বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

কলারোয়ায় শনিবার পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। ‘আসুন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত দুর্নীতিবিরোধী এ্ দিবসের কর্মসূচির মধ্যে ছিলো: শান্তির প্রতীক কবুতর উড্ডয়ন, মানববন্ধন ও আলোচনা সভা। শনিবার সকাল ১০ টায় কবুতর উড়িয়ে দিবসটির শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। এরপর উপজেলা পরিষদ তোরণের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কে পালিত হয় মানববন্ধন কর্মসূচি। উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত দুর্নীতিবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান। সভায় বিষয়ভিত্তিক আলোচনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা নওশের আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহান আক্তার, কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: শফিকুল ইসলাম, কলারোয়া পাবালিক ইনস্টিটিউট’র সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি লতিফা আখতার, সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের মহাপরিচালক কামরুল ইসলাম সাজু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সহকারী অধ্যাপক কামরুজ্জামান পলাশ, উৎপল কুমার সাহা, বর্ষীয়ান সাংবাদিক আানোয়ার হোসেন, ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাংবাদিক আতাউর রহমান, প্রধান শিক্ষক আব্দুল আলিম, আবু হায়াত বাবু, শেখ রবিউল ইসলামসহ উপজেলা সকল ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটির । সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শেখ জুলফিকারুজ্জামান জিল্লু।

কলারোয়ার কেরালকাতায় জারিগান অনুষ্ঠিত
কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের বলিয়ানপুর গ্রামে শুক্রবার সন্ধ্যার পর জারিগানের আয়োজন করে গ্রামবাসি। বাঙ্গালি জীবনে বিনোদনের মাধ্যম ছিল জারি-সারি, যাত্রাগান, পুতুল নাছ, সার্কাসসহ নানা ধরনের খেলা-ধূলা। যান্ত্রিক যুগে এসকলই এখন আর আয়োজন হয়না। বলিয়ানপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউপের সার্বিক সহযোগিতায় ও জনপ্রতিনিধিদের চেষ্টায় শুক্রবার সন্ধ্যা থেকে এ জারি গান শুরু হয়। জারি গানে অংশ নেয় সাতক্ষীরার সাজেদা পারভীন ও তার দল এবং আগরদাড়ী ওমাদের দল। ঐতিহাসিক হাসান হোসেনের জীবনী নিয়ে এ জারি পালা করেন তারা। এ সময় গ্রামের নারীপুরুষসহ শত শত দর্শক জারিগানের অনুষ্ঠান দেখতে আসে। বহুদিন পরে মানুষ এই জারী গান শুনে আনন্দিত হয়।এই বিষয়ে কেরালকাতা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার সাংবাদিকদের জারি গান সর্ম্পকে বলেন, মানুয় আনন্দ করতে ভুলে গেছে, এখন আর আগের মতো আনন্দ করেনা। প্রশাসনিক নানা বাধ্যবাদকতার কারনে জারি সারি গান হয়না।তবে বলিয়ানপুর বাসির দাবির প্রেক্ষিতে জারি গান হচ্ছে, আমরা সার্বিক সহযোগিতা করছি। জারি গান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীর আইনজীবি পরিষদের যুগ্মসাধারণ সম্পাদক এড. আশরাফুল আলম বাবু, সাংবাদিক জাহাঙ্গীর আলম লিটন, ইউপি সদস্য জিয়াউর রহমান, মিজানুর রহমান শহিদুল ইসলাম, আব্দুর রশিদ, নারী সদস্যা সাবিনা ইয়াসমিন সহ গ্রামবাসি। জারিগান উৎসব মুখর পরিবেশে রাত ৯ টায় শেষ হয়।

কলারোয়ায় বেগম রোকেয়া দিবস উদযাপন

শনিবার বেলা ১২ টার দিকে কলারোয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় বেগম রোকেয়া দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। তিনি উপস্থিত অতিথিদের উদ্দেশ্য করে বলেন, নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় প্রতিবৎসরের ন্যায় এবারও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বেগম রোকেয়া দিবস ২০১৭ পলন করা হচ্ছে। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ, সমবায় কর্মকর্তা নওশের আলী, পাবলিক ইনস্টিটিউট সম্পাদক এড. শেখ কামাল রেজা, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লুসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা