বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ার খোরদো বাজারে জমে উঠেছে ঈদের আগাম কেনাকাটা

কলারোয়ার দেয়াড়া ইউনিয়নের খোরদো বাজারে জমে উঠেছে ঈদের আগাম কেনাকাটা।

খোরদো বাজারের বিভিন্ন দোকান ও ফ্যাশন হাউসগুলোতে শোভা পাচ্ছে ঈদল ফেতরের বিশেষ পোশাক।

রমজানের প্রথম দিনটি থেকেই মনের আঙ্গীনায় রঙে রঙে সাজিয়ে তুলতে শুরু করেছিলো। তারই প্রেক্ষিতে শুরু হয়েছে নারী-পুরুষ শিশু বনিতা সকলে কেনাকাটায় ঘুরে বেড়াচ্ছেন এক দোকান থেকে আরেক দোকানে।
সেই আনন্দকে অন্যান্য ধর্মের আনন্দ প্রিয় মানুষ হিন্দু, খ্রীষ্টানসহ সকলের কাছে জমে উঠেছে ঈদ পোশাক বেচাবিক্রি।

আরো শুরু হয়েছে দর্জির দোকানে উপছে পড়া ভিড়!ধর্মপ্রাণ মুসলমানদের ঈদের আনন্দঘেরা দিনের উদযাপন সামনে রেখে ঈদ পোশাক বিক্রির জন্য কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়ানের বিভিন্ন হাট-বাজারে কয়েক শতাধিক বস্ত্র ব্যবসায়ী কয়েক লক্ষ টাকার তৈরি পোশাক, শাড়ি ও তার সঙ্গে সামঞ্জস্য রেখে গহনা ও ঘর সাজানোর বিভিন্ন সামগ্রী দোকানে তুলেছেন।

প্রায় মে মাসের অর্ধেকটা সময় থেকেই দোকানিরা ঈদের পোশাক বিক্রিতে ব্যস্ত হয়ে পড়েছেন।বিক্রিও করছেন অন্য ধর্মাবলম্বী সকলের আনন্দকে ভাগাভাগি করার উৎসাহী মানুষের কাছে। নগরজুড়ে এখন ঈদের পোশাকের বিপুল সমাহার।

দেয়াড়া ইউনিয়ানের সকল বাজারের দোকান ও মার্কেটগুলোতে ঈদল ফেতরের মহিমান্বিত আনন্দময় দিনকে সামনে রেখে এবারে নানান ডিজাইন ও রঙের শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, ফতুয়া, টি-শার্ট, প্যান্টের রয়েছে বিভিন্ন্য প্রকারের সমাহার রয়েছে আরো গেঞ্জি জাতীয় বস্ত্র ও দর্জির দোকানী থান কাপড় স্থান পেয়েছে।

এবারের মুসলমানদের আনন্দকে আন্দোলিত করতে প্রতিটি পোশাকেই লাল-সাদার পাশাপাশি উজ্জ্বল রঙের মধ্যে হলুদ, কমলা, নীল, মেরুন, সবুজ ব্যবহার করা হয়েছে। মেয়েদের কামিজে অ্যামব্রয়ডারি, টাইডাই ও ফুলেল প্রিন্টের কাজ আনা হয়েছে। শিশুদের ফ্রগ ও অন্যান্য পোশাকে বিভিন্ন্য ধরনের নকশা অ্যাম্ব্রয়ডারিসহ সাদা লাল-সবুজ ও নীলের সংমিশ্রণ আনা হয়েছে। আর শাড়িতে বিভিন্ন রকমের আলপনা করা হয়েছে। পাঞ্জাবি টুপি রয়েছে নানান রঙের প্রাধান্য দেয়া হয়েছে। পাঞ্জাবি ও শাড়িতে লাল-সাদাসহ বিভিন্ন্য রংয়ের মিশ্রণে বস্ত্রকে যেসব আলপনা করা হয়েছে তাতে সকলেই আকৃষ্ট হচ্ছে এবং বিভিন্ন দিক ফুটে উঠেছে আতর, গোলাপের সেন্ট পারফিউম জাতীয় দ্রব্য এবং ভিড় জমে উঠেছে কসমেটিক্স দোকানগুলোতেও।
এবং তারা পরিয়ে দিচ্ছে বাচ্চাদের হাতে নানান ধরনের চুড়ি ফিতাসহ বিভিন্ন্য কসমেটিক্স সামগ্রীর! ভিড় জমে উঠেছে কসমেটিক্স দোকানগুলিতে! আরো জমে উঠেছে চামড়াজাতসহ বিভিন্ন্য জুতা স্যান্ডেল মার্কেটে এবং তারাও মানিয়ে দিচ্ছে পায়ের সাথে।
অন্যান্য বারের মতো এবারও শিশুদের পোশাক ও অন্যান্য পরিদেহ পোশাকে দৃষ্টিনন্দন ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে।সকল মুসলমানদের ঐতিহাসিক আনন্দঘেরা দিন ঈদের দিনকে সামনে রেখে দেয়াড়া ইউনিয়ানের দোকানগুলোতে বাহারি রং ও ডিজাইনের পোশাক তরুণ-তরুণী ও শিশুদের দারুণভাবে আকৃষ্ট করছে এবং গায়ে জড়িয়ে দিচ্ছেন দোকানিরা। ধনী ও মধ্যবিত্তরা ঈদের পোশাক কেনার জন্য ছুটছেন বড় বড় মার্কেটের দিকে। আর নিম্নবিত্তরা ঈদের দিনকে বরণ করতে ফুটপাত বা সড়কের ধারের ছোটখাটো দোকান থেকে ঈদের শাড়ি, পাঞ্জাবি টুপি, প্যান্ট, টি-শার্ট, থ্রি-পিছসহ নানান ধরনের শিশুদের সহ সকলের প্রয়োজনীয় পোশাক কিনে নিচ্ছেন।

ঈদের দিনকে সামনে রেখে যেসব তৈরি পোশাক বাজারে এসেছে এসবের দাম ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে।
তাছাড়া এবার দেশীয় পোশাকের মানও অনেক ভালো থাকাই আকৃষ্ট ও বিক্রিতে ব্যপক ভুমিকা রাখছে দেশীয় তৈরি সকল প্রকার পোশাক!

বস্তু ব্যবসায়ীরা জানান- ঈদের দিনকে সামনে রেখে ছেলে শিশু ও কন্যা শিশুদের ব্যতিক্রমী পোশাক দোকানে তোলা হয়েছে। এবারে শিশুদের পোশাকে দৃষ্টিনন্দন কাজে ও রঙে নতুন ডিজাইন সৃষ্টি করেছে। সেই সাথে খোরদো বাজার ব্রিজের উপরে নববর্ষ উপলক্ষে উৎসুক জনতার ঢল নামতে শুরু হয়েছে।
দুর দুরান্ত থেকেও ছুটে আসছে ঈদের আনন্দভরা মন নিয়ে আকর্ষণীয় খোরদো ব্রিজের উপর।

জনতার ঢল দেখেই মনে হচ্ছে সে যেনো এক অন্য রকম আমেজে বরন করে নিতে ইচ্ছুক ঈদল ফেতরের আনন্দঘেরা দিন ঈদকে।
প্রতিটি মানুষের মনের মধ্যে যাপন করছে, ঈদের আনন্দঘেরা মনটা যেনো থাকে সারাটি বছর। এমনই একটি ভাব পরিলক্ষিত হয়।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা