মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

‘মা হচ্ছেন সন্তান, দেশ ও উন্নত জাতি গড়ার কারিগর’ : আফিল

যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বলেছেন, মা একটি ছোট শব্দ হলেও মায়ের কাছে একজন সন্তান পৃথিবীর শ্রেষ্ট সম্পদ, তেমনি একজন সন্তানের কাছে মা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, মা গুরুত্বপূর্ণ অধ্যায়, মা একটি জীবন, মা একটি পৃথিবী, মা তার সন্তানের জন্য ইহকাল, পরকাল। একজন সুশিক্ষিত মা পারেন একটি শিক্ষিত জাতির জন্ম দিতে। সভ্য সমাজ, সুন্দর জাতি ও উন্নত দেশ গঠনে একজন সুশিক্ষিত মায়ের কোন বিকল্প নেই।

শার্শার শাড়াতলা মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার সকালে মা সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, সরকারী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের প্রভাষক (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) হাসানুজ্জামান লাল, ডিহি ইউপি চেয়ারম্যান হোসেন আলী, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার প্রমূখ।

আফিল উদ্দিন আরো বলেন- সন্তান জন্মের পর থেকে তার লালন পালন করার জন্য সবার আগে দরকার তার মাকে। মায়ের কাছ থেকেই সন্তান প্রথম শিক্ষা গ্রহণ করে তাই প্রত্যেক মা তার সন্তানের প্রথম শিক্ষক, প্রথম স্কুল। মা যদি শিক্ষিত হয় তাহলে তার সন্তান অবশ্যই শিক্ষিত হবে। আর সেই সন্তানরাই পরবর্তীতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিষ্টার, আমলা, এমপি, মন্ত্রী, প্রধান মন্ত্রী, রাষ্ট্রপতি হবে।

তিনি আরো বলেন- আমার খুবই “শখ” শার্শা উপজেলার সকল ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা। আর সে লক্ষ্যে পৌঁছাতে পারলেই আমার ডিজিটাল শার্শা উপজেলা গড়ার স্বপ্ন স্বার্থক হবে। আমার এই স্বপ্ন পূরণ করতে হলে চাই আপনাদের সহযোগিতা। যে সহযোগিতা কোন অর্থনৈতিক বা আমাকে ভোট দেওয়ার জন্য নয়, আমার একমাত্র চাওয়া আপনার সন্তানকে ঘিরে। আমি বিশ্বাস করি প্রত্যেক মা এক সুরভিত ফুল আর প্রতিটি ঘর একেকটি স্কুল। কেবল আপনি আপনার নিজ সন্তানের দেখভালের দ্বায়িত্বটুকু নিয়ে তার দিকে খেয়াল রাখতে পারলেই আমার এমপি জীবনের দ্বায়িত্ব তথা আজকের স্বপ্ন ও কথাগুলো স্বার্থক হবে। কোন সুশিক্ষিত সন্তান বোঝা নয়। আপনার সন্তান লেখাপড়া শিখে পরিপূর্ণ মানুষ হলে একদিন আপনার ঘর-ই আলোকিত হবে। আপনি হবেন এক গর্বিত বাবা-মা। এসাথে তার কিরণ ছড়াবে আপনার নিজ এলাকাসহ সমগ্র দেশ ও সারা বিশ্বে।

মা সমাবেশ অনুষ্ঠানের পূর্বে বিদ্যালয়ের মাঠের চারিদিকে আভ্যন্তরীণ পাকা রাস্তা ও ৪র্থ তলাবিশিষ্ট ভবনের প্রথম তলা ভবনের উদ্বোধন করেন।

উন্নয়নমুখী সরকারের যশোরের শার্শায় তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপনী
উন্নয়নমুখী সরকারের “উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে যশোরের শার্শায় তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা-২০১৮ সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্টিত হয়েছে।

শনিবার বিকাল ৩টায় শার্শা উপজেলা মাঠ প্রাঙ্গণে অত্যন্ত জাঁকজমক পুর্ণভাবে আলোচনা সভা, পুরস্কার বিতরন, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পূলক কুমার মন্ডল উন্নয়ন মেলার সমাপনী ঘোষনা করেন।

গত ১১ জানুয়ারী বৃহস্পতিবার জাঁকজমকপূর্ণ ভাবে যশোরের শার্শা উপজেলা পরিষদ চত্তরে ৫৪ টি স্টলের মাধ্যমে তিন দিন ব্যাপি ‘উন্নয়ন মেলা’ শুরু’ হয়েছিল।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে ও শিক্ষা অফিসার হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত উন্নয়ন মেলার সমাপনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শার্শা উপজেলার ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল ওয়াদুদ, শার্শা থানার ওসি মশিউর রহমান, বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান, আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা মহিলা ভাইস চেয়াররম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, বাঁগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল, বেনাপোল ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমান, শার্শা ইউনিয়েরনর চেয়ারম্যান মোঃ সোহারাব হোসেন, পুটখালী ইউনিয়ের চেয়ারম্যান মাস্টার হাদীউজামান, ডিহি কায়বা ইউনিয়নের চেয়ারম্যান হাসান ফিরোজ টিংকু, শার্শা উপজেলা ছাএলীগের সভাপতি আব্দুর রহিম সরদার সহ অন্যান্য সামাজিক রাজনৈতিক বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের স্টলের পরিচালনা ব্যাক্তিবর্গ।

পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও উন্নয়ন মেলার-২০১৮ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগী ও বিশেষ ক্যাটাগরীতে শার্শা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, একটি বাড়ী একটি খামার প্রকল্প, পরিবার পরিকল্পনা, উপজেলা কৃষি অফিসার কার্যালয়, উপজেলার বাঁগআঁচড়া, কায়বা, ব্যাংক বিভাগ, বাঁগআঁচড়া ইউনাইটেড হাইস্কুল, আদ-দ্বীন ওয়েল ফেয়ার সেন্টারের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এই উন্নয়ন মেলার সমাপনী দিনে দূর-দূরান্ত থেকে আসা বিপুল সংখ্যক নারী পুরষ বর্তমান সরকারের উন্নয়ন মেলার মাধ্যমে কর্মকান্ড তুলে ধরাকে স্বাগত জানিয়েছেন। তারা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেছেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা