বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে তাই আপনারা এসব কিছু পাচ্ছেন

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক শনিবার সকালে যশোরের কেশবপুরে সাঁগরদাড়ী ইউনিয়ন পরিষদ চত্তরে বয়স্ক,বিধবা,প্রতিবন্ধী ভাতা ভোগীদের মাঝে বই বিতরণ করেছেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্তর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেন, নৌকার সরকার ক্ষমতায় থাকলে আপনাদের বাকি চাহিদাটুকুও পূরন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে তাই আপনারা এসব কিছু পাচ্ছেন। উন্নয়নের জন্য এবং ভালো থাকতে নৌকার কোন বিকল্প নেই। বি এন পি ক্ষমাতায় থেকে কোন উন্নয়ন করেনি। তারা চুরি, ডাকাতি, খুন, মানুষ পুড়িয়ে মেরেছে। বাসে আগুন দিয়েছে।আপনারা আমাকে নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দেবেন।

কারন শেখ হাসিনার সরকার ছাড়া দেশের উন্নয়ন হবে না। প্রয়াত সাবেক শিক্ষামন্ত্রী এ এস এইচ কে সাদেক সাহেবের উন্নয়নের পর আপনারা সাদেক সাহেবের ভক্ত হলেন এবং বিগত নির্বাচনে আপনারা নৌকায় ভোট দিয়েছিলেন। আজ আপনাদের উপস্থিতি দেখে আমার খুব ভালো লেগেছে সেজন্য আপনাদের ধন্যবাদ। কেশবপুর একসময় অবহেলিত ছিলো সেই কেশবপুর এখন উন্নত এলাকা হিসেবে পরিনত হচ্ছে। আমি অনেক কাজ করেছি। বিদ্যুত, রাস্তা, স্কুল-কলেজের বিল্ডিং করা, কর্মসংস্থানের জন্য ট্রেনিং সেন্টার, অর্থনৈতিক জোনসহ আপনাদের উন্নয়নের চেষ্টা করেছি এবং করছি। দরিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে শেখ হাসিনা সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে শতভাগ বিধবা,বয়ষ্ক ও প্রতিবন্ধিদের ভাতা প্রদান করা হবে। সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে বয়ষ্ক,বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে কার্ড বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

অনুষ্ঠানে সাগত বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, উপজেলা আওয়া মীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ,উপজেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক শেখ এবাদত সিদ্দিকী বিপুল,গৌতমরায়, যশোর জেলা (পিপি) এ্যাড. রফিকুল ইসলাম পিটু, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক কাজী আজহারুল ইসলাম মানিক৷

এসময় উপস্থিত ছিলেন, জন-প্রশাসন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোঃ মঞ্জুরুল হাফিজ, প্রতিমন্ত্রীর ছেলে তানভীর সাদেক, মহিলা ভাইস-চেয়ারম্যান নাসিমা আক্তার সাদেক, সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ ,হাবিবুর রহমান ও ছাত্রলীগের নেতা খন্দকার আব্দুল আজিজ৷ অনুষ্ঠান শেষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক ইউনিয়নের ২৩৭ জন বয়ষ্ক,৭২ জন বিধবা ও ৭২ জন প্রতিবন্ধিদের মাঝে বিনামূল্যে কার্ড বিতরন করেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা