রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

শার্শার সামটা মাদরাসার সবক অনুষ্ঠান সম্পন্ন

শার্শা উপজেলার ঐতিহ্যবাহী সামটা সিদ্দিক্বীয়া ফাজিল (বি.এ) মাদরাসার আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের সবক প্রদান ও নবীন বরণ অনুষ্ঠান মাদরাসার হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

২৯ জুন (শনিবার) বেলা ১২টায় মাদরাসার অধ্যক্ষ অনেক আলেমদের উস্তাদ আলহাজ্ব হযরত মাওলানা মোমিনুল ইসলাম এর সভাপতিত্বে ও আরবী প্রভাষক সাংবাদিক মুহাঃ আসাদুজ্জামান ফারুকী এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামটা সিদ্দিক্বীয়া ফাজিল (বি.এ) মাদরাসার গভর্নিং বডির সভাপতি ও সাপ্তাহিক গ্রামের সংবাদ পত্রিকার সম্পাদক প্রফেসর আসাদুজ্জামান আসাদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সামটা মাদরাসা একটি ঐতিহ্যবাহী মাদরাসা।

এই মাদরাসা থেকে শিক্ষার্থীরা আলিম, ফাজিল তথা আই.এ, বি.এ এর সনদ পাচ্ছে এটা তাদের বড় পাওয়া। মাদরাসার শিক্ষকদের মান অনেক ভালো, তারা অনেক দক্ষ ও মেধাবী। শিক্ষার মান আরও উন্নতির জন্য নবাগত অধ্যক্ষকে সর্বদা সচেষ্ট থাকার অনুরোধ করেন। একাডেমীক ভবনের অন্যান্য কাজ সত্বর হবে বলে আস্বস্থ করেন। অন্যান্য সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে।

তিনি আরও বলেন শিক্ষা বিস্তারের জন্যে আমরা মাদরাসাকে সকল ধরনের সহযোগিতা করে যাব। সকলের প্রচেষ্ঠায় এই প্রতিষ্ঠান আরো অনেক এগিয়ে যাবে।বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াস কবির বকুল মাদরাসার জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও সহযোগিতা করছেন। তাই তাকে মাদরাসার কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন এই মাদরাসার অনেক ছাত্র বড় বড় আলেম ও রাষ্ট্রের গুরুত্বপূর্ন পদে কর্মরত। এটি মাদরাসার জন্য গৌরবের বিষয়। তাই তোমাদের ভালো ফলাফল অর্জন করে মাদরাসার সুনাম অক্ষুন্ন রাখতে হবে।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন গভর্নিং বডির সহ সভাপতি মোঃ ইদ্রিস আলী, দাতা সদস্য ও মাদরাসার এতিম খানার সভাপতি মোঃ লিয়াকত আলী, সদস্য লাল্টু গাজী, শাহিদুল ইসলাম, আব্দুস সালাম, বাবর আলী, গোলাম আজম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা আব্দুর রশিদ, আরবী প্রভাষক মাওলানা হেলাল আনোয়ার,ইতিহাস প্রভাষক মাওলানা হাবিবুর রহমান, ইংরেজী প্রভাষক ইকবাল হোসেন,বাংলা প্রভাষক ফাতেমা নুসরত, আরবী প্রভাষক জান্নাত আরা,লাইব্রেরিয়ান হাজি সেলিম, সহকারি শিক্ষক মাওঃ রহমাতুল্লাহ, সাইফুল্লাহ, নুর হাসান, শাহজাহান আলী, খাদিজা খাতুন, শরিফুল ইসলাম, রফিকুল ইসলাম, কম্পিউটার শিক্ষক মোজাম্মেল হক, অফিস সহকারি আবুল হাসান প্রমূখ।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন প্রধান অতিথি মাদরাসার গভর্নিং বডির সভাপতি আসাদুজ্জামান আসাদ সহ অন্যান্য অতিথিবৃন্দ।
আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের সবক পাঠ করান মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান।
নবীন বরন অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা