রাজশাহী প্রেসক্লাবের সম্পাদককে নির্যাতনের অভিযোগে এসআই ক্লোজড
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের নিজস্ব প্রতিবেদক সাইদুর রহমানকে নির্যাতনের অভিযোগে রাজপাড়া থানার এসআই মাহবুবকে ক্লোজড করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে বুধবার বিকালে এ ঘটনার প্রতিবাদে রাজশাহী সাংবাদিক সমাজের ব্যানারে সাহেববাজার জিরোপয়েন্ট প্রেসক্লাব চত্বরে এক মানববন্ধন করা হয়। এসময় এসআই মাহবুবকে চাকরি থেকে অব্যাহতি দিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।
স্থানীয় সাংবাদিকদের সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর কাজীহাটা এলাকায় এক আত্মীয়ের সমস্যা সমাধান করতে গিয়েছিলেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান। পরে রাজপাড়া থানার পুলিশ সেখানে পৌঁছালে সাইদুর রহমান নিজের পরিচয় দেন। পরিচয় জানা মাত্রই থানার এসআই মাহবুব তাকে গালিগালাজ করেন ও এক পর্যায়ে তাকে মারধর করে পুলিশ ভ্যানে চড়িয়ে থানায় নিয়ে যান। পরে রাজশাহী প্রেসক্লাবের সদস্যরা তাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসেন।
এ ব্যাপারে রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আসলাম-উদ-দৌলা জানান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান তার সূত্রের কাছ থেকে খবর পেয়ে সংবাদ সংগ্রহের জন্য রাজশাহী মহানগরীর কাজীহাটা এলাকার একটি বাসভবনে যান। সে সময় রাজপাড়া থানার এসআই মাহবুব বেশ কয়েকজন পুলিশ নিয়ে বাসভবনটি ভাঙার কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। ঘটনাস্থল থেকে রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজপাড়া থানার ওসিকে ফোন দিয়ে জানতে চান- কেনো কাজটি বন্ধ করে দেওয়া হচ্ছে? ওসি তখন জানান যে- পাশের বাসা থেকে অভিযোগ এসেছে। তাই উভয়পক্ষকে নিয়ে বসে বিষয়টির সমাধান করা হবে। ওসির বক্তব্য শুনে সাইদুর রহমান উপস্থিত সবাইকে বলেন- থানায় বসে উভয়পক্ষকে নিয়ে ওসি সাহেব বিষয়টির সমাধান করবেন। এসময় এসআই মাহবুব সাইদুর রহমানের কাছে জানতে চান- কে ফোন করেছিলেন? সাইদুর রহমান জানান- ওসি সাহেবকে। এতেই ক্ষিপ্ত হয়ে মাহবুব সাইদুর রহমানের ওপর চড়াও হন এবং মারতে মারতে পুলিশ ভ্যানে করে থানায় নিয়ে আসেন। তখন তার মোবাইল ফোনটি কেড়ে নেওয়া হয়।
আসলাম-উদ-দৌলা আরও জানান, পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় সাইদুর রহমান তার পারিবারিক পরিচয় তুলে ধরেন। তিনি জানান যে- তার মাতামহ জননেতা মাদার বখ্শ্। তার বাবা জননেতা আতাউর রহমান বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও বাকশালের রাজশাহীর গভর্নর ছিলেন। তার মা ছিলেন ভাষা সৈনিক। এসব শোনার পর পুলিশ কর্মকর্তা মাহবুব আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে রাজশাহী পুলিশ কমিশনারের কাছে গিয়ে এসআই মাহবুবকে বহিস্কারের আবেদন জানানো হয়। এরপর পুলিশ কমিশনার মাহবুবকে ক্লোজড করার নির্দেশ দেন। একই সঙ্গে অভিযোগ তদন্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবেও বলে জানান।
এ ব্যাপারে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বলেন, ‘এসআই মাহবুবকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। সেই সঙ্গে মাহবুবের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে আরএমপি সদর দফতর থেকে বোয়ালিয়া জোনের ডিসি আমির জাফরকে তদন্ত করার নির্দেশ প্রদান করা হয়েছে।’
/এএইচ/
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
এনামুল-সম্রাটসহ ৪ জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ
ক্যাসিনো ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা ও অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে সংসদবিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন