বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের সান্তনা এবং চিকিৎসার জন্য অনুদান দিলেন এমপি

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের সমবেদনা ও আহতদের চিকিৎসা বাবদ নগত অর্থ প্রদান করলেন সংসদ সদস্য এসএম, জগলুল হায়দার। বৃহস্পতিবার (২২ মার্চ) বেলা ১২ টায় মনিরুজ্জামানের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও আহতদের খোজ খবর এবং চিকিৎসার জন্য নগদ ২৫ হাজার টাকা প্রদান করেন। সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম, জগলুল হায়দার স্ত্রী ফাতিমা হায়দার রওজা’কে নিয়ে চিকিৎসার জন্য ভারতে থাকায় হতভাগ্যদের পাশে আসতে বিলম্ব হওয়ায় দুঃখ প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্যের সহধর্মীনি ফাতেমা হায়দার রওজা, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান জামু, সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ উজ্বল প্রমুখ। উল্লেখ্য যে, মঙ্গলবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার সময় খুলনা থেকে পিকআপে বাড়ি আসার পথে পাটকেলঘাটার আসান নগর এলাকায় পৌছানোর পর বিপরীতমূখী মালবাহী ট্রাকের ধাক্কায় নিহত হন পঞ্চম শ্রেনীর ছাত্রসহ কালিগঞ্জের ৬ জন।

আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিম্ম আয়ের দেশ থেকে নিম্মমধ্য আয়ের দেশে উত্তরনে সারা দেশ ব্যাপী প্রচারাভিযান ও সেবা সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে (২২ মার্চ) বৃহস্পতিবার সকাল ১০টায় সরকারী কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিদের সমন্বয়ে একটি বণার্ঢ্য র‌্যালী ব্যান্ড বাদ্য বাজিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈন উদ্দিন হাসানের সভাপতিত্বে সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর আহম্মেদ মাছুম, কালিগঞ্জ কলেজের অধ্যক্ষ জিএম রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডর আব্দুল হাকিম, উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রানী সম্পাদ কর্মকর্তা ডাঃ মনোজিৎ কুমার মন্ডল, উপজেলা নির্বাচন কর্মকর্তা শৈলেন্দ্রনাথ মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, সমবায় কর্মকর্তা শেখ মুজিবর রহমান প্রমুখ।

অ-খন্ডিত রেখে সাতক্ষীরা-৪ আসনের খসড়া গেজেট প্রকাশ হওয়ায় আনন্দ র‌্যালী ও মিষ্টি বিতরণ

সাতক্ষীরা-৪ সংসদীয় আসনের সীমানা পুন-নির্ধারন হওয়ায় বৃহস্পতিবার বেলা ১১ টায় কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক শেখ ইকবাল আলম বাবলু ও ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ নাজমুল আহছানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পাটির সভাপতি, সাবেক চেয়ারম্যান মাহবুবর রহমান,উপজেলা বি এনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যাঃ আব্দুল খালেক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জি এম আব্দুল হাকিম, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিষ্ণপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন, ধলবাড়িয়া চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকাত হোসেন, মথুরেশপুর চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, চাম্পাফুল চেয়ারম্যান মোজাম্মল হক গাইন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, দক্ষিণশ্রীপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি গোবিন্দ মন্ডল, কুশলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, জাতীয় শ্রমিকলীগ উপজেলা শাখার সভাপতি শেখ শাহাজালা, সাধারন সম্পাদক আব্দুর সবুর, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাওন আহম্মেদ সোহাগ প্রমুখ। এ সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা সদরে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরন করা হয়। একই সাথে ঘোষনা করা হয় আগামী ২৫ মার্চ কালিগঞ্জে মানববন্ধন করা হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন কর্তৃক সাতক্ষীরার দু’টি সংসদীয় আসনের সীমানা পুননির্ধারন করা হয়েছে। নির্বাচন কমিশনের খসড়া সিদ্ধান্ত অনুযায়ী জেলার কালিগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়ন ও শ্যামনগর উপজেলা ১২ টি ইউনিয়ন নিয়ে সাতক্ষীরা ৪ আসন এবং দেবহাটা ও আশাশুনি উপজেলা ইউনিয়ন নিয়ে সাতক্ষীরা ৩ আসন গঠীত হয়েছে। খসড়া তালিকা প্রকাশ হওয়ায় কালিগঞ্জের উপজেলা সদর সহ ১২টি ইউনিয়নের হাটে -বাজারে, মোড়ে মোড়ে আনন্দ উল¬াস ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার

সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলারবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জের স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • কালিগঞ্জে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু!
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কালিগঞ্জের দক্ষিণশ্রীপুরে ৯নং ওয়ার্ডকে স্বাস্থ্যসম্মত ঘোষনা
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কালিগঞ্জে ইউএনও’র বদলীর আদেশ স্থগিতের দাবীতে মানববন্ধন
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলীর আদেশ স্থগিতের দাবীতে মানববন্ধন
  • কালীগঞ্জে ভূমিহীনদের সমাবেশ