রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

অস্ট্রেলিয়ার কাছে ৪১ রানে হারলো পাকিস্তান

আনপ্রেডিকটেবল! অনিশ্চয়তার খেলা ক্রিকেটে এই শব্দটি সবচেয়ে বেশ সম্ভবত পাকিস্তানের গায়েই সাঁটানো হয়েছে। টালমাটাল দল নিয়ে বিশ্বকাপে আসা পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারলো বাজেভাবে। স্বাগতিক ইংল্যান্ডকে হারালো দারুণ খেলে। বৃষ্টির ভাসিয়ে নিয়ে গেল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে নেমে মুহূর্তে মুহূর্তে রঙ পাল্টে শেষ পর্যন্ত হেরে গেল ৪১ রানে।

টস হেরে আগে ফিল্ডিং করতে নেমে ক্যাচ আর ফিল্ডিং মিসের মহড়া দিয়েছে। একটা সময় ধারণা করা হচ্ছি ৪০০ ছুঁবে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত মোহাম্মদ আমীর হাতে ধরে তাদের আটকে দিলো ৩০৭ রানে।
টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা। স্কোরবোর্ডে কোনো রান যোগ না করেই ফেরেন ওপেনার ফখর জামান। ইমাম-উল হককে সঙ্গে নিয়ে বেশিদূর যেতে পারেননি বাবার আজম। ২৮ বলে ৩০ রান করে নাথান কোল্টার-নেইলের শিকার হন তিনি। এরপর পিজে আসেন মোহাম্মদ হাফিজ। দুজনের ৮০ রানের জুটি ভাঙেন প্যাট কামিন্স। অর্ধশতক হাঁকানো ইমাম ফিরে গেলে অধিনায়ক শরফরাজের সঙ্গে জুটি গড়েন হাফিজ। তবে বলের সঙ্গে ব্যালান্স করে রান নিতে থাকা হাফিজ ৪৬ রানে ক্যাচ তুলে দেন। দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারকে হারিয়ে চরম চাপে পড়ে পাকিস্তান। হাফিজের বিদায়ের সময় পাকিস্তানের স্কোর ৫ উইকেটে ১৪৬ রান। এরপর ক্রিজে এসেই শূন্য রানে শোয়েব মালিক এবং ৫ রানে আসিফ আলী বিদায় নিলে কার্যত প্রতিরোধ ভেঙে পড়ে পাকিস্তানের। কিন্তু টিমটিম করে জ্বলতে থাকা আশার প্রদীপে জ্বালানি ধালতে থাকেন অধিনায়ক সরফরাজ আহেমদ। তাকে সঙ্গ দিতে এসে ১৫ বলে ৩২ রানের ঝড়ো ইনিংস খেলেন হাসান আলী। এরপর ওয়াহাব রিয়াজ ক্রিজে এসে প্রমাণ করে দেন পাকিস্তান আসলেই আনপ্রেডিকটেবল।
৩৪ ওভারে ২০০ রানে ৭ উইকেট খুইয়ে বড় হারের প্রহর গুনতে থাকা দল একটা পরের পাঁচ সাত ওভারের মধ্যে জয়ের ভালো সম্ভাবনা তৈরি করল। আবার ওয়াহাব রিয়াজ আউট হয়ে যাওয়ার পর আমিরও ফিরলেন কোন রান না করেই। শাহীন আফ্রিদী নামলেন শেষ উইকেট হিসেবে। ব্যাটটা ঠিকমতো চালাতেই জানেন না এ পেসার। অথচ ৪৫ তম ওভারের শেষ বলে রান নিয়ে আবারো তাকেই স্ট্রাইক এন্ডে পাঠালেন সেট ব্যাটসম্যান সরফরাজ। সিঙ্গেলের মরিয়া সরফরাজ এরপর অদ্ভুতভাবে রানের জন্য দৌড় দিয়ে রান আউট হয়ে গেলেন। পাকিস্তান হেরে গেল ৪১ রানে।
এরআগে ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরিতে ভর করে বড় সংগ্রহও পায় অস্ট্রেলিয়া। তবে অস্ট্রেলিয়ার বড় সংগ্রহের পেছনে পাকিস্তানের ফিল্ডারদের অবদানও কম নয়। ক্যাচ মিসের মহড়ার সঙ্গে ফিল্ডিংয়ের সহজ মিসগুলো চোখে পড়েছে বাজেভাবে।
টস হেরে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরুই পায় অস্ট্রেলিয়া। ১৪৬ রানে ওপেনিং জুটি ভাঙে। ৮২ রানে আমিরের শিকার হন অ্যারন ফিঞ্চ। এরপর ওয়ার্নারের সেঞ্চুরি ছাড়া আর কেউই সেভাবে ইনিংস বড় করতে পারেননি। মূলত মোহাম্মদ আমিরের পেসে কুপোকাত হয়েছেন। ৪০ ওভারে অজিদের রান যেখানে ছিল ২৫৬। সেখান ৪৯ ওভারে অলআউট হয় ৩০৭ রানে।
শেষ দিকে ৫ উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ার রানের লাগাম টেনে ধরেন আমির।
স্কোর:
অস্ট্রেলিয়া ৩০৭/১০ (৪৯)
অ্যারন ফিঞ্চ ৮২ (৮৪)
ডেভিড ওয়ার্নার ১০৭ (১১১)
স্টিভ স্মিথ ১০ (১৩)
গ্লেন ম্যাক্সওয়েল ২০ (১০)
শন মার্শ ২৩ (২৬)
উসমান খাজা ১৮ (১৬)
অ্যালেক্স কারি ২০ (২১)
নাথান কোল্টা-নেইল ২ (৩)
প্যাট কামিন্স ২ (৬)
মিচেল স্টার্ক ৩ (২)
কেন রিচার্ডসন ১ (১)
বোলার:
মোহাম্মদ আমির ১০-২-৩০-৫
শাহীন আফ্রিদি ১০-০-৭০-২
হাসান আলী ১০-০-৬৭-১
ওয়াহাব রিয়াজ ৮-০-৪৪-১
মোহাম্মদ হাফিজ ৭-০-৬০-১
শোয়েব মালিক ৪-০-২৬-০
পাকিস্তান ২৬৬/১০ (৪৫.৪)
ইমাম-উল হক ৫৩ (৭৫)
ফখর জামান ০ (৩)
বাবর আজম ৩০ (২৮)
মোহাম্মদ হাফিজ ৪৬ (৪৯)
শরফরাজ আহমেদ ৪০ (৪৮)
শোয়েব মালিক ০ (২)
আসিফ আলী ৫ (৮)
হাসান আলি ৩২ (১৫)
ওয়াহাব রিয়াজ ৪৫ (৩৯)
মোহাম্মদ আমির ০ (১)
শাহীন আফ্রিদি ১ (৬)
বোলার:
প্যাট কামিন্স ১০-০-৩-৩
মিচেল স্টার্ক ৯-১-৪৩-২
ঝেই রিজার্ডসনস ৮.৪-০-৬২-২
নাথান কোল্টার-নেইল ৯-০-৫৩-১
গ্লেন ম্যাক্সওয়েল ৭-০-৫৮-০
অ্যারন ফিঞ্চ ২-০-১৩-১
অস্ট্রেলিয়া ৪১ রানে জয়ী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে ফাইম একাদশ, গদখালি ও পাথরঘাটা সেমিতে

কলারোয়ায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে ১ম, ২য় ও ৩য় খেলায় ফাইমবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে মাধবকাটিকে হারালো স্বাগতিকরা

কলারোয়ার কেঁড়াগাছিতে এক প্রীতি ফুটবল ম্যাচে সাতক্ষীরা সদরের মাধবকাটি ফুটবলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে সিরাজুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি আফিল
  • কলারোয়ার কাজীরহাটে প্রীতি ফুটবল ম্যাচে বোয়ালিয়ার সাথে ড্র স্বাগতিকদের
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে বাগঁআচড়ার সাথে ড্র স্বাগতিকদের
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কলারোয়ার খোরদোয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন
  • এশিয়া কাপের শিরোপা জেতা হলো না টাইগার যুবাদের
  • কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ন
  • তালায় বঙ্গবন্ধু ফুটবল টূর্নামেন্টে সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ফিংড়িকে হারিয়ে ধুলিহর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • শার্শার ধলদায় ফুটবল টুর্নামেন্টে বারোপোতাকে হারিয়ে বাঁগআচড়ার জয়
  • ফুটবল স্টেডিয়াম হয়ে গেল ঘন জঙ্গল!