বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

শিক্ষায় বিশেষ অবদান : শান্তি পদক পেলেন সুভাষিনী কলেজের অধ্যক্ষ

সাতক্ষীরার তালা উপজেলার সুভাষিনী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ কামরুল ইসলাম সেলিম শিক্ষার উপর বিশেষ অবদান রাখায় এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশ তাকে বিশ্ব মানবাধিকার শান্তি পদক দিয়েছেন। গত ৩০ ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান স্মৃতিমিলনায়তনে এক পদক প্রদান অনুষ্ঠানে তাকে ঐ সম্মাননা দেওয়া হয়।

ভাষা সৈনিক রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে হিসেবে উপস্থিত থেকে পুরুষ্কার প্রদান করেন বাংলাদেশ মানবাধিকার সংস্থার সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি আব্দুস সালাম মামুন,বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি। ইতিপূর্বে তিনি শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ ২৭অক্টোবর-১৭’ শেরেবাংলাএ,কে ফজলুল হক গবেষণা পরিষদ কর্তৃক সম্মাননা পুরষ্কার এবং ২ডিসেম্বর-১৭ তারিখে ৭১ মিডিয়া ভিশনের পক্ষ থেকে মাদার তেরেসা সম্মাননা পুরষ্কার পান।

উল্লেখ্য,শিক্ষার মানোন্নয়নে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মালয়েশিয়াতে প্রশিক্ষণের জন্য তিনি মনোনিত হয়েছেন। কলেজটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠাকালীন সময় থেকে তিনি অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন। বিদ্যাপীঠটির সার্বিক শিক্ষার মানোন্নয়নসহ সার্বিক সহযোগিতা করেন প্রতিষ্ঠানের সভাপতি প্রণব ঘোষ বাবলু।

তালা সদরে মৎস্য অফিস না থাকায় সেবা বঞ্চিত হচ্ছেন তৃণ মূলের মৎস্য চাষীরা
সাতক্ষীরার তালা উপজেলা পরিষদের মৎস্য অফিসটি স্থানান্তর করে প্রায় ১ কিঃমিঃ দূরে খামার বাড়িতে নেয়ার ৮ মাস পরেও অফিসটি ফিরে আসেনি তার পূর্বের জায়গায়। এতে করে উপজেলার মৎস্য সংশ্লিষ্টরা চরম ভোগান্তিতে রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে জানা গেছে,গত বছর বর্ষা মওসুমে বৃষ্টির পানি নিষ্কাষিত হতে না পেরে উপজেলা সদরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ঐসময় এলাকাবাসীর ভোগান্তির কথা চিন্তা করে উপজেলা নির্বাহী কর্মকর্তার মৌখিক অনুমতি নিয়ে সেসময় মৎস্য অফিসটি সাময়ীকভাবে মৎস্য অধিদপ্তরের তালা খামার বাড়িতে নেয়া হয়। তবে মওসুমের প্রায় ৮ মাস অতিবাহিত হলেও অফিসটি এখনো তার পূর্বের জায়গায় ফিরিয়ে আনা হয়নি। এলাকাবাসীর অভিযোগ, সদর থেকে খানিকটা পথ দূরে মৎস্য অফিস হওয়ায় উপজেলার অন্যান্য অফিস থেকে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে করে মৎস্য কর্মকর্তারাও অফিস চালাচ্ছেন তাদের ইচ্ছা মত। এলাকাবাসী জানায়,মৎস্য চাষীরা সংশ্লিষ্ট বিষয়ে পরামর্শ নিতে অফিসে গিয়েও প্রায়ই তাদের দেখা পাচ্ছেননা। মৎস্য প্রধান জনপদের মূল পরামর্শক কতৃপক্ষের এমন বেহাল দশায় রীতিমত ক্ষোভ প্রকাশ করেছেন চাষীরা।

এব্যাপারে তালা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ হাদিউজ্জামান জানান,নতুন করে পরনো জায়গায় ফেরার কোন ইচ্ছা তাদের নেই। এলক্ষে গত সপ্তাহে তারা মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ে একটি আবেদন পাঠিয়েছেন। যাতে নতুন স্থানে তাদের অফিসটি বহাল রাখা হয়।
এদিকে এলাকাবাসী বলছেন ভিন্ন কথা। তাদের দাবি,মূল ঠিকানায় ফিরে যাক মৎস্য অফিসটি। তাহলে পূর্বের ন্যায় প্রাণচাঞ্চল্য ফিরে আসবে গুরুত্বপূর্ণ এ দফতরে। প্রসঙ্গত,তালা উপজেলার ১২ টি ইউনিয়নের অধিকাংশ এলাকার মূল আয়ের উৎস্য কৃষির পাশাপাশি মৎস্য। মাছ চাষ করেই এখানকার বৃহৎ সংখ্যক মানুষ জীবিকা নির্বাহ করেন। তবে গত প্রায় ৭/৮ মাস হল অফিসটি প্রায় ১ কিঃমিঃ দূরে স্থানান্তরিত হওয়ায় তৃণমূলের চাষীরা মূল সেবা নিতে অফিসে গিয়ে তালাবদ্ধ পেয়ে ফিরে যায়। অন্যদিকে ভীঁড় কম থাকায় এক প্রকার অফিস না করেই আয়েসেই দিনাতিপাত করছেন সিনিয়র মৎস্য কর্মকর্তা সহ সেখানকার ৬ জন কর্মকর্তা-কর্মচারী। বিশেষ করে উপজেলা সদর থেকে খামার বাড়িতে অফিস হওয়ায় এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে অফিসটি। সেকারণে উপজেলা নির্বাহী কর্মকর্তাও তদারকি করতে পারেননা। আর এই সুযোগে সেখানকার কর্মকর্তা-কর্মচারীদেরও ঠিকমত অফিস করতে হয়না। এতে করে সরকারের মূল লক্ষ মৎস্য সম্পদ উন্নয়ন বহুল অংশে ভেস্তে যাচ্ছে।

এব্যাপারে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদ হোসেন বলেন,বিষয়টি সম্পর্কে তিনি কিছুই জানেননা।

সর্বশেষ সবমিলিয়ে ভাল নেই জনপদের মৎস্য চাষীরা। তারা গত কয়েক বছর যাবৎ উৎপাদন মৌসুমে ভাইরাসসহ নানা সংকটে মাছের মড়কে ন্যুনতম সেবা বা পরামর্শ পর্যন্ত নিতে পারছেননা অধিদপ্তরটি থেকে। এমন অবস্থায় বিষয়টি তদন্তপূর্বক জরুরী পদক্ষেপ গ্রহনের জন্য তারা সরকারের সংশ্লিষ্ট উর্দ্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

তালায় বীর মুক্তিযোদ্ধা খায়রুল বাশার ফাউন্ডেশনের আয়োজনে শীত বস্ত্র বিতরণ
তালা উপজেলার খলিষখালী ইউনিয়নে শীর্তাতদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়েছে। মঙ্গবার সকালে দুধলাই সরকারী প্রাথমিক বিদ্যালয় আ্যানিমেশন লিবারেট ফর অর্গানাইজ আলো বাস্তবায়নে আলখায়ের ফাউন্ডেশন ইউকে এবং বীর মুক্তিযোদ্ধা খায়রুল বাশার ফাউন্ডেশন উদ্যোগে গরীব, অসহায়,দুস্থ ছিন্নমুল শীর্তাত ৩শ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।

বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ফাউন্ডেশনের জয়েন্ট সেক্রেটারী বাবু চিত্তরঞ্জন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খলিষখালীর কৃতি সন্তান শরীয়তপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ জিয়াউর রহমান।

মুক্তিযোদ্ধা খায়রুল বাশার ফাউন্ডেশন এর জেনারেল সেক্রেটারী জিল্লুর রহমান খাঁন মিলনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল খায়ের এর কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ, আলোর প্রধান কর্মকর্তা আবু সাইদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান। ভয়েস অব সাতক্ষীরা সম্পাদক এম কামরুজ্জামান। অন্যন্যদের মধে ইউপি সদস্য মোঃ ওসমান গনি, আব্দুস সবুর, সহ সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

তালায় ইউএনও’র প্রেরণায় গার্লস হাইস্কুলে ডেইলি স্টার কর্নার চালু

তালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’র অনুপ্রেরণায় শহীদ আলী আহম্মেদ বালিকাবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • তালায় পেশা হারিয়ে বেকারত্বে ভুগছেন কপোতাক্ষ পাড়ের জেলে সম্প্রদায়
  • তালায় পূজা উদযাপন পরিষদের নেতাকে জড়িয়ে কুৎসা রটনার অভিযোগ!
  • তালায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • তালায় ইসলামী ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পইন অনুষ্ঠিত
  • তালায় প্রতিপক্ষের দায়ের কোপে একজন আহত॥ সাতক্ষীরা হাসপাতালে ভর্তি
  • পরিকল্পিত মামলায় তালার বারবার নির্বাচিত ইউপি সদস্য নিমাই সানা পালিয়ে বেড়াচ্ছেন!
  • বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে তালার তেঁতুলিয়া শাহী জামে মসজিদে
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • তালায় ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা