বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

ঝাউডাঙ্গা কলেজের অনুষ্ঠানে এমপি রবি

‘আত্মশুদ্ধি ও আত্মসমালোচনা করতে পারলে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করা সম্ভব’

সাতক্ষীরা-২ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেছেন- ‘আমি পল্টনে বঙ্গবন্ধুর ভাষনে শুনিছে যে, তিনি দলীয় নেতাকর্মীদের আত্মশুদ্ধি ও আত্মসমালোচনা করতে বলেছেন। তবেই জনগণের সেবা করা সম্ভব। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে হলে দালালী বন্ধ করতে হবে।’

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা কলেজের নব-নির্মিত ভবনের ৩য় ও ৪র্থ তলা উদ্বোধন শেষে প্রতিষ্ঠানটির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরষ্কার বিতরণের আগে সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রবি এমপি বলেন- ‘২০১৩সালে সাতক্ষীরায় যারা হত্যাযজ্ঞ চালিয়েছিলো তারা ধর্মান্ধ। প্রকৃত ধার্মিক হলে তারা ইসলামের পথ থেকে বিচ্যুত হতো না। আমাদের প্রধানমন্ত্রী আপদমস্তক ধার্মিক।’

কলেজ প্রাঙ্গণে আয়োজিত ওই সমাবেশে কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমানের সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি মীর মোস্তাক আহমেদ রবি আরো বলেন- ‘আমার দলের কতিপয় ব্যক্তিরা দালালীর মাধ্যমে সাধারণ নিরীহ ব্যক্তিদের পুলিশে ধরিয়ে দিয়ে ফেনসিডিল ব্যবসায়ী বানায়। সেটা যেমন সঠিক নয়। জামায়াত পরিবারের সকল সদস্য যেমন খারাপ নয় তেমনি জামায়াতের নেতাকর্মীরা গোপনে বৈঠক করে দেশে ও এলাকাকে অস্থিতিশীল করার পায়তারা চালাচ্ছে, সেটা দমনে আমাদের পুলিশসহ আইনশৃংখলা বাহিনী সক্রিয় আছে।’

তিনি বলেন- ‘জননেত্রী শেখ হাসিনার আত্মবিশ্বাসী। তিনি দুর্নীতি করেন না এবং দুর্নীতি সহ্য করেন না। তাই জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় মানুষ শান্তিতে থাকে।’

তিনি জনগনের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন এবং আগামীতে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে আবোরে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শেখ নুরুল হক, ঝাউডাঙ্গা কলেজের বিদ্যুৎসায়ী সদস্য অতিরিক্ত পিপি এড. আব্দুল লতিফ, জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. রমজান আলী বিশ্বাস, ঝাউডাঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান সরদার মজিদ ও ভিপি রফিকুল ইসলাম, সাংবাদিক ইয়ারব হোসেন, ঠিকাদার শহীদুল হক রাজু, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারি প্রকৌশলী মো. আবু জাযেদ বিন গফুর, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান প্রমুখ।

আলোচনা সভার আগে ঝাউডাঙ্গা কলেজের বিদ্যমান ভবনের উর্দ্ধমুখী সম্প্রসারিত (৩য় ও ৪র্থ তলা) একাডেমিক ভবন তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ১৫ লক্ষ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নির্মাণকৃত ভবনের ফলক উন্মোচন করেন মীর মোস্তাক আহমেদ রবি এমপি।

অতিথিবৃন্দ এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান -২০১৮ এর পুরস্কার বিতরণ করা হয়।

এসময় দলীয় নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ, ঝাউডাঙ্গা কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অবিভাবকরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক হাসান মাহমুদ রানা।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র