হাটু পানিতে ডুবে আছে কালিগঞ্জ তা‘লীমুল কোরআন মাদ্রাসা সড়কটি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরের বাজারগ্রাম রহিমপুর ঈদগাহ হতে তা’লীমূল কুরআন মাদ্রাসা সড়কটি বৃষ্টির শুরু থেকে হাটু পানিতে নিমজ্জিত। বিভিন্ন পত্র পত্রিকা ও সামাজিক মাধ্যমে স্বচিত্র সংবাদ প্রকাশ হলেও টনক নড়েনি কর্তৃপক্ষের।
বর্তমানে বেহাল দশা সড়কটিতে কয়েকদিনের বৃষ্টিতে হাটু পানিতে নিমর্জিত। এছাড়াও জনগুরুত্বপূর্ন সড়কের দু’ধার দিয়ে বসবাসরতদের চলাচলের ছোট বড় পথ এমনকি অনেকের উঠানেও হাটু পানি জমেছে।
সরেজমিনে দেখা গেছে- সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় খানা-খন্দের সৃষ্টি হয়েছে। এছাড়া অনেক জায়গয় রাস্তা ভেঙ্গে পার্শ্ববর্তী পুকুরে চলে গেছে। ইটের সোলিংকৃত সড়কটি এমনিতে খানা খন্দে ভরা তারপরে বর্ষার সময় সম্পূর্ন পানিতে ডুবে যায়। সড়কটির পশ্চিমে কর্মসংস্থান ব্যাংক, মাওলানা অজিহুর রহমানের পরিচালিত সর্ববৃহৎ বাজারগ্রাম রহিমপুর জামিয়া এমদাদীয়া তা’লীমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা, উপজেলা প্রাণীসম্পদ অফিস, দক্ষীণে হাজী তফিলউদ্দীন মহিলা দাখিল মাদ্রাসা, রোকেয়া মনসুর মহিলা কলেজ সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা অবস্থিত। দীর্ঘদিন যাবৎ রাস্তাটি সংস্কারের দাবী উঠলেও কেউ কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করায় সংস্কার কাজে অগ্রগতি হয়নি।
ফলে যাত্রী সাধারণের পাশাপাশি এ এলাকার সাধারন জনগন অত্যন্ত বিপাকে পড়েছে। বিশেষ করে স্কুল,কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা বিপাকে পড়েছে।
অপরদিকে অবর্ননীয় মানেবতর জীবন যাপন করছে শত-শত পরিবারের সদস্যরা। পানি নিস্কাশনের যথাযথ ব্যাবস্থা না থাকার কারনেই এ ভোগান্তির শিকার হতে হয়।
এমতাবস্থায়, দ্রুত পানি নিস্কাশনে কাকশিয়ালী নদী পর্যন্ত স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা, ভংগুর ও চলাচলে অনুপযোগী ইটসোলিং রাস্তাটি কার্পেটিং সড়ক নির্মানে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের দৃষ্টি আকর্ষন করেছেন এলাকার ভুক্তভোগী সর্বসাধারণ ও সুধীমহল।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলারবিস্তারিত পড়ুন