শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

অস্বাস্থ্যকর পরিবেশ ও পঁচা চিনির সিরা দিয়ে সাতক্ষীরার ভাগ্যকুলের মিষ্টি!

অস্বাস্থ্যকর পরিবেশ ও পঁচা চিনির সিরা দিয়ে তৈরি হচ্ছে সাতক্ষীরার ভাগ্যকুলের মিষ্টি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি হচ্ছে সাতক্ষীরার অতি জনপ্রিয় ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি।

কয়েক দিন ধরে রাখা চিনির সিরা ও নামমাত্র দুধ দিয়ে তৈরি হচ্ছে যাবতীয় মিষ্টি, রসমালাই ও দই যা দেখলে যে কারও ভ্রু কুঁচকে উঠতে পারে। পাটকেলঘাটা বলফিল্ড মোড়ে অবস্থিত ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি তৈরির কারখানায় ঢুকতে গেলে প্রতিবেদককে বাঁধা প্রদান করা হয়।

জেলা প্রশাসকের অনুমতি লাগে তাদের কারখানার ভিতরে প্রবেশ করতে হলে এমনটাই বলেন মালিক শিবুপদ ঘোষ।

পরবর্তীতে ওই প্রতিবেদক ভিতরে প্রবেশ করতে দিলেও ক্যামেরা বাহিরে রেখে যেতে হয়। কারখানার ভিতরে প্রবেশ করার সাথে সাথে দেখা যায় দই তৈরির জন্য বহু আগে প্রস্তুতকৃত দুধের পসরা হাজার হাজার মৌমাছি ও মাছির দখলে।
গন্ধযুক্ত ড্রামে মজুদ করে রাখা ছানা ও দুধে মাছির ভনভনানি। পাশের রুমের ভিতরে রাখা আছে ৩-৪ দিন আগের নষ্ট চিনির সিরা। ওই চিনির সিরা ব্যবহার করা হয় মিষ্টি তৈরির কাজে। তবে মোবাইলে ছবি তুলতে গেলে বাঁধা প্রদান করেন সাথে থাকা ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারের মালিক।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কারখানায় কর্মরত একজন কর্মচারী বলেন, রাতের বেলা চার কেজি সন্দেশের সঙ্গে এক কেজি ময়দা মেশানো হয়। আর দিনের বেলা স্পেশাল সন্দেশ শুধু ছানা দিয়ে তৈরি করা হয়।

স্থানীয় আরিফুল, শামিম ও রহমানসহ অনেকে অভিযোগ করে বলেন, সাতক্ষীরার অধিকাংশ মানুষের খুব প্রিয় ভাগ্যকুলের মিষ্টি। কিন্তু নিজেদের চোখে মিষ্টি বানানোর দৃশ্য দেখলে কিনতে অরুচি হতে বাধ্য। সাতক্ষীরা সদর, কলারোয়া, পাটকেলঘাটাসহ দেশের বিভিন্ন স্থানে তাদের মিষ্টির দোকান রয়েছে। সেখানের পরিবেশ দেখলে বোঝা যায়না ওই মিষ্টি কতটা নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী হয়েছে।

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির কারণ জানতে চাইলে ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারের মালিক শিবুপদ ঘোষ বলেন, অন্যদের চেয়ে তাদের কারখানায় হাজার গুণ পরিষ্কার পরিছন্ন পরিবেশ এবং ভাল পণ্য দিয়ে মিষ্টিসহ যাবতীয় সামগ্রী তৈরি করা হচ্ছে।

এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন ,তবে অতিদ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা