রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

অক্টোবরের প্রথম সপ্তাহেই বিপিএল

বিপিএলের পঞ্চম আসর শেষেই শোনা গিয়েছিল, আগামী বছরের আসর একমাস এগিয়ে আনা হতে পারে। সে হিসেবে এক বছর আগে থেকেই প্রস্তুতি নেয়া শুরু করেছে বিসিবি কর্তৃপক্ষ এবং ফ্রাঞ্চাইজিগুলো। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী কমিটির সভায় বিপিএল এগিয়ে আনার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়ে গেছে।

বুধবার কার্যনির্বাহী কমিটির সভা শেষে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন ঘোষণা দিয়েছেন, ‘নীতিগতভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে বিপিএলের আগামী আসর।’

বিপিএল সাধারণত অনুষ্ঠিত হয় নভেম্বরে। শুরু হয় নভেম্বরের ৪ তারিখ থেকে। তবে ৬ষ্ঠ আসরটি এগিয়ে এনে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে শুরুর করার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জানা গেছে, বিসিবি গভর্নিং কাউন্সিল টুর্নামেন্টটি শুরু করতে চায়। তারা তারিখও ঠিক করে ফেলেছিল। অক্টোবরের ৪ তারিখ থেকে নভেম্বরের ১৬ তারিখ পর্যন্ত।

কিন্তু অজ্ঞাত কারণে বিসিবি চায় টুর্নামেন্টটি আরও ৩ থেকে ৪দিন এগিয়ে এনে অক্টোবরের ১ কিংবা ২ তারিখে শুরু করতে। সে যাই হোক, এক মাস এগিয়ে আসছে বিপিএল- এটা তো এখন চূড়ান্ত।

বিপিএল নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত বছর নিয়ম করা হয়েছিল, প্রতিটি দল ৫জন করে বিদেশি খেলোয়াড় খেলাতে পারবে। এ নিয়ে কম সমালোচনা হয়নি। বিপিএলে স্থানীয় খেলোয়াড়দের কদর এ কারণে কমে যাবে- এসব কথাও বলা হয়েছিল; কিন্তু তাতে কান দেয়নি কর্তৃপক্ষ। তবে এবার সিদ্ধান্ত নেয়া হয়েছে, ৫ জন নয়, পূর্বের নিয়মে ৪জন বিদেশিই খেলাতে পারবে প্রতিটি দল।

এছাড়া নিয়ম ছিল বিপিএলের প্লেয়ার ড্রাফটের আগে প্রতিটি দল চারজন করে দেশি ক্রিকেটারকে রেখে দিতে পারতো। এবার নিয়ম করা হয়েছে, চারজনকেই রেখে দিতে পারবে। তবে এ ক্ষেত্রে দেশি না বিদেশি- সে বাধা-ধরা নিয়ম নেই। যে ৪ জনকে রিটেইন করতে পারবে, তাদের মধ্যে দেশি-বিদেশি ক্রিকেটার থাকতে পারে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে ফাইম একাদশ, গদখালি ও পাথরঘাটা সেমিতে

কলারোয়ায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে ১ম, ২য় ও ৩য় খেলায় ফাইমবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে মাধবকাটিকে হারালো স্বাগতিকরা

কলারোয়ার কেঁড়াগাছিতে এক প্রীতি ফুটবল ম্যাচে সাতক্ষীরা সদরের মাধবকাটি ফুটবলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে সিরাজুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি আফিল
  • কলারোয়ার কাজীরহাটে প্রীতি ফুটবল ম্যাচে বোয়ালিয়ার সাথে ড্র স্বাগতিকদের
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে বাগঁআচড়ার সাথে ড্র স্বাগতিকদের
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কলারোয়ার খোরদোয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন
  • এশিয়া কাপের শিরোপা জেতা হলো না টাইগার যুবাদের
  • কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ন
  • তালায় বঙ্গবন্ধু ফুটবল টূর্নামেন্টে সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ফিংড়িকে হারিয়ে ধুলিহর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • শার্শার ধলদায় ফুটবল টুর্নামেন্টে বারোপোতাকে হারিয়ে বাঁগআচড়ার জয়
  • ফুটবল স্টেডিয়াম হয়ে গেল ঘন জঙ্গল!