শনিবার, নভেম্বর ১৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সাতক্ষীরা-১ আসনে মহাজোটের প্রার্থী নিয়ে দোটানা, হতে পারে ‘চমক’ও!

সাতক্ষীরা-১ (জাতীয় সংসদ-১০৫) তালা-কলারোয়া আসনে আওয়ামী লীগসহ মজাজোটের শীরক দলের ১৯জন নেতা মনোনয়ন প্রত্যাশী। জেলার অন্য তিনটি আসনের চেয়ে সবচেয়ে বেশি মনোনয়ন প্রত্যাশী এই আসনে। মহাজোটের শরীক জাতীয় পার্টি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিরও পছন্দের শীর্ষে রয়েছে এই আসনটি। নিজ দলের নাকি জোটের শরীক দলের প্রার্থী চূড়ান্ত হচ্ছে, সেটি নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

তবে আলোচনা-সমালোচনা যাই হোক, আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনটিতে জিতে আসতে পারবে এমন প্রার্থীর খোঁজে আছে দলটি। শক্ত প্রতিপক্ষ বিএনপিকে মোকাবেলায় যোগ্য প্রার্থীর সন্ধানে রয়েছে দলের হাইকমান্ড। সেই বিবেচনায় শেষ পর্যন্ত কার ভাগ্যের শিকে ছেঁড়ে সেটি দেখার অপেক্ষায় থাকতে হবে আরও কিছু দিন।

জানা গেছে, একাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরার একটি আসনে ভাগ বসাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে মহাজোটের শরীক জাতীয় পার্টি এবং ওয়ার্কার্স পার্টি। আর এক্ষেত্রে শরীকদের পছন্দের শীর্ষে রয়েছে সাতক্ষীরা-১ আসন। আবার ঘাঁটি হিসেবে পরিচিত এই আসন ছাড়তে নারাজ আওয়ামী লীগও। এরই মধ্যে আওয়ামী লীগের ১৫ জন মনোনয়ন প্রত্যাশী ফরম তুলেছেন।

তারা হলেন- জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক এমপি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, কলারোয়া উপজেলা আ.লীগের সাবেক সভাপতি সাবেক এমপি বিএম নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক সরদার মুজিব, কলারোয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সদস্য অ্যাডভোকেট অনিত মুখার্জী, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, আ.লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য আমজাদ হোসেন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, কলারোয়া উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক অধ্যাপক মনিরুজ্জামান মন্ময় মনির, কলারোয়া অর্থ বিষয়ক সম্পাদক জেলা পরিষদের সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা কামরুজ্জামান সোহাগ ও আহসান কবীর টুটুল।

জাতীয় পাটি থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত ও কলারোয়া উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও বর্তমান জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এম মুনছুর আলী।

ওযার্কাস পাটি থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন জেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক বর্তমান এমপি এ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ ও জাসদের ওবায়েদুস সুলতাল বাবলুসহ ৪জন।

ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমানসহ আ.লীগের জনপ্রিয় কয়েকজন নেতাদের পাশাপাশি নতুন মুখও রয়েছেন মনোনয়ন প্রত্যাশায়। তবে এবার দলের প্রার্থী নাকি আবার শরীককের ভাগে পড়ছে আসনটি, সেটি নিয়ে চলছে নানা আলোচনার ঝড়। তবে ভোটের রাজনীতিতে মহাজোটের শরীক জাতীয় পার্টি ও ওয়ার্কাস পাটি ছাড় দিতে নারাজ। তারা ওই আসনের দাবিদার।

জাতীয় পার্টির চেয়ারম্যানের তথ্য বিষয়ক উপদেষ্টা ও সাবেক তথ্য মন্ত্রী সৈয়দ দিদার বখত প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। জাতীয় পার্টির একশ আসনের তালিকায় রয়েছে এই আসনটিও।

আবার বসে নেই বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিও। মহাজোটের শরীক দল হিসেবে সাতক্ষীরার একটি আসন তারা দাবি করেছে। সেটি সাতক্ষীরা-১ আসন। ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য বর্তমান সংসদ এ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ ইতোমধ্যে গণসংযোগ শুরু করেছেন। তাই আসন ভাগাভাগিতে শেষ পর্যন্ত কার কপাল খোলে, সেটি দেখার জন্য আর কয়টা দিন অপেক্ষা করতে হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে ওয়ার্কাস পাটির নেতা এ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ বলেন, ১৪ দলের কাছে সাতক্ষীরার একটি আসন দাবি করেছি। আশা করি, আমরা ওই আসন পাব। তিনি আরও বলেন, দলীয় প্রার্থী বাছাই চলছে। এরপর জোটের আসন ভাগাভাগি হবে। এখনও জোটের আসন ভাগাভাগির বিষয়ে আলোচনা হয়নি।

জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সাবেক তথ্য মন্ত্রী সৈয়দ দিদার বখত বলেন, আমাদের পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ মহাজোটের কাছে ১০০টি আসন দাবি করেছেন। তার মধ্যে সাতক্ষীরা-১ আসন আছে। তাছাড়া আমি দীর্ঘদিন ধরে সংগঠনের প্রার্থী হিসেবে কাজ করছি। গত ১০ বছর ধরে আমরা এই আসনটি দাবি করছি। আশা করছি, এবার আমরা পাব এবং জয়লাভ করব।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেনে- ‘সম্ভাব্য প্রার্থীদের নিজ দলে শক্ত অবস্থান ও জোটগত জটের টানাটানিতে যেকোন ‘চমক’ দেখাও যেতে পারে।’
কারণ হিসেবে তারা মনে করছেন- ‘কাকে বাদ দিয়ে কাকে মনোনয়ন দেয়া হবে সেই জটিলতা কিংবা যাকে মনোনয়ন দেয়া হবে তাঁর কট্টর প্রতিদ্বন্দ্বিদের সমর্থকরা যদি ভোটের মাঠে গোপনে ‘কিছু’ করে ফেলে তবে এ আসনটি হাতছাড়া হতে পারে। সেই দৃষ্টিকোন থেকেও বিকল্প কিছু সামনে আসলে আশ্চর্যের কিছু থাকবে না।’

তারপরেও আ.লীগের প্রার্থীর পাশাপাশি জোটগত কারণে বর্তমান সাংসদ মুস্তফা লুৎফুল্লাহকেই এগিয়ে রাখছেন মাঠ পর্যায়ের রাজনীতিপ্রেমিরা।

একই রকম সংবাদ সমূহ

ট্রাম্পের হয়ে প্রচারণা চালানো মোদি’র তা ভারতের পররাষ্ট্রনীতির পরিপন্থী

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ডবিস্তারিত পড়ুন

ছাত্রদলের কাউন্সিল: ৮ভোটে হেরে গেলেন কেশবপুরের সেই শ্রাবণ

জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলে সভাপতি পদে মাত্র ৮ ভোটে হেরে গেছেনবিস্তারিত পড়ুন

ছাত্রদলের নতুন সভাপতি খোকন, সম্পাদক শ্যামল

কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব পেল বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল।বিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • শোভন-রাব্বানী বাদ, ছাত্রলীগের নেতৃত্বে জয় ও লেখক
  • শোভন-রাব্বানীকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী
  • বিশ্বের শীর্ষ নারী নেতৃত্বের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  • আগুন নিয়ে খেলতে বারণ করলেন শামীম ওসমান
  • ৮ সেপ্টেম্বর থেকে বিদ্রোহী প্রার্থীদের চিঠি দেয়া হবে : ওবায়দুল কাদের
  • মইনুল হোসেন ফের কারাগারে