রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সাতক্ষীরা চারটি আসনে ৭জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সাতক্ষীরা চারটি সংসদীয় আসনে ৭জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষনা করা হয়েছে।

রবিবার (২ডিসেম্বর) সকাল ১০টা থেকে পর্যায়ক্রমে সাতক্ষীরা-১, ২, ৩ ও ৪ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এসএম মোস্তফা কামাল এই যাচাই-বাছাই সম্পন্ন করেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই এর কার্যক্রম সম্পন্ন করা হয়। সেসময় সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাতক্ষীরা-১ আসনে ৫জন, সাতক্ষীরা-২ আসনে ১জন ও সাতক্ষীরা-৪ আসনে ১জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে সাতক্ষীরা-৩ আসনে কোন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি।

বিভিন্ন কারণে যেসকল প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন-

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসন:
১. স্বতন্ত্র প্রার্থী এসএম মুজিবুর রহমান (সরদার মুজিব), আ.লীগ নেতা।
২. স্বতন্ত্র প্রার্থী বিএম নজরুল ইসলাম, আ.লীগ নেতা।
৩. স্বতন্ত্র প্রার্থী শেখ নুরুল ইসলাম, আ.লীগ নেতা।
৪. স্বতন্ত্র প্রার্থী বিশ্বজিৎ সাধু, আ.লীগ নেতা।
৫. হায়দার আলী শান্ত, ন্যাপ নেতা।

সাতক্ষীরা-২ (সদর) আসন:
১. আফসার আলী, জেএসডি নেতা।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালিগঞ্জের একাংশ) আসন:
১. স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমান।

জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সুত্রে জানা গেছে- সাতক্ষীরা-১ আসনে ১৪ জন প্রার্থীর মধ্যে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছে, দলীয় মনোনয়ন না থাকায় আওয়ামী লীগের বিএম নজরুল ইসলাম, জনতা ব্যাংকের ঋণ খেলাপি হওয়ায় আওয়ামী লীগের বিশ্বজিত সাধু, ১ শতাংশ ভোটার তালিকা সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী এস.এম মুজিবুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম এবং মনোনয়নপত্রের তথ্য অসম্পন্ন থাকায় ন্যাপের মো. হায়দার আলী’র মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই আসনে বাকী ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়েছে।
সাতক্ষীরা-২ আসনে মনোনয়নপত্রের সাথে জে.এস.ডি মনোনীত প্রার্থী আফসার আলী ২০০টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে হলফনামা না দেয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এদিকে, সদর আসনে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা মাতলুব হোসেন লিয়নের দলীয় মনোনয়ন নিয়ে অভিযোগ তোলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান আশু। অভিযোগে তিনি বলেন, জাতীয় পার্টির একক প্রার্থী শেখ আজহার হোসেন মাতলুব হোসেন লিয়ন নয়। এ বিষয়ে কেন্দ্র থেকে জেলা রিটার্নিং অফিসার বরাবর সে তথ্য দিয়ে ই-মেইল পাঠানো হয়েছে। এ আসনে বাকী ১১ প্রার্থীর মনোনয়ন বহাল রয়েছে।
এছাড়া সাতক্ষীরা-৩ আসনে চারজন প্রার্থীর সবারই কাগজ পত্র সঠিক থাকায় কারও মনোনয়নপত্র বাতিল করা হয়নি।
অপরদিকে, সাতক্ষীরা-৪ আসনে স্বতন্ত্রপ্রার্থী খলিলুর রহমানের এক শতাংশ ভোটারের স্বাক্ষর দাখিল না করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এই আসনে বাকী আট জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়েছে।

এদিকে, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামি ৫ডিসেম্বর বিকেল ৫টার মধ্যে নির্বাচন কমিশনের সচিব বরাবর ৭সেট সংশ্লিষ্ট কাগজপত্রসহ আবেদন দাখিল করতে পারবেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

আগামি ৯ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ, ১০ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচার-প্রচারণার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। ভোট গ্রহন হবে ৩০ডিসেম্বর, ২০১৮ ইং।

একই রকম সংবাদ সমূহ

ট্রাম্পের হয়ে প্রচারণা চালানো মোদি’র তা ভারতের পররাষ্ট্রনীতির পরিপন্থী

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ডবিস্তারিত পড়ুন

ছাত্রদলের কাউন্সিল: ৮ভোটে হেরে গেলেন কেশবপুরের সেই শ্রাবণ

জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলে সভাপতি পদে মাত্র ৮ ভোটে হেরে গেছেনবিস্তারিত পড়ুন

ছাত্রদলের নতুন সভাপতি খোকন, সম্পাদক শ্যামল

কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব পেল বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল।বিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • শোভন-রাব্বানী বাদ, ছাত্রলীগের নেতৃত্বে জয় ও লেখক
  • শোভন-রাব্বানীকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী
  • বিশ্বের শীর্ষ নারী নেতৃত্বের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  • আগুন নিয়ে খেলতে বারণ করলেন শামীম ওসমান
  • ৮ সেপ্টেম্বর থেকে বিদ্রোহী প্রার্থীদের চিঠি দেয়া হবে : ওবায়দুল কাদের
  • মইনুল হোসেন ফের কারাগারে