বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আইপিএলে সর্বোচ্চ দামে কেনা পাঁঁচ ক্রিকেটার!

আইপিএল মানেই টাকার ছড়াছড়ি। কাড়ি কাড়ি টাকার খেলা। কোটি কোটি টাকা দিয়ে বিশ্বের নামিদামি ক্রিকেটারদের দলে ভেড়ায় ফ্রাঞ্চাইজিগুলো। শনিবার বেঙ্গালুরুতে শুরু হয়েছে একাদশ আইপিএল আসরের নিলাম। প্রথম দিনে বেশ কয়েকজন ক্রিকেটার বিক্রি হয়েছেন চলুন জেনে নেওয়া যাক সর্বোচ্চ দামে কেনা পাঁচ ক্রিকেটারদের দর।

আইপিএলের মেগা নিলামে আবার বাজির ছক্কা মারলেন ব্রিটিশ ক্রিকেটার বেন স্টোকস। ভারতীয় ১২.৫০ কোটি রুপিতে স্টোকসকে কিনে নিয়েছে রাজস্থান রয়েলস।

এরপর সর্বোচ্চ দাম উঠেছে ভারতীয় দুই ক্রিকেটার কেএল রাহুল ও মণিষ পাণ্ডের দাম। দুজনকেই ১১ কোটি রুপিতে যথাক্রমে কিনে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব ও সানরাইজার্স হায়দরাবাদ।

চতুর্থত অস্ট্রেলিয়ান ক্রিকেটার ক্রিস লিনকে ৯.৬ কোটি রুপি ও পঞ্চম সর্বোচ্চ দামি ক্রিকেটার হিসেবে মিচেল স্ট্রাককে ৯.৪ কোটি রুপিতে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

১. বেন স্টোকস- ১২.৫ কোটি রুপি।
২. কেএল রাহুল- ১১ কোটি রুপি।
৩. মণিষ পাণ্ডে- ১১ কোটি রুপি।
৪. ক্রিস লিন- ৯.৬ কোটি রুপি।
৫. মিচেল স্ট্রাক- ৯.৪ কোটি রুপি।

আইপিএলে দল পাননি যারা!
আইপিএলের প্রথম দিনের নিলামে বিশ্ব ক্রিকেট কাঁপানো অনেক ক্রিকেটারই দল পাননি।নিলামে তাদের নাম ডাকা হলেও কোনো দলই তাদের কিনে নিতে আগ্রহ প্রকাশ করেনি। ফলে রয়ে গেছেন অবিক্রিত।

লাসিথ মালিঙ্গা, মার্টিন গাপটিল, হাশিম আমলা, মুরালি বিজয়দের কেউ কেনেনি। শনিবার বেঙ্গালুরুতে প্রথম দিনের নিলামে উপেক্ষিত থেকে গেছেন জো রুট, জেমস ফকনার, মিচেল জনসনের মতো ক্রিকেটাররাও।

এছাড়া নামী ক্রিকেটারদের মধ্যে আরও যারা বাদ পড়েছেন তাদের কজন হলেন- পার্থিব প্যাটেল, জনাথন বেয়ারস্টো, টিম সাউদি, ইশান্ত শর্মা, জশ হ্যাজলউড, স্যামুয়েল বদ্রির মতো ক্রিকেটাররা।

প্রথম দিনে দল পাননি যারা:
মার্টিন গাপটিল, হাশিম আমলা, মুরালি বিজয়, জো রুট, জেমস ফকনার, পার্থিব পেটেল, নামান ওঝা, জনাথন বেয়ারস্টো, স্যাম বিলিংস, মিচেল জনসন, জশ হ্যাজলউড, টিম সাউদি, ইশান্ত শর্মা, মিচেল ম্যাকলেনাগান, লাসিথ মালিঙ্গা, ইশ সোধি, স্যামুয়েল বদ্রি, অ্যাডাম জাম্পা, হুমাংশু রানা, সিদ্দেশ লাদ, শিভাম ডুব, জিতেশ শর্মা, নিখিল নায়েক, বেন ম্যাকডার্মট, আদিত্য টারে, অঙ্কুশ বাইন্স, বিষ্ণু বিনোদ, শেলডন জ্যাকসন, প্রশান্ত চোপড়া, রজনীশ গুবরানি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে ফাইম একাদশ, গদখালি ও পাথরঘাটা সেমিতে

কলারোয়ায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে ১ম, ২য় ও ৩য় খেলায় ফাইমবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে মাধবকাটিকে হারালো স্বাগতিকরা

কলারোয়ার কেঁড়াগাছিতে এক প্রীতি ফুটবল ম্যাচে সাতক্ষীরা সদরের মাধবকাটি ফুটবলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে সিরাজুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি আফিল
  • কলারোয়ার কাজীরহাটে প্রীতি ফুটবল ম্যাচে বোয়ালিয়ার সাথে ড্র স্বাগতিকদের
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে বাগঁআচড়ার সাথে ড্র স্বাগতিকদের
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কলারোয়ার খোরদোয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন
  • এশিয়া কাপের শিরোপা জেতা হলো না টাইগার যুবাদের
  • কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ন
  • তালায় বঙ্গবন্ধু ফুটবল টূর্নামেন্টে সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ফিংড়িকে হারিয়ে ধুলিহর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • শার্শার ধলদায় ফুটবল টুর্নামেন্টে বারোপোতাকে হারিয়ে বাঁগআচড়ার জয়
  • ফুটবল স্টেডিয়াম হয়ে গেল ঘন জঙ্গল!