধ্যে প্রায় ঘের সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হয়।
এর আগে ২০১৪-১৫ অর্থ বছরে এ অঞ্চলে মোট মাছের উৎপাদন হয়েছিল ২০/২৫ হাজার মেট্রিক টন এবং চিংড়ি ২ হাজার ১০০ মেট্রিক টন। যা স্থানীয় চাহিদা মিটিয়ে একটি বৃহৎ অংশ দেশের অন্যান্য স্থানে সরবরাহ করা হয়।

দেয়াড়ার পাকুড়িয়া গ্রামের সফল মৎস্য চাষী খায়রুল বাসার জানান- ‘আমার শত বিঘা জমিতে মাছের ঘের রয়েছে। মাছ চাষ করে আমি অনেক সফল হয়েছিলাম। গত বছর জলাবদ্ধতার কারণে আমার ব্যপক টাকার ক্ষতি হয়েছে। নতুন করে পুজি সংগ্রহের জন্য আমি চেষ্টা করছি। এ বছরে কপোতাক্ষ খাল খনন করা হলেও কিন্তু পানি আবদ্ধ ভূমিতে পরিনত হওয়ায় ঘের ডুবে যাওয়ার আশঙ্কায় রয়েছি, আতংকের মধ্যে রয়েছি। চলতি মাসে যে পরিমান বর্ষা হচ্ছে তাতে মনে হচ্ছে ঘের আবারো ডুবে যাবে।’

তিনি দ্রুত পানি অপসারণ করার দাবি জানান।

খোরদো সুবিদ আলীর মৎস্য ঘের প্রায় ডুবুডুবু ভাব বলে জানা যায়।
দেয়াড়ার পাকুড়িয়া, দলুইপুর, মিরডাংগা, হাওড় বাওড়ের পানি আবদ্ধ ভূমিতে পরিণত হওয়ায় পার্শ্ববর্তী ঘের ডুবে যাওয়ার আশংকা করছেন মৎস্য চাষীরা।
এমনই এক ঘের ব্যবসায়ী জানান- মাছ ও ধান চাষ করে সংসার চালায় পৈত্রিক ১৫/২০ বিঘা জমিতে। এ বছর ঘেরে কোন মাছ নেই আর পানি না সরায় জমিতে ধান চাষ করতে পারিনি। যে কারণে সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে।

দেয়াড়া গ্রামের প্রান্তিক মৎস্য চাষী শহিদুল ইসলাম জানান- দেনা হয়ে ঘের-বেড়ী করেছিলাম অনেক লাভের আশায়। গত বছরের জলাবদ্ধতায় আমার সর্বনাশ হয়েছে। দেনার ভারে মাথায় হাত উঠেছে আমার। এ বছর সরকার যদিও কপোতাক্ষ খনন করেছেন কিন্তু পানি যদি আবদ্ধ থাকে তাহলে ঘের ভেসে যেতে পারে।

তবে আশার সঞ্চার হয়েছে উপজেলা মৎস্য অফিস সূত্রের খবরে। তারা জানান- দেয়াড়া অঞ্চলে গত বছর জলাবদ্ধতায় ব্যাপক ক্ষতি হয়েছিল। এ বছর ঘের ডুবে বা ভেসে সম্ভাবনা নেই। আগে ভাগেই নদী খননের কাজ শুরু হয়েছে।

এর পরেও কপোতাক্ষ নদ খনন করে জলাবদ্ধতা কমেছে কিন্তু যদি দেয়াড়া ইউনিয়নে হাওড় বাওড়ে জলাবদ্ধতায় রূপ নেয় তবে ছোট-খাটো ঘের গুলো ভেসে যেতে পারে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা