বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

রাজশাহীতে এক ছাত্রলীগ নেতা নিখোঁজ

রাজশাহীতে এক ছাত্রলীগ নেতা ‘নিখোঁজ’ রয়েছেন। তাকে অপহরণ করা হয়েছে বলে আশঙ্কা করছেন পরিবারের সদস্যরা। রবিবার রাতে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই ছাত্রলীগ নেতার ছোট বোন।

নিখোঁজ ওই ছাত্রলীগ নেতার নাম মহসিন সর্দার ওরফে রনি (২৭)। তিনি নগরীর ২০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। বোয়ালিয়াপাড়া মহল্লায় রনির বাড়ি। তার বাবার নাম মজিবর সর্দার।

রনির ছোট বোন মুন্নি খাতুন ঢাকাটাইমসকে বলেন, ‘সকাল ৯টার দিকে তার ভাই বাসা থেকে বের হন। যাওয়ার সময় বলে যান- এক ব্যক্তির কাছে সে প্রায় এক লাখ টাকা পাবেন, সেটি আনতে যাচ্ছেন। এরপর রনি আর বাড়ি ফেরেননি।

পরে মুঠোফোনে ক্ষুদেবার্তা পাঠিয়ে রনি জানিয়েছেন তিনি বিপদে আছেন। বেলা ১১টার সময় প্রথমে বন্ধু জুয়েল রানা এর কয়েক মিনিট পর ছোট বোন মুন্নি খাতুনকে এই ক্ষুদেবার্তা পাঠানো হয়।

জুয়েলের কাছে পাঠানো ক্ষুদেবার্তায় লেখা হয়, ‘আমি বুঝতে পারছি না আমার কি হতে যাচ্ছে। তবে মনে হচ্ছে, খুব বড় বিপদে পড়তে যাচ্ছি। যদি আমার কিছু হয়ে যায় তাহলে তোর কাছে আমার অনুরোধ- অটোর টাকা দিয়ে কিস্তি দুটো চালাস। আমার মাকে কিস্তির চাপটা দিস না ভাই।’

জুয়েল জানান, তিনি এবং তার বন্ধু রনি ঋণ নিয়ে ব্যাটারিচালিত একটি অটোরিকশা কিনেছেন। ক্ষুদেবার্তায় রনি ওই ঋণের টাকা পরিশোধের ব্যাপারেই লিখেছেন।

এদিকে বোন মুন্নি খাতুনের মুঠোফোনে পাঠানো ক্ষুদেবার্তায় লেখা হয়- ‘বোনরে পারলে আমাকে ক্ষমা করে দিস। কিস্তিটা আমার অটোর টাকা থেকে জুয়েলকে চালাতে বলেছি। আমি বড় বিপদে আছিরে বোন। জানি না আমার কি হবে! সবাইকে দেখে রাখিস। বড় একটা বিপদে পড়েছি আমি’।

মুন্নি খাতুন বলেন, ‘রনি যে ব্যক্তির কাছে পাওনা টাকা আনতে গিয়েছিলেন সেখানেই কোনো বিপদ হয়েছে বলে তিনি মনে করছেন। রাজনৈতিক কারণে তার ভাইকে অপহরণের মতো এটি কোনো ঘটনা নয় বলেও তিনি মনে করেন। রনিকে দ্রুত উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানান তিনি।’

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমান উল্লাহ ঢাকাটাইমসকে বলেন, ‘ক্ষুদেবার্তা পাঠানোর পর থেকে নিখোঁজ ছাত্রলীগ নেতার মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তাকে উদ্ধারে ব্যাপক তৎপরতা চলছে।’

একই রকম সংবাদ সমূহ

ট্রাম্পের হয়ে প্রচারণা চালানো মোদি’র তা ভারতের পররাষ্ট্রনীতির পরিপন্থী

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ডবিস্তারিত পড়ুন

ছাত্রদলের কাউন্সিল: ৮ভোটে হেরে গেলেন কেশবপুরের সেই শ্রাবণ

জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলে সভাপতি পদে মাত্র ৮ ভোটে হেরে গেছেনবিস্তারিত পড়ুন

ছাত্রদলের নতুন সভাপতি খোকন, সম্পাদক শ্যামল

কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব পেল বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল।বিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • শোভন-রাব্বানী বাদ, ছাত্রলীগের নেতৃত্বে জয় ও লেখক
  • শোভন-রাব্বানীকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী
  • বিশ্বের শীর্ষ নারী নেতৃত্বের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  • আগুন নিয়ে খেলতে বারণ করলেন শামীম ওসমান
  • ৮ সেপ্টেম্বর থেকে বিদ্রোহী প্রার্থীদের চিঠি দেয়া হবে : ওবায়দুল কাদের
  • মইনুল হোসেন ফের কারাগারে