মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলকাতা-পাঞ্জাব ম্যাচে হল যে ৮ রেকর্ড

ইন্দোরে আইপিএলের ৪৪ তম ম্যাচে ৩১ রানের জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। কলতাকার দেওয়া ২৪৫ রানের জবাবে ২১৪ রানে থেমেছে কিংস ইলেভেন পাঞ্জাবের ইনিংস।

এদিকে এ ম্যাচে জিতে ফের পয়েন্ট টেবিলের ৪ নম্বরে এসেছে কলকাতা। ১২ ম্যাচ শেষে ৬ জয় ও ৬ হারে তাদের পয়েন্ট ১২। আর ১১ ম্যাচ খেলে তৃতীয় স্থানে থাকা পাঞ্জাবের পয়েন্ট ১২। কলকাতা আর পাঞ্জাবের এই ম্যাচে হল ৮টি রেকর্ড। এক নজরে জেনে নিন সেগুলো-

১) কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ১৫ নম্বর জয় পেল কেকেআর। শনিবারের ম্যাচের আগে দু’ দল ২২ বার একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে নাইটরা জিতেছিল ১৪টি ম্যাচে। পাঞ্জাব জিতেছিল ৮টিতে।

২) আইপিএলের ইতিহাসে প্রথমবার এমন ঘটনা ঘটল। ঋষভ পন্থ এবং কেএল রাহুল, এই দুই উইকেটকিপার পাঁচশোর বেশি রান করে ফেললেন। দুই উইকেটকিপার পাঁচশোর বেশি রান করেছেন আইপিএলে এমন ঘটনা কিন্তু আগে ঘটেনি।

৩) কলকাতা নাইট রাইডার্স প্রথমে ব্যাট করে ২৪৫ রান করে। আইপিএলে এটাই নাইটদের সর্বোচ্চ স্কোর। এর আগে, কলকাতার সর্বোচ্চ রান ছিল ২২২।

৪) টানা দু’ ম্যাচে চার বা তার বেশি উইকেট নিয়ে তাক লাগিয়ে দিলেন অ্যান্ড্রু টাই। টানা দু’ ম্যাচে একাধিক উইকেট নেওয়ার নজির এর আগে গড়েছেন সাদাপ জাকাতি এবং মুনাফ পটেল। তারা টানা দুই ম্যাচে দুই উইকেট নিয়েছিলেন। টাই নিয়েছেন চার উইকেট।

৫) পাঞ্জাবের বিরুদ্ধে চলতি আইপিএলে সর্বোচ্চ রান করল কলকাতা। চলতি আইপিএলে এটাই এমন যে এত বিশাল স্কোর করেও যেখানে কোনও ব্যাটসম্যানের ব্যাট থেকে আসেনি শতরান।

৬) দ্রুতগামী ২০০ রান করার ক্ষেত্রে কেকেআর রয়েছে তিন নম্বরে। এক ও দুই নম্বরে আরসিবি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একবার ১৪.৩ ওভারে ২০০ রান করেছিল। আরেকবার ১৫.৫ ওভারে আরিসিবি ২০০ রানে পৌঁছেছিল।

৭) আইপিএল ইতিহাসে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে কেকেআরের করা ২৪৫ রান চতুর্থ সর্বোচ্চ। এর আগে আইপিএলে ২৬৩, ২৪৮ এবং ২৪৬ রান হয়েছে।

৮) কিংস ইলেভেন পাঞ্জাবের কেএলরাহুল গত তিন ইনিংসে মাত্র একবার আউট হয়ে ২৪৫ রান করেছেন। এর আগে ২০১৩ সালে ক্রিস গেইল মাত্র একবার আউট হয়ে ২৪২ রান করেছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে ফাইম একাদশ, গদখালি ও পাথরঘাটা সেমিতে

কলারোয়ায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে ১ম, ২য় ও ৩য় খেলায় ফাইমবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে মাধবকাটিকে হারালো স্বাগতিকরা

কলারোয়ার কেঁড়াগাছিতে এক প্রীতি ফুটবল ম্যাচে সাতক্ষীরা সদরের মাধবকাটি ফুটবলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে সিরাজুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি আফিল
  • কলারোয়ার কাজীরহাটে প্রীতি ফুটবল ম্যাচে বোয়ালিয়ার সাথে ড্র স্বাগতিকদের
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে বাগঁআচড়ার সাথে ড্র স্বাগতিকদের
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কলারোয়ার খোরদোয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন
  • এশিয়া কাপের শিরোপা জেতা হলো না টাইগার যুবাদের
  • কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ন
  • তালায় বঙ্গবন্ধু ফুটবল টূর্নামেন্টে সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ফিংড়িকে হারিয়ে ধুলিহর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • শার্শার ধলদায় ফুটবল টুর্নামেন্টে বারোপোতাকে হারিয়ে বাঁগআচড়ার জয়
  • ফুটবল স্টেডিয়াম হয়ে গেল ঘন জঙ্গল!