মঙ্গলবার, নভেম্বর ১৯, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

মোবাইলে ব্যস্ত নার্স, মারা গেলেন প্রসূতি

প্রসূতি যন্ত্রণায় ছটফট করছিল। একই সঙ্গে রক্তপাতও হচ্ছিল। কিন্তু তার দিকে নজর দেননি দায়িত্বরত নার্স। ব্যথার যন্ত্রণায় কাতরাতে কাতরাতে এক সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন ওই প্রসূতি।

প্রসূতির পরিবারের অভিযোগ, তার (প্রসূতি) যখন রক্তপাত হচ্ছিল, হাসপাতালের দায়িত্বরত নার্সরা মোবাইলে গেম খেলা নিয়ে ব্যস্ত ছিলেন।

ওই প্রসূতির নাম রিম্পা তালুকদার (২০)। তিনি ভারতের পশ্চিম বঙ্গের বর্ধমান জেলার কাঞ্চননগরের বাসিন্দা।

২৩ ফেব্রুয়ারি, শুক্রবার সকালে প্রসব ব্যথা উঠলে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ দিন বেলা পৌনে ১১টা দিকে তার যমজ কন্যাসন্তান প্রসব হয়।

সন্তান প্রসবের দিন তিনি ভালো থাকলেও পরদিন শনিবার রাতে তিনি অসুস্থ বোধ করেন। তার কাছে ছিলেন তার মা আলো দেবী।

আলো দেবীর অভিযোগ, শনিবার সন্ধ্যা থেকেই তার মেয়ের ব্যথা শুরু হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে যন্ত্রণায় ছটফট করতে থাকে। একই সঙ্গে রক্তপাতও হচ্ছিল। গভীর রাতে তিনি বারবার নার্সদের কাছে ছুটে গেলেও তারা কথা না শুনে মোবাইলে গেম খেলতে ব্যস্ত ছিলেন। তার সঙ্গে খারাপ ব্যবহারও করেছেন।

নার্সরা যখন ছুটে গিয়ে রিম্পাকে দেখেছেন, ততক্ষণে রিম্পার অবস্থা খুব খারাপ হয়ে পড়ে। এরপর রবিবার সকালে যখন একজন জুনিয়র চিকিৎসক রিম্পাকে ইঞ্জেকশন দিয়ে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছিলেন। তখনই তার মৃত্যু হয়।

রিম্পার স্বামী পঙ্কজ তালুকদার অভিযোগ করেন, তার শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার না করে ওই সময় একবার রিম্পাকে দেখতে গেলে সে মারা যেত না।

এদিকে রিম্পার মৃত্যুর পর ওই হাসপাতালে এই অভিযোগে দফায়-দফায় বিক্ষোভ করে রিম্পার মরদেহ নিতে অস্বীকার করেন স্বজনরা।

তাদের অভিযোগ, হাসপাতাল তো মোবাইলে গেম খেলার জায়গা নয়। নার্সদের এমন আচরণের জন্য কখনো রোগীর মৃত্যু হচ্ছে, আবার কখনো শিশু বদল হচ্ছে। পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ঘটনার পেছনে নার্সদের গাফিলতি রয়েছে। প্রসূতির রক্তপাত হওয়ার পরেও কর্তব্যরত নার্সরা গুরুত্ব দেননি।

হাসপাতালের ডেপুটি সুপার অমিতাভ সাহা তাদের (রোগীর স্বজন) আশ্বাস দিয়ে বলেন, ‘উচ্চ পর্যায়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কর্তব্যরত অবস্থায় মোবাইল ব্যবহার নিয়েও প্রতিটি ওয়ার্ডে কড়া বার্তা পাঠানো হচ্ছে।’

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ১৯ জনের মৃত্যু

পাকিস্তানের উত্তরাঞ্চলে শক্তিশালী ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের আঘাতে ১৯বিস্তারিত পড়ুন

২৪ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হিক্কা

ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় হিক্কা। এর ফলে ঝড়ের পাশাপাশি ভারীবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান
  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ৩য় বারের মতো কাশ্মীর ইস্যুতে মধ্যস্ততার প্রস্তাব ট্রাম্পের
  • এক রাজার ১০০ স্ত্রী ও ৫০০ সন্তান! (ভিডিও)
  • মুখে মাকড়সা চড়লে ‘রিল্যাক্স’ অনুভূত হয় এই নারীর! (ভিডিও)
  • পানির নিচে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে মার্কিন নাগরিকের মৃত্যু
  • মাথায় ৪ ইঞ্চি লম্বা শিং নিয়ে হাসপাতালে বৃদ্ধ!
  • ১৩০টির বেশি দেশ ঘুরে বেড়ানো এক অন্ধ পর্যটকের গল্প
  • হেলমেট ঢোকেনি মাথায়, জরিমানা নিতে ব্যর্থ ট্রাফিক পুলিশ!
  • ৪ বছর প্রেম শেষে ৩০০ বছর বয়সী ভূতকে বিয়ে! (ভিডিও)
  • ছাগল চুরির ৪১ বছর পর ধরা পড়ল চোর!
  • যে গ্রামে প্রতিটা বাড়িই দরজাহীন, ব্যাংকে নেই তালা!