রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

শার্শার গোগায় নৌকার প্রার্থী আফিলের গণসংযোগে নারী-পুরুষের ঢল

যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন বৃহস্পতিবার সকালে গনসংযোগে গোগা ইউনিয়নে পৌছালে তাকে এক নজর দেখার জন্য নারী-পুরুষের ঢল নামে।

পাড়ায় মহল্লায় বিভিন্ন পথসভায় তিনি বলেন- বিএনপি দুর্নীতি ও সন্ত্রাসের অন্যতম পৃষ্ঠপোষক। দলীয় গঠনতন্ত্র থেকে ৭ ধারা তুলে দিয়ে দলটি আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। দলটি শুধু দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষক করে না, তারা স্বাধীনতা বিরোধী ও জঙ্গিবাদেরও পৃষ্ঠপোষকতা করছে।

তিনি আরও বলেন- বিএনপির অপরাজনীতির কারণে জনগণ এখন তাদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই জনগণকেই এখন সিদ্ধান্ত নিতে হবে তারা কাদেরকে ক্ষমতায় রাখবে। যারা মানুষ মারে তাদেরকে, না যারা দেশের উন্নয়ন করছে তাদেরকে ক্ষমতায় আনবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার প্রচার প্রচারনা ও গন সংযোগের ৩য় দিনে শার্শার ৬নং গোগা ইউনিয়নের বিভিন্ন হাট বাজার গ্রাম গঞ্জে’র পথসভায় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন- ব্যক্তি স্বার্থের রাজনীতি দেশ ও জনগনকে কিছু দিতে পারেনা। বিএনপি- জামায়াতের দুঃশাসনের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘ব্যাক্তি স্বার্থে যে রাজনীতি, সে রাজনীতি কখনও জনগণ ও দেশকে কিছু দিতে পারে না। ইতিহাস তাদের ক্ষমা করবে না। তাই বিএনপি’র প্রতি জনগনের কোনো আস্থা নেই।’

এ সময় গোগা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রসিদের নেতৃত্বে পথসভা ও গণসংযোগকালে আরো উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান, যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ সালেহ আহমেদ মিন্টু, অধ্যক্ষ ইব্রাহিম খলিল, কোষাধক্ষ আলহাজ ওয়াহিদুজ্জামান ওহিদ, কৃষকলীগের সাধারন সম্পাদক হায়দার আলী গগন, উপজেলা পরিষদের ভাইস চেযারম্যান মেহেদি হাসান, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক চেয়ারম্যান সোহারাব হোসেন, ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ালীগের সাধারন সম্পাদক মফিজুর রহমান প্রমুখ।

এদিকে অব্যাহতভাবে শার্শা উপজেলা ব্যাপি ব্যাপক প্রচার প্রচারনা চলছে। প্রতি ওয়ার্ডে ও গ্রামে গ্রামে আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী সমর্থকরা আ,লীগ সরকারের সাফল্য তুলে ধরে প্রচার প্রচারনা ও গন সংযোগ।

বাগআঁচড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান ইলিয়াস কবীর বকুলের নেতৃত্বে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে নির্বাচনি প্রচারনা চালানো হচ্ছে।

একইভাবে কায়বা ইউনিয়ন আ.লীগের সভাপতি ও চেয়ারম্যন হাসান ফিরোজ আহমেদ টিংকু ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের নেতৃত্বে পৃথক পৃথকভাবে কায়বা’র প্রতিটি ওয়ার্ডে ও গ্রামে প্রচার প্রচারনা, গণসংযোগ ও উঠোন বৈঠকের মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরা হচ্ছে। কায়বার রুদ্রপুর,ভবানিপুর, চালিতাবাড়ীয়া, রাঘবপুর, মহিষা, কোটা ও বাগুড়ীগ্রামে নৌকার প্রচার এখন তুঙ্গে। তাদের এ প্রচারে একাত্ততা প্রকাশ করছে সাধারন ভোটাররা।

একই রকম সংবাদ সমূহ

ট্রাম্পের হয়ে প্রচারণা চালানো মোদি’র তা ভারতের পররাষ্ট্রনীতির পরিপন্থী

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ডবিস্তারিত পড়ুন

ছাত্রদলের কাউন্সিল: ৮ভোটে হেরে গেলেন কেশবপুরের সেই শ্রাবণ

জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলে সভাপতি পদে মাত্র ৮ ভোটে হেরে গেছেনবিস্তারিত পড়ুন

ছাত্রদলের নতুন সভাপতি খোকন, সম্পাদক শ্যামল

কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব পেল বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল।বিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • শোভন-রাব্বানী বাদ, ছাত্রলীগের নেতৃত্বে জয় ও লেখক
  • শোভন-রাব্বানীকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী
  • বিশ্বের শীর্ষ নারী নেতৃত্বের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  • আগুন নিয়ে খেলতে বারণ করলেন শামীম ওসমান
  • ৮ সেপ্টেম্বর থেকে বিদ্রোহী প্রার্থীদের চিঠি দেয়া হবে : ওবায়দুল কাদের
  • মইনুল হোসেন ফের কারাগারে