রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

‘আপনারা ঘুম থেকে উঠুন, সেহেরি খান’ : কলারোয়ায় গভীর রাতে প্রচারণায় ওরা ৬জন

ওরা ছয়জন, সাতক্ষীরার কলারোয়ার সেহেরি পার্টি। কলারোয়ার রোজাদারদের সেহেরি খাওয়ার জন্য গভীর রাত থেকে ভোর রাতে ঘুম থেকে উঠতে সহায়তা করতে মাইকিং করে প্রচারণা চালায় ওরা ৬জন।

‘প্রিয় রোজাদার ভাই ও বোনেরা, কলারোয়া বাজার সেহেরি পার্টির পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আপনারা ঘুম থেকে উঠুন, সেহেরি খান। আজকে সেহেরির শেষ সময় ৩টা ৫০মিনিট, বর্তমান সময় ২টা বেজে ৪৫মিনিট’- এরূপ প্রচার করে মাইকিং করছেন সেহেরি পার্টির ৬কিশোর ও যুবক। মুখে কথা বলে প্রচারের পাশাপাশি মাইকে তারা বিভিন্ন গজল বাজিয়ে গভীররাতে ঘুমন্ত মুসলমানদের রোজা রাখার জন্য ঘুম থেকে উঠিয়ে সেহেরি খাওয়ার জন্য আহবান জানাচ্ছেন।

কলারোয়া বাজারসহ উপজেলা সদরের নির্দিষ্ট স্থানে গভীর রাতে মাইকিং করে রোজাদারদের ঘুম থেকে উঠাতে সহযোগিতা করছেন তারা।

ওরা ৬জন হলেন- গদখালী গ্রামের সোহাগ হোসেন, কামরুজ্জামান, আলামিন গাজী, শোভন, তাহফিম, সজীব ও রাজু।

এই সেহেরি পার্টির প্রধান সোহাগ হোসেন জানান- ‘আমরা রাত ২টার থেকে রাত সাড়ে ৩টা পর্যন্ত সেহেরি খাওয়ার মাইকিং করি। একমাস যাবত একটি ভ্যান ভাড়া করেছি। আমরা নিজেরা ভ্যান চালিয়ে প্রচার করি। ভ্যান ভাড়া দিতে হবে ৩হাজার টাকা আর মাইক-ব্যাটারি ভাড়া দিতে হবে ৫হাজার টাকা।’

তিনি আরো জানান- ‘১০ রোজার পর থেকে আমরা বাড়ি বাড়ি গিয়ে খরচের জন্য সহযোগিতা চাচ্ছি। ৩০রোজা পর্যন্ত আমাদের হাজার দশেক টাকার মতো উঠে। খরচ বাদে বাড়তি টাকা আমরা মসজিদে দান করি ও অল্প পরিমাণ পারিশমিক হিসেবে নিজেরা নেয়। তবে পারিশ্রমিকের চেয়ে আমরা মানুষের সেবাটাকে প্রাধান্য দেই। গত কয়েক বছর যাবত আমরা এ কাজ করে আসছি।’

সোহাগ জানান- ‘আমি সোহাগ মোবাইল সার্ভিসিং মিস্ত্রি, কামরুজ্জামান ইলেকট্রিশায়ন আর বাকি ৪জন ছাত্র। আমরা সবাই মিলে মানুষকে সেহেরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠাতে সহযোগিতা করি।’

খোঁজ নিয়ে জানা গেছে- কলারোয়া বাজার সেহেরি পার্টির মতো কলারোয়া পৌর সদরের তুলশীডাঙ্গা, ঝিকরা, মুরারীকাটিসহ উপজেলার বিভিন্ন এলাকাতেও অনুরূপ মাইকে প্রচার করে রোজদারদের ঘুম থেকে উঠিয়ে সেহেরি খাওয়ার আহবান জানিয়ে প্রচারণা চালানো হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা