ঈদের আনন্দকে বিকশিত করতে কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচ
ঈদের আনন্দকে আরো বিকশিত করতে কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চন্দনপুর হাইস্কুল চত্বরে ঈদের পরদিন মঙ্গলবার বিকেলে ওই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।
জনপ্রতিনিধি, সাংবাদিক, চাকুরিজীবী, ব্যবসায়ী, শিক্ষকসহ সমাজের বিভিন্ন শ্রেণিপেশার তারুণ্য উজ্জ্বিবিত প্রাক্তন খেলোয়াররা দুই দলে বিভক্ত হয়ে ম্যাচে অংশ নেন। একটি দলের খেলোয়াররা থাকেন খালি গায়ে আর অপর দলটির খেলোয়াররা থাকেন গেঞ্জি পড়ে।
নির্ধারিত সময়ে খেলা ৩-৩ গোলে অমীমাংসিত থাকলে সেটা গড়ায় টাইব্রেকারে। উভয় দলের ১১জন খেলোয়ার-ই ট্রাইব্রেকার শট করেন। সেখানেও ৪-৪ গোলে সমতা থাকায় শেষ পর্যন্ত উভয়দলকেই বিজয়ী ঘোষনা করে বিজয়ের উচ্ছাসকে ভাগ করে দেয়া হয়।
খেলা শুরু হওয়ার পরপরই পাচিলঘেরা স্কুল চত্বরে একে একে ভরে যায় দর্শকদের উপস্থিতিতে। হাস্যকর, আনন্দ ও উৎসবমুখর ওই খেলা উপভোগ করতে স্কুলের দুই ভবনেই অবস্থান করেন শিশু থেকে বৃদ্ধ অবধি ফুটবল প্রেমি দর্শক।
প্রীতি এ ফুটবল ম্যাচের উভয় দলে অংশ নেন ৭নং চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, চন্দনপুর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম, কলারোয়া প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সাবেক সাহিত্য সম্পাদক এমএ মাসুদ রানা, বিশিষ্ট ব্যবসায়ী ডা. আমিরুল ইসলাম, হারিজ মোহাম্মদ পরশ, আবু সাঈদ শাহীন, আব্দুর রহমান, ডা. শফিউর রহমান লাল্টু, সাজউদ্দীন খোকা, ইউনুস আলী, ফয়েজ আহম্মেদ ডালিম, আনোয়ার হোসেন গাজী, ইমানুর রহমান, শ্যামল মজুমদার, মাস্টার শফিকুল ইসলাম, গাজী শফিউল আলম শফিক, ওলিয়ার রহমান ওলি, আবুল কালাম, কোরবান আলী, আয়োজক কমিটির সভাপতি আবু সাঈদ, সেক্রেটারী রফিকুল ইসলাম রাজ প্রমুখ।
গামছা গলায় দিয়ে রেফারির দায়িত্ব পালন করেন বিশিষ্ট সমাজসেবক শওকত আলী খাঁ।
আনন্দঘন প্রীতি ফুটবল ম্যাচটির কিছু অংশ বিশেষের ভিডিও দেখুন
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে ফাইম একাদশ, গদখালি ও পাথরঘাটা সেমিতে
কলারোয়ায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে ১ম, ২য় ও ৩য় খেলায় ফাইমবিস্তারিত পড়ুন
কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে মাধবকাটিকে হারালো স্বাগতিকরা
কলারোয়ার কেঁড়াগাছিতে এক প্রীতি ফুটবল ম্যাচে সাতক্ষীরা সদরের মাধবকাটি ফুটবলবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ
সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখবিস্তারিত পড়ুন