রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

উদ্বোধনী ম্যাচে সৌদির জালে রাশিয়ার ৫ গোল

পর্দা উঠেছে বিশ্বকাপের ২১তম আসরের। প্রথম ম্যাচে লড়ছে স্বাগতিক রাশিয়া ও সৌদি আরব। তবে ছন্দময় ফুটবল খেলছে স্বাগতিকরা। পাত্তাই পায়নি মধ্যপ্রাচ্যের দলটি। সর্বশেষ ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রাশিয়া।

স্বাগতিকরা সৌদির জালে দুই গোল দিয়ে শেষ করে প্রথমার্ধ। ম্যাচের ১২ মিনিটের মাথায় গোলটি করেন রাশিয়ান ইউরি গাজিনস্কি। এরপর ৪৩ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে নামা চেরিশভ গোল করলে ২-০তে এগিয়ে যায় স্বাগতিকরা।

বিরতি থেকে ফেরার পর ম্যাচের ৫৬তম মিনিটে সৌদি আরব ব্যবধান কমাতে পারতো। মাঠের ডান দিক থেকে ডি-বক্সের মধ্যে পাস দেন সালমান আল ফারাজ। বলে আলতো ছৌঁয়া দিতে পারলে গোল হতে পারতো। কিন্তু সেই সুযোগ কাজে লাহাতে পারেননি তাইসার আল-জসিম।

৭১তম মিনিটে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় রাশিয়া। আলেকসান্দ্র গলোভিনের ক্রস থেকে হেড করে সৌদি আরবের জালে বল জড়ান আর্টেম ডিজিউবা। পর পর দুই গোল করে নিজেদের আরও এক ধাপ এগিয়ে নয় রাশিয়া।

৯১তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ডেনিস চেরিশেভ। এরপর সৌদি আরবের ডি-বক্সের কাছে ফ্রি-কিক পায় রাশিয়া। ফ্রি-কিক থেকে গোল করতে ভুল করেননি আলেকসান্দ্র গলোভিন।

রাশিয়া একাদশ
গোলরক্ষক: ইগর আকিনফিভ
রক্ষণভাগ: মারিও ফারনান্দেস, সের্গেই ইগনাশেভিচ, ইলিয়া কুতেপভ
মধ্যমভাগ: ইউরি গাজিনস্কি, আলান জাগোয়েভ, রোমান জোবনিন, আলেক্সান্দর গোলোভিন, ইউরি ঝিরকভ, আলেক্সান্দর সামেদভ
আক্রমণভাগ: ফেদর স্মলভ।

সৌদি একাদশ
গোলরক্ষক: আবদুল্লাহ আল মাইয়ুফ।
রক্ষণভাগ: মোহাম্মদ আল বোরায়েক, ওমার হাউসাবি, ওসামা হাউসাবি, আল শাহরানি।
মধ্যমভাগ: আবদুল্লাহ ওতাইফ, সালেম আল দাউসারি, সালমান আল ফারাজ, তাইসির আল জাসিম, ইয়াহিয়া আল শেহরি।
আক্রমণভাগ: মোহাম্মদ আল সাহলাবি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে ফাইম একাদশ, গদখালি ও পাথরঘাটা সেমিতে

কলারোয়ায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে ১ম, ২য় ও ৩য় খেলায় ফাইমবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে মাধবকাটিকে হারালো স্বাগতিকরা

কলারোয়ার কেঁড়াগাছিতে এক প্রীতি ফুটবল ম্যাচে সাতক্ষীরা সদরের মাধবকাটি ফুটবলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে সিরাজুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি আফিল
  • কলারোয়ার কাজীরহাটে প্রীতি ফুটবল ম্যাচে বোয়ালিয়ার সাথে ড্র স্বাগতিকদের
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে বাগঁআচড়ার সাথে ড্র স্বাগতিকদের
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কলারোয়ার খোরদোয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন
  • এশিয়া কাপের শিরোপা জেতা হলো না টাইগার যুবাদের
  • কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ন
  • তালায় বঙ্গবন্ধু ফুটবল টূর্নামেন্টে সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ফিংড়িকে হারিয়ে ধুলিহর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • শার্শার ধলদায় ফুটবল টুর্নামেন্টে বারোপোতাকে হারিয়ে বাঁগআচড়ার জয়
  • ফুটবল স্টেডিয়াম হয়ে গেল ঘন জঙ্গল!