সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ায় ভাগ্নের সংবাদ সম্মেলন

আদালতের রায় না মেনে জমি দখল নিয়ে ধান কেটে নিলো মামারা

স্থানীয় পর্যায়ে শালিসে মিটমাট হয়েছে, বিজ্ঞ আদালতের রায়ও হয়েছে তারপরেও জমি দখল করে রোপনকৃত ধান কেটে নিলো প্রতিপক্ষরা।

সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের মাদরা গ্রামে শনিবার (১১এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

ওই ঘটনায় ভূক্তভোগি ওই গ্রামের মনুছুর আলীর ছেলে আলাউদ্দীন তার ক্ষতিগ্রস্থ পরিবার নিয়ে কলারোয়া থানায় অভিযোগ দিয়েছেন ও প্রতিকারের প্রত্যাশায় কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

বেলা ১২টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে আলাউদ্দীন বলেন- ‘তার মা-খালাদের পৈত্রিকসূত্রে পাওয়া মাদরা গ্রামের খতিয়ান নং-২৯৬, ২৯৮, দাগ নং- ৩০৬ এর ৪১শতক জমি ভোগদখল করে আসছিলেন তিনি। কিন্তু তার মামা একই গ্রামের মালেক মন্ডলের পুত্র জাকির হোসেন বাদী হয়ে তার বোনদের অর্থাৎ আলাউদ্দীনের মা-খালাদের বিবাদী করে সাতক্ষীরা কোর্টে দেওয়ানী মামলা (নং-৩৫/১৪) করে। সেই মামলায় বিবাদীদের পক্ষে রায় হয়। পরবর্তীতে ওই রায়ের বিরুদ্ধে দেওয়ানী আপিল (নং-৮৯/১৮) করলে গত চলতি বছরের ১৯মার্চ বিবাদীদের পক্ষে রায় বহাল থাকে।’

তিনি আরো বলেন- ‘শুধু তাই নয়, বছর ছয়েক আগে তৎকালীন উপজেলার ভাইস চেয়ারম্যান ও স্থানীয় চেয়ারম্যান-মেম্বরদের মাধ্যমে শালিসি বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক বিরোধপূর্ণ সেই জমি মা-খালাদের দখলে বহাল ছিলো এবং আলাউদ্দীন তার তিন মামাকে ৫০হাজার টাকা প্রদান করেন। কিন্তু বর্তমানে সেই শালিস ও বিজ্ঞ আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শনিবার বোন-ভাগ্নেদের দখলে থাকা জমি বেদখল করে রোপনকৃত ধান কর্তন করে নিলেন মামারা। এমনকি ভাগ্নের বাড়ির উঠানে থাকা ধানও জোরপূর্বক নিয়ে যান তারা। পাশাপাশি ওই জমির একপাশে থাকা ভাড়া দেয়া ৮টি টিনের ছাউনি দেয়া কাঠের দোকান দখলের পায়তারা করে দোকানদারদের ৩দিনের মধ্যে দোকান ফাঁকা করে দেয়ার হুমকি দিয়েছেন। একই সাথে তার পরিবারকেও হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন।’

এঘটনায় আলাউদ্দীন বাদী হয়ে কলারোয়া থানায় মাদরা গ্রামের মালেক মন্ডলের পুত্র জাকির হোসেন, কলিম মন্ডল, ফজলু মন্ডলসহ ৭জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে আলাউদ্দীনের সাথে উপস্থিত তার স্ত্রী খাদিজা খাতুন ও বোন রেহেনা খাতুন বিষয়টি সুরহা করতে প্রশাসনের ঊর্দ্ধতন কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

এদিকে অভিযোগ পেয়ে সরেজমিন তদন্তের জন্য পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা