মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতায় হোয়াইট হাউসের উদ্বেগ

মিয়ামনারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে যে সহিংসতা চলছে, সে বিষয়ে উদ্বেগ জানিয়েছে হোয়াইট হাউস।

বুধবার এক বিবৃতিতে এ উদ্বেগ জানায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস।

হত্যা, নির্যাতন, খুন, গণধর্ষণ, গ্রাম জ্বালিয়ে দেওয়াসহ রোহিঙ্গাদের বিরুদ্ধে যে সহিংসতা চলছে এবং মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগ উঠেছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছে হোয়াইট হাউস। শিগগিরই এসব সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে তারা।

বিবৃতিতে বলা হয়েছে, ‘রোহিঙ্গা জনগোষ্ঠী ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন ও তাদের বসতভিটা থেকে উচ্ছেদ হওয়া থেকে প্রমাণিত হয়, নিরাপত্তা বাহিনী তাদের সুরক্ষা দিচ্ছে না।’

আরো বলা হয়েছে, ‘মিয়নমারের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার জের ধরে বসতবাড়ি ছেড়ে পালিয়ে গেছে কমপক্ষে ৩ লাখ মানুষ। আমরা আবারো সহিংসতায় রূপ নেওয়া এসব হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।’

ডি ফ্যাক্টো সরকার প্রধান ও রাষ্ট্রীয় পরামর্শক অং সান সু চির সরকারকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সহিংসতা বন্ধ করে বেসামরিক মানুষদের সুরক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে নিপীড়িত রোহিঙ্গাদের যেভাবে মানবিক সহায়তা দিচ্ছে বাংলাদেশ সরকার, তারও প্রশংসা করেছে হোয়াইট হাউস।

জাতিসংঘের হিসাবমতে, রাখাইনে মিয়ানমারের পরিচালিত জাতিগত নিধন অভিযানের মুখে প্রায় ৩ লাখ ৭০ হাজার রোহিঙ্গা প্রাণ নিয়ে পালিয়ে বাংলাদেশে এসেছে। নিহত হয়েছে সহস্রাধিক রোহিঙ্গা। সীমান্তের বিভিন্ন স্থান ও নদী থেকে এখনো পাওয়া যাচ্ছে রোহিঙ্গাদের লাশ। চরম মানবিক সংকটের মুখে আছে রোহিঙ্গা শিশু, নারীসহ তাদের সবাই।

হোয়াইট হাউস এমন সময় রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা নিয়ে উদ্বেগ জানাল, যখন এ ইস্যুতে স্থানীয় সময় বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিরাপত্তা পরিষদের বৈঠক বসতে চলেছে।

জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান জেইদ রাদ আল-হুসেইন মিয়ানমারে ‘জাতিগত নিধন’ চলছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘পাঠ্যবইয়ে জাতিগত নিধন’ বলতে যা বোঝায়, মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে তাই চলছে। এরপর যুক্তরাজ্য ও সুইডেনের অনুরোধে নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকা হয়।

তবে বৈঠকের আগের দিন মঙ্গলবার চীন আবারো মিয়ানমারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের পাশে থাকার আহ্বান জানিয়েছে। চীনের এ ধরনের সমর্থন ব্যক্ত করায় সংশয় তৈরি হয়েছে, নিরাপত্তা পরিষদে মিয়ানমারের বিরুদ্ধে আদৌ কোনো ব্যবস্থা নেওয়ার প্রস্তাব আনা হবে কিনা।

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ১৯ জনের মৃত্যু

পাকিস্তানের উত্তরাঞ্চলে শক্তিশালী ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের আঘাতে ১৯বিস্তারিত পড়ুন

২৪ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হিক্কা

ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় হিক্কা। এর ফলে ঝড়ের পাশাপাশি ভারীবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান
  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ৩য় বারের মতো কাশ্মীর ইস্যুতে মধ্যস্ততার প্রস্তাব ট্রাম্পের
  • এক রাজার ১০০ স্ত্রী ও ৫০০ সন্তান! (ভিডিও)
  • মুখে মাকড়সা চড়লে ‘রিল্যাক্স’ অনুভূত হয় এই নারীর! (ভিডিও)
  • পানির নিচে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে মার্কিন নাগরিকের মৃত্যু
  • মাথায় ৪ ইঞ্চি লম্বা শিং নিয়ে হাসপাতালে বৃদ্ধ!
  • ১৩০টির বেশি দেশ ঘুরে বেড়ানো এক অন্ধ পর্যটকের গল্প
  • হেলমেট ঢোকেনি মাথায়, জরিমানা নিতে ব্যর্থ ট্রাফিক পুলিশ!
  • ৪ বছর প্রেম শেষে ৩০০ বছর বয়সী ভূতকে বিয়ে! (ভিডিও)
  • ছাগল চুরির ৪১ বছর পর ধরা পড়ল চোর!
  • যে গ্রামে প্রতিটা বাড়িই দরজাহীন, ব্যাংকে নেই তালা!