সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

শোক দিবসকে ঘিরে চাঁদা চাইলেই জানান : কাদের

১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার দিন জাতীয় শোক দিবস হিসেবে পালনকে ঘিরে কেউ চাঁদা দাবি করলে জানানোর পরামর্শ দিয়েছেন ওবায়দুল কাদের। বলেছেন, এ বিষয়ে জানালেই তারা ব্যবস্থা নেবেন।

মঙ্গলবার বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন দলের সাধারণ সম্পাদক।

কাদের বলেন, ‘কোথাও যদি এমন (চাঁদা দাবি) কিছু হয়, তাহলে আমাদের নেত্রীর রাজনৈতিক কার্যালয়ে টেলিফোন করে তথ্য দিলে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
‘জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে আমাদের পার্টির কেউ যাতে চাঁদাবাজি না করে সেই জন্য পরিষ্কারভাবে বলে দিয়েছি। দলের চাঁদা নিয়ে আমরা প্রোগ্রাম করব, এর বাহিরে কেউ যেন চাঁদা না তুলে।’

‘এটা (চাঁদাবাজি) একটা অপকর্ম। এ বিষয়ে সহযোগী সংগঠনগুলোকে লক্ষ্য রাখতে বলেছি।’

১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডির বাসায় সপরিবারে হত্যা করে সেনাবাহিনীর বিপথগামী কিছু সদস্য। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার পর থেকে এই দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হচ্ছে।

বিএনপি ২০০১ সালে ক্ষমতায় এসে জাতীয় শোক দিবসের আনুষ্ঠানিকতা এবং সরকারি ছুটি বাতিল করলেও ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আবার তা পুনর্বহাল করে।

এই দিনটিতে আওয়ামী লীগ নানা আয়োজনে বঙ্গবন্ধুকে স্মরণ করে। আর প্রতিবারের মতো এবারও নানা আয়োজন রেখেছে। কেবল একটি দিবস নয়, আওয়ামী লীগের কর্মসূচি চলে গোটা মাস জুড়েই। এবারও গোটা মাস জুড়েই নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কাদের বলেন, ‘এ শোকের মাসের সন্মান, মর্যাদা, অবমাননাকর না হয়। জাতির পিতার আত্মার অমর্যাদা না করে।’

এর আগে ওবায়দুল কাদেরের সভাপতিত্বে হয় সম্পাদকমণ্ডলীর সভা। এতে শোকের মাসের কর্মসূচি চূড়ান্ত হয।

সভয় দলের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুরনাহার লাইলী, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ ছাড়াও ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিলসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ট্রাম্পের হয়ে প্রচারণা চালানো মোদি’র তা ভারতের পররাষ্ট্রনীতির পরিপন্থী

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ডবিস্তারিত পড়ুন

ছাত্রদলের কাউন্সিল: ৮ভোটে হেরে গেলেন কেশবপুরের সেই শ্রাবণ

জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলে সভাপতি পদে মাত্র ৮ ভোটে হেরে গেছেনবিস্তারিত পড়ুন

ছাত্রদলের নতুন সভাপতি খোকন, সম্পাদক শ্যামল

কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব পেল বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল।বিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • শোভন-রাব্বানী বাদ, ছাত্রলীগের নেতৃত্বে জয় ও লেখক
  • শোভন-রাব্বানীকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী
  • বিশ্বের শীর্ষ নারী নেতৃত্বের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  • আগুন নিয়ে খেলতে বারণ করলেন শামীম ওসমান
  • ৮ সেপ্টেম্বর থেকে বিদ্রোহী প্রার্থীদের চিঠি দেয়া হবে : ওবায়দুল কাদের
  • মইনুল হোসেন ফের কারাগারে