শনিবার, নভেম্বর ১৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ার জয়নগর ছাত্রলীগের আরেক সাংগঠনিক সম্পাদকও শিবির কর্মী!!

কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়ন ছাত্রলীগে জামায়াত পরিবারের ছেলে শিবির কর্মী ২নং সাংগঠনিক সম্পাদের দায়িত্ব পেয়েছেন।
এ ঘটনায় স্থানীয় আওয়ামীলীগে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তারা বলছেন, পুলিশ বাহিনীসহ বিভিন্ন সরকারি চাকুরী পেতে সরকার দলীয় ভ্রাতৃপ্রতীম দলীয় সনদ ম্যানেজ করার জন্য জামায়াত-শিবিররা মরিয়া হয়েগেছে। তারা অনৈতিক পন্থা অবলম্বন করে এলাকার নেতাদের ম্যানেজ করে দলের গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নিতে একের পর এক সক্ষম হচ্ছে। সদ্য ঘোসিত জয়নগর ইউনিয়ন ছাত্রলীগে ২জন সাংগঠনিক সম্পাদক পদ জামায়াত পরিবারের শিবির কর্মী দখল করে নেয়। গত ১৬ সেপ্টেম্বর বিভিন্ন সংবাদ মাধ্যমে ‘জয়নগরে ছাত্রলীগ সম্পাদক শিবির কর্মী!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে উপজেলা ছাত্রলীগ ওই কমিটি থেকে ১নং সাংগঠনিক সম্পাদক শিবির কর্মী মাছুম বিল্লাহকে বহিষ্কার করেন। তবে ইতেমধ্যে ওই কমিটির ২নং সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেনের বিরুদ্ধেও জামায়াত-শিবিরের অভিযোগ উঠেছে।
জয়নগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বসন্তপুর গ্রামে মফিজুর সরদারের ছেলে সেলিম হোসেন।

ওই ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন জানান, মফিজুর সরদারকে আমাদের সংগঠনে কখনও পাওয়া যায়নি। ভোট দেয় সে আমাদের সংগঠনের বিপরীতে। তার ছেলে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেলো এটা মানা যায়না।

ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আ. বারিক জানান, আমি কখনও সেলিমের বাবাকে আওয়ামী ঘরনার কর্মী কিংবা সমর্থক হিসেবে দেখিনি। তারা জামায়াতের সমর্থক। ভোট দেয় জামায়াত-বিএনপি জোটে। উল্টো প্রশ্ন ছুড়ে বলেন,তার ছেলেকে কিভাবে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হলো।

কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সমাজ কল্যাণ সম্পাদক আ. আজিজ বিশ্বাস জানান, তার বাড়ী জয়নগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বসন্তপুর গ্রামে। তিনি জয়নগর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ছিলেন এক যুগেরও বেশী সময় ধরে। তার গ্রামের মফিজুর সরদারের ছেলে সেলিম ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হওয়ার খবর শুনে রীতিমতো হতবাক হয়েছি। মফিজুর সরদার জামায়াতের রাজনীতিতে বিশ্বাসী। তারা কখনও আওয়ামীলীগে ভোট দেয়নি। সেলিমের বাবা কিছুদিন আগে বিদেশ থেকে বাড়ী এসেছে। বিদেশ থাকাকালীন সময়ে নাশকতা করার জন্য জামায়াতের অর্থ যোগানদাতার অভিযোগে সাতক্ষীরা ডিবি পুলিশ মফিজুর সরদারকে একদিন রাতে আটক করে সাতক্ষীরা ডিবি কার্যালয়ে নিয়ে গিয়েছিলো। এসব পরিবারের সদস্যদের ছাত্রলীগের মতো গুরুত্বপূর্ন ভ্রাতৃপ্রতীম দলে স্থান দেওয়া তাও আবার সাংগঠনিক সম্পাদক পদে। এটা সত্যিকারই আর এক পর্যয়ের নাশকতা। সরকারি চাকুরী পওয়ার সুবিধা নেওয়ার জন্য অনৈতিক উপায়ে ছাত্রলীগে ঢুকেছে সে।

তিনি অবিলম্বে ওই সেলিমকে জয়নগর ইউনিয়ন ছাত্রলীগ থেকে বহিষ্কারের দাবী জানিয়েছেন।

তবে অভিযোগের তীর যার দিকে সেই সেলিম হোসেনের মোবাইল ফোনে সংযোগ স্থাপন না হওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা