আরো খবর...
শার্শার পুটখালী সীমান্তে হুন্ডির ৯লাখ টাকাসহ এক ব্যক্তি আটক
যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্ত থেকে হুন্ডির ৯ লাখ টাকাসহ আব্দুর রাজ্জাক (৩০) নামে এক হুন্ডি পাচারকারীকে আটক করেছে বিজিবি।
সোমবার (৯জুলাই) দুপুর ১২টার দিকে শার্শার পুটখালী সীমান্তের মসজিদ বাড়ি বিজিবি পোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রাজ্জাক পুটখালী গ্রামের মৃত আশানূর রহমানের ছেলে।
বিজিবি জানায়- তারা গোপন সূত্রে জানতে পান পুটখালী সীমান্ত থেকে দুই জন হুন্ডি পাচারকারী বিপুল পরিমান হুন্ডির টাকা নিয়ে বেনাপোলের দিকে নিয়ে যাচ্ছে। -এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল পুটখালীর মসজিদ বাড়ি বিজিবি চেকপোস্ট পার হয়ে যাওয়ার সময় রাজ্জাককে মটরসাইকেলসহ আটক করা হয়।
পরে পুটখালী কোম্পানী সদরে নিয়ে তাদের শরীর তল্লাশি করে বাংলাদেশি ৯লাখ টাকা পাওয়া যায়।
২১ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক সৈয়দ সোহেল আহম্মেদ জানান- ৯লাখ টাকাসহ রাজ্জাক নামে এক হুন্ডি পাচারকারীকে আটক করা হয়েছে। আটক রাজ্জাককে উদ্ধারকৃত টাকাসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
হজ্বযাত্রীদের প্রশিক্ষন
যশোরের শার্শা উপজেলার গোগাবাজার জামে মসজিদে নতুন হজ্বযাত্রীদের জন্য ১দিনের প্রশিক্ষন কর্মশালা অনু্ষ্ঠিত হয়েছে।
শার্শা উপজেলা দক্ষিন পশ্চিমাঞ্চল আঞ্চলিক হাজি সংঘের উদ্যোগে সোমবার (৯জুলাই) সকালে নতুন হজ্বযাত্রীদের জন্য প্রশিক্ষন কর্মশালা অনু্ষ্ঠিত হয়।
শার্শার কায়বা, ভবানীপুর, চালিতাবাড়ীয়া, বাগআঁচড়া, সেতাই, বসতপুর, বালুন্ডা, রুদ্রপুর, গোগা, কালিয়ানী, হরিশ্চন্দ্রপুর, অগ্রভুলোট ও কলারোয়ার কাঁদপুর, চান্দুড়ীয়া, হিজলদী, রামভদ্রপুরসহ বিভিন্ন এলাকার পুরনো ১৩০জন হাজী ও নতুন ২০জন হজ্বযাত্রী এ কর্মশালায় অংশ গ্রহন করে।
হাজী সংঘের সভাপতি মাওলানা গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ।
অন্যদের মধ্যে আলহাজ্ব আফিজদ্দীন, আলহাজ্ব মাস্টার নুরুল হক, আলহাজ্ব ইমানুর রহমান, আলহাজ্ব হযরত আলী মাস্টার, আলহাজ্ব আব্দুল গনি, মাওলানা গিয়াস উদ্দীন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা নতুন হজ্বযাত্রীদের সৌদিআরবে পৌছে কি কি করণীয় এবং কি ধরনের অসুবিধার সম্মুখীন হতে পারে তার ওপর বিস্তারিত ধারণা ও সমাধান এবং পরামর্শ প্রদান করেন।
শার্শায় চোরাচালান প্রতিরোধ ও আইন-শৃংখলা বিষয়ক সভা
এম ওসমান, বেনাপোল :
শার্শায় উপজেলা প্রশাসনের উদ্দোগে চোরাচালান প্রতিরোধ ও আইন-শৃংখলা বিষয়ক দুটি ও পৃথক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে চোরাচালান প্রতিরোধ ও আইন-শৃংখলা বিষয়ক দুটি পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল ওয়াদুদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, বেনাপোল পোর্ট থানার এস.আই কাজী এহসানুল হক, উলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক, লক্ষনপুর ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ারা বেগম, পুটখালী ইউনিয়ন চেয়ারম্যান হাদিউজ্জামান, উপজেলা কৃষি অফিসার হীরক কুমার মন্ডল সহ বিজিবি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা
বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন
ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত
যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন