সাতক্ষীরার চার আসনে নতুন ভোটার এক লাখ ৭৩ হাজার ১৫৪
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার (১০৫.১০৬,১০৭,১০৮) এই চারটি আসনে নতুন ভোটার হয়েছেন ১ লাখ ৭৩ হাজার ১৫৪ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৮৯ হাজার ১৬০ জন ও নারী ভোটার ৮৩ হাজার ৯৯৪ জন। এসব নতুন ভোটার দিয়ে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৯ হাজার ৮৯৯ জন। এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনে এই চারটি আসনে মোট ভোটার সংখ্যা ছিল ১৩ লাখ ৮৬ হাজার ৭৪৫ জন।
সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সাতক্ষীরা-১ (জাতীয় সংসদ-১০৫) তালা- কলারোয়া উপজেলার ২৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৮৯৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটার দুই লাখ দাশ হাজার ৭০০ নারী ভোটার দুই লাখ ১২ হাজার ১৮৩ জন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনটিতে তালা উপজেলায় পুরুষ ভোটার বেড়েছে ১১ হাজার ৩৫৫ জন ও নারী ভোটার বেড়েছে ১০ হাজার ২৯০ জন। কলারোয়া উপজেলায় পুরুষ ভোটার বেড়েছে ১০ হাজার ৮৭২ জন এবং নারী ভোটার বেড়েছে ১০ হাজার ৩০৮ জন।
সাতক্ষীরা সদর-২ (জাতীয় সংসদ-১০৬) আসনটি ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৫৬ হাজার ১৮৪ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৭ হাজার ২৩৪ জন ও নারী ভোটার ১ লাখ ৭৮ হাজার ৯৫০ জন। এ আসনটিতে পুরুষ ভোটার বেড়েছে ২১ হাজার ২ জন এবং নারী ভোটার বেড়েছে ২০ হাজার ৯৬৫ জন।
সাতক্ষীরা-৩ (জাতীয় সংসদ-১০৭) আসনটি আশাশুনি-দেবহাট-কালিগঞ্জ উপজেলার আংশিক ২০টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৮৭ হাজার ৩৩৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৫ হাজার ৫১৮ জন ও নারী ভোটার ১ লাখ ৯১ হাজার ৮২০ জন।
আশাশুনি উপজেলায় পুরুষ ভোটার বেড়েছে ১০ হাজার ৫৭৫ জন ও নারী ভোটার বেড়েছে ৯ হাজার ৬৭৫ জন। দেবহাটা উপজেলায় পুরুষ ভোটার বেড়েছে ৫ হাজার ৫৮০ জন ও নারী ভোটার বেড়েছে ৫ হাজার ৭৫৭ জন। কালিগঞ্জ উপজেলায় পুরুষ ভোটার বেড়েছে ১৩ হাজার ৪৯৩ জন এবং নারী ভোটার বেড়েছে ১২ হাজার ৫৬৮ জন।
সাতক্ষীরা-৪ (জাতীয় সংসদ-১০৮) আসনটি শ্যামনগর ও কালিগঞ্জের আংশিক ২০টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৯৩ হাজার ৪৭৯ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৭ হাজার ৭৬৭ জন ও নারী ভোটার ১ লাখ ৯৫ হাজার ৭১২ জন।
শ্যামনগর উপজেলায় পুরুষ ভোটার বেড়েছে ১৬ হাজার ২৫৮ জন এবং নারী ভোটার বেড়েছে ১৪ হাজার ৪৩১ জন।
জেলা নির্বাচন অফিসার নাজমুল কবির জানান, জেলায় চারটি আসনে এবার মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ৫৯ হাজার ৮৯৯ জন। এদের মধ্যে নতুন ভোটার হয়েছেন ১ লাখ ৭৩ হাজার ১৫৪ জন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
ট্রাম্পের হয়ে প্রচারণা চালানো মোদি’র তা ভারতের পররাষ্ট্রনীতির পরিপন্থী
২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ডবিস্তারিত পড়ুন
ছাত্রদলের কাউন্সিল: ৮ভোটে হেরে গেলেন কেশবপুরের সেই শ্রাবণ
জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলে সভাপতি পদে মাত্র ৮ ভোটে হেরে গেছেনবিস্তারিত পড়ুন
ছাত্রদলের নতুন সভাপতি খোকন, সম্পাদক শ্যামল
কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব পেল বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল।বিস্তারিত পড়ুন